ব্রেকআপ বা বিচ্ছেদ, এই শব্দটা আমাদের কাছে আজকাল অতি পরিচিত। প্রেম ও ভালোবাসায় প্রতারণা হোক বা অন্য যাই সমস্যা হোক না কেন, দুটি মানুষের একে ওপর থেকে দূরে চলে যাওয়ার ব্যাপারটা বড় কষ্টের হয়। প্রেম হোক কিংবা গভীর বন্ধুত্ব কোনোও বিচ্ছেদের মধ্যেই সুখ নেই, কোনো স্বাচ্ছন্দ বোধও নেই; মনে হয় যেন সব আনন্দ আমাদেরকে ছেড়ে কোনো এক নাম না জানা দেশে পাড়ি দিয়েছে, আর কখনো ফিরবেনা বলে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “ব্রেকআপ বা বিচ্ছেদ” সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।
ব্রেক আপ স্ট্যাটাস, Break up status in Bangla
- প্রণয়, প্রেম, বিচ্ছেদ; এ যেন সকল প্রেম সম্পর্কের অবধারিত সূত্র।যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে সে তাকেই হারিয়ে ফেলে।নোনা জলে যেন ক্ষয়ে পড়েছে স্মৃতি, কিছুই যে আর মনে থাকেনা, মনে থাকে শুধুমাত্র প্রেমের বিচ্ছেদের ওই ঘটনা।
- কখনও কাউকে আবেগের ভালোবাসা দিওনা, দিতে হলে মনের ভালোবাসাই দিও; কারণ আবেগের ভালোবাসা একদিন হয়তো বিবেকের কাছে হেরে যাবে, কিন্তু মনের ভালোবসা চিরদিনই থেকে যাবে।
- আমাদের বিচ্ছেদ হয়নি, শুধু দূরত্ব বেড়ে গিয়েছিল। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায় সে যে জোর গলায় বলতো আমাকে সর্বদা কাছে আগলে রাখবে।
- যেই ভালোবাসার মধ্যে কোনো স্বাধীনতা নেই সেই ভালোবাসা থাকার চেয়ে থেকে বিচ্ছেদ হওয়াটাই শ্রেয়। মনে রাখবেন মানুষ একবেলা অনাহারে থাকতে পারে কিন্তু অনাদরে কোনো বেলাই নয়!!
- ভালোবাসা মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর হয়ে যায় যে, মনের মানুষটাও নিজের প্রয়োজন মিটে গেলে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার আগে এক মিনিটও ভাবেনা।
- হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয় তো নিজেই গেছি হেরে, থাক সে সব ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে!
- নয়ন তোমায় পায়না দেখিতে, তাই থাকে এ মন ব্যাকুল।
- ছোট্ট একটা বিচ্ছেদ নামক শব্দ, এতো ক্ষমতা কই পেলো? যে, একসময়ের সবথেকে আপন মানুষটার সাথে কথা বলার অধিকার টুকুও কেড়ে নিল।
- যে যাকে ভালোবাসে ভগবান যেন তাদের মিলিয়ে দেয়, কারণ বিচ্ছেদ বা ভালোবাসা না পাওয়ার যন্ত্রনা টা খুবই কষ্টকর।
- এই মধ্যরাতে প্রিয়, তুমিও কি গো জেগে আমার মত?একটু ভেবে নিও, এ দূরত্ব আর বাড়তে দেবে কত?
- কবিতা রচনার মনোভাব তৈরি করতে বিচ্ছেদের চেয়ে বিকল্প কিছু নেই, আবার দর্শন চর্চার জন্য বিবাহের সমতুল্য আর কিছুই নেই।
- আমাদের ভালোবাসা ভেসে ওঠে ঝিলে,যাকে হত্যা করেছি তুমি-আমি দুজনে মিলে।
- যন্ত্রণা কাকে বলে সিগারেটে পোড়া মন জানে…দুরত্ব বেড়েছে, তবু ভালোবাসা আজও টানে।
- কদিন আগেও স্বপ্ন দেখেছি মিথ্যে ভালোবাসায়, সেসব বুঝি ভুলে যাব, রয়েছি এই আশায়। এমন আশা শুধুই প্রত্যাশা, বুঝেছি কয়েক রাতে, কত প্রশ্নে ঘুম উড়েছে, প্রেমকে চিনে নিতে।
ব্রেকআপ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বিবাহ বিচ্ছেদ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ব্রেক আপ নিয়ে ক্যাপশন, Mind blowing breakup captions
- “আমার প্রাণের ‘পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না– সে কোথায় গেল ফিরে এল না। সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল–তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।”
- আড়ালে আবডালে কত কথা চলে। কত কথা ভেসে আসে জোয়ারে।ভালোবাসা নাইবা দিলি তুই। ভরসার হাতটুকুই একবার ছোঁয়া রে।
- “ওই দিগন্তে দেখোওই জীবনের সীমান্তে উড়ছে পাখিওই পাখিটাও পোষ মেনেছিল একদিন ভালবাসায় ..ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ করতে চাই না আমি তর্ক ভীষণআমার দিক থেকে আজও তোমাকেই ভালবেসে যাই”
- পুরোপুরি ভুলে থাকা সহজ নয়। বলে দিও তাকে-প্রতিরাতে কাঁদার পরেও সে, দোষ দেয় আয়নাকে।
- “ছিঁড়ে ফেলেছি আমি ডায়রির পাতা ,সেথা লেখা ছিলো হাজারও স্বপ্নের কথা , ছিঁড়তে পারিনি আমার মনের সেই পাতা… যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা”
- “পিছুটান ঝরে গেছে , সম্পর্কের বহু আগে অসুখ বিছানা আমি, আমারও তো রদ্দুর লাগে বুঝতে পারোনি তুমি, না তা বলে দোষ দিচ্ছিনা তুমিও ওষুধ নও, ক্ষত আমিও দেখতে পারিনা।”
- এবুকে আজও কেবল বর্ষা নামে। আগে ভরসা ছিলি তুই। মেয়াদ ফুরোতেই তোর মত , বদলে যায় সমস্ত ঋতুই।
- “যতবার আলো জ্বালাতে যাই, নিভে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন ,গভীর অন্ধকারে”
- ফিরবোনা বলাই শুধু সহজ। এ এমন টান-দূরে চলে যাওয়াও দেখি, কাছে আসার সমান।
ব্রেকআপ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলা দুঃখের উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ব্রেকআপ মেসেজ, Heart touching messages on breakup
- কান্নার জল চায় এসে ,সে নদীর কাছে তে পার আর পারাপারের গল্প, আরো কত আছে হাল ছাড়া নৌকার সাথে হবেনা আর পরিচয়, কেন এমন হয় অনিবার্য ক্ষয়, জেনেও ভাবি আবার, উঠবে ঢেউ …আজও নদী পায় গতি…বৃষ্টি ভিজে যদি আসে কেউ”
- এ মনের রাস্তা দিয়েই, তুমি হেঁটে হেঁটে চলে গেলে দূরে।এখনো বুকের ভেতর শব্দ পাই। তোমার পায়ের নূপুরের।
- “বেখেয়ালে খুঁজে পাওয়া বই ,ভালো আর থাকতে দিচ্ছে কই, বৃষ্টির জলে ধোয়া ছাত ভুল করে ছুঁয়ে দেওয়া হাত। এখনো কি ভুল করে তুই, এক ভাববো না কিছুই ,শুধু আদরের ছিল অঙ্গীকার , যদি একটুও আর একটিবার”
- সীমানার এপারে নদী ওপারে ঝাউবন, মাঝে পড়ে আছে দেহ।যেভাবে কুরে কুরে খেয়েছিল আমাদের ভালোবাসাকে সন্দেহ।
- মুঠোর ভেতর থমকে আকাশ। ঘড়ির কাঁটায় পাপ বোনা…সময় যতই বাড়ছে বাড়ুক। তোমার কথা আর ভাববো না…
- ভালোবাসা হলো চোরাজলের মতো , একবার নামলে বোঝা যায় এর গভীরতা কতটা। কেউ বা নেমে মুক্ত খোঁজে কেউ বা খোঁজে শুকতারা।যদি তুমি কাউকে সত্তিকারের ভালোবাসো তাহলে তাকে মনের মনিকোঠায় যত্নে রেখো যত্ন ছাড়া টবের গাছেও ফুল ফোটে না। ভালোবাসায়! বিচ্ছেদ শোকের স্মৃতি গুলো বড়োই অদ্ভুত, এরা মরিচার চেয়েও মনকে বেশি ক্ষয় করে।
- আমি ছিলাম লোকের ভিড়ে, তুমি ভাবলে লুকোচুরি। ব্রেক করে রাস্তা বদলে আমরা এখন পালিয়ে ঘুরি। ব্রেকআপ তাই তোমার আমার অনেক ভাল হারিয়ে যাক সব। আমিও কাল খুঁজে নেব ভোরের বাতাস আর পাখির কলরব।
- জানি তোমার ভুল হয়েছে, আমার চোখে স্বপ্ন খোঁজা। অনেক তো পথ চললেই নিয়ে সম্পর্কের বোঝা। অভিমানকে জিতিয়ে প্রেম পেল পরিণতি। ব্রেকআপ তাই তোমার আমার,স্তব্ধ হোক প্রেমের গতি । তুমি ভাল থেকো, জীবন জিও নতুন করে। আমি তো পথের ছেলে স্বপ্ন আমার ধুলোয় ওড়ে।
- “একে তো ফাগুন মাস ,দারুন এ সময় লেগেছে বিষম চোট, কি জানি কি হয় এ ব্যাথা কি যে ব্যাথা ,বোঝে কি আনজনে সজনী আমি বুঝি মরেছি মনে মনে। “
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
- বিসর্জন নিয়ে উক্তি / দূর্গা পূজার বিসর্জন নিয়ে বার্তা, Bisarjan quotes in Bengali
- দুর্গা নবমী / মহানবমীর শুভেচ্ছা বার্তা, উক্তি, ছবি, Maha Navami good wishes in Bangla
পরিশেষে, Conclusion
প্রেমের মত সুন্দর আর কোনো জিনিস যেমন হয়না , ঠিক তেমনই প্রেমের আঘাত পেলে তার মত ব্যাথা আর কোনো কিছুতে হয়না, যে ব্যাথার কোনো ওষুধও হয়না।
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ব্রেকআপ বা বিচ্ছেদ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।
আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। “ব্রেকআপ বা বিচ্ছেদ” নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।