ব্রেক আপ নিয়ে লেখা উক্তি, ব্রেকআপ ডে স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes on breakup in Bengali 



ব্রেকআপ বা বিচ্ছেদ, এই শব্দটা আমাদের কাছে আজকাল অতি পরিচিত। প্রেম ও ভালোবাসায় প্রতারণা হোক বা অন্য যাই সমস্যা হোক না কেন, দুটি মানুষের একে ওপর থেকে দূরে চলে যাওয়ার ব্যাপারটা বড় কষ্টের হয়। প্রেম হোক কিংবা গভীর বন্ধুত্ব কোনোও বিচ্ছেদের মধ্যেই সুখ নেই, কোনো স্বাচ্ছন্দ বোধও নেই; মনে হয় যেন সব আনন্দ আমাদেরকে ছেড়ে কোনো এক নাম না জানা দেশে পাড়ি দিয়েছে, আর কখনো ফিরবেনা বলে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “ব্রেকআপ বা বিচ্ছেদ” সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।

ব্রেক আপ নিয়ে লেখা উক্তি

ব্রেক আপ স্ট্যাটাস, Break up status in Bangla  

ব্রেক আপ 1
ব্রেক আপ 2
ব্রেক আপ 3
ব্রেক আপ 4
ব্রেকআপ ডে 1
ব্রেকআপ ডে 2
  • প্রণয়, প্রেম, বিচ্ছেদ; এ যেন সকল প্রেম সম্পর্কের অবধারিত সূত্র।যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে সে তাকেই হারিয়ে ফেলে।নোনা জলে যেন ক্ষয়ে পড়েছে স্মৃতি, কিছুই যে আর মনে থাকেনা, মনে থাকে শুধুমাত্র প্রেমের বিচ্ছেদের ওই ঘটনা।
  • কখনও কাউকে আবেগের ভালোবাসা দিওনা, দিতে হলে মনের ভালোবাসাই দিও; কারণ আবেগের ভালোবাসা একদিন হয়তো বিবেকের কাছে হেরে যাবে, কিন্তু মনের ভালোবসা চিরদিনই থেকে যাবে।
  • আমাদের বিচ্ছেদ হয়নি, শুধু দূরত্ব বেড়ে গিয়েছিল। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায় সে যে জোর গলায় বলতো আমাকে সর্বদা কাছে আগলে রাখবে।
  • যেই ভালোবাসার মধ্যে কোনো স্বাধীনতা নেই সেই ভালোবাসা থাকার চেয়ে থেকে বিচ্ছেদ হওয়াটাই শ্রেয়। মনে রাখবেন মানুষ একবেলা অনাহারে থাকতে পারে কিন্তু অনাদরে কোনো বেলাই নয়!!
  • ভালোবাসা মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর হয়ে যায় যে, মনের মানুষটাও নিজের প্রয়োজন মিটে গেলে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার আগে এক মিনিটও ভাবেনা।
  • হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয় তো নিজেই গেছি হেরে, থাক সে সব ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে!
  • নয়ন তোমায় পায়না দেখিতে, তাই থাকে এ মন ব্যাকুল।
  • ছোট্ট একটা বিচ্ছেদ নামক শব্দ, এতো ক্ষমতা কই পেলো? যে, একসময়ের সবথেকে আপন মানুষটার সাথে কথা বলার অধিকার টুকুও কেড়ে নিল।
  • যে যাকে ভালোবাসে ভগবান যেন তাদের মিলিয়ে দেয়, কারণ বিচ্ছেদ বা ভালোবাসা না পাওয়ার যন্ত্রনা টা খুবই কষ্টকর।
  • এই মধ্যরাতে প্রিয়, তুমিও কি গো জেগে আমার মত?একটু ভেবে নিও, এ দূরত্ব আর বাড়তে দেবে কত?
  • কবিতা রচনার মনোভাব তৈরি করতে বিচ্ছেদের চেয়ে বিকল্প কিছু নেই, আবার দর্শন চর্চার জন্য বিবাহের সমতুল্য আর কিছুই নেই।
  • আমাদের ভালোবাসা ভেসে ওঠে ঝিলে,যাকে হত্যা করেছি তুমি-আমি দুজনে মিলে।
  • যন্ত্রণা কাকে বলে সিগারেটে পোড়া মন জানে…দুরত্ব বেড়েছে, তবু ভালোবাসা আজও টানে।
  • কদিন আগেও স্বপ্ন দেখেছি মিথ্যে ভালোবাসায়, সেসব বুঝি ভুলে যাব, রয়েছি এই আশায়। এমন আশা শুধুই প্রত্যাশা, বুঝেছি কয়েক রাতে, কত প্রশ্নে ঘুম উড়েছে, প্রেমকে চিনে নিতে।
ব্রেকআপ ডে 3
ব্রেকআপ ডে 4
ব্রেক আপ স্ট্যাটাস
ব্রেক আপ 5
ব্রেক আপ 6
ব্রেক আপ 7
ব্রেকআপ ডে 5

ব্রেকআপ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বিবাহ বিচ্ছেদ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ব্রেকআপ ডে 6
ব্রেকআপ ডে 7
ব্রেক আপ 8

ব্রেকআপ ও বিচ্ছেদ নিয়ে নতুন কিছু উক্তি, Latest quotes about break up

ব্রেকআপ ডে 8
ব্রেকআপ ডে 9
ব্রেক আপ 9
ব্রেক আপ 10
ব্রেক আপ 11
ব্রেকআপ ডে 10
  • তুই ছিলি আমার পৃথিবী, আর আমি তোর কাছে ছিলাম শুধুই একটা অপশন। আজ বুঝেছি, একতরফা ভালোবাসা কেবল কষ্টেরই নাম।”
  • তোর চলে যাওয়ার পরও আমি বাঁচি, কিন্তু সেই বেঁচে থাকা শুধুই দেহের, মনে প্রতিদিন একটা মৃত্যু ঘটে।”
  • তুই চলে গেছিস, কিন্তু তোর স্মৃতিগুলো যেন প্রতিটা মুহূর্তে আমায় তাড়িয়ে বেড়ায়। এটা কি ভালোবাসার প্রকৃত পরিণতি?”
  • যে মানুষটা একদিন আমার হাসির কারণ ছিল, সেই আজ আমার কান্নার উৎস হয়ে গেল।”
  • যে চলে যেতে চায়, তাকে ধরে রাখা উচিত নয়। কিন্তু কেন যেন হৃদয় মানতে চায় না যে, সে আর নেই।”
  • ভালোবাসা আসলে কী? একটা মধুর মায়া, যা একদিন বিষাক্ত হয়ে হৃদয়টাকে ফাঁকা করে দেয়।”
  • তুই বলেছিলি, কখনো ছেড়ে যাবি না। আজ তোর সেই কথাগুলো যেন প্রতিটা রাত আমাকে কষ্টের সাগরে ডুবিয়ে রাখে।”
  • ভালোবাসা হয়তো চিরন্তন, কিন্তু সম্পর্ক কখনো চিরস্থায়ী হয় না। আমি সেটা তোর থেকেই শিখেছি।”
  • তুই চলে গেছিস, কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করা বন্ধ করতে পারিনি। হয়তো এটাই আমার বোকামি।”
  • একসময় আমরা দুইটা আত্মা ছিলাম একসঙ্গে বাঁধা। আজ আমরা শুধু দুটো বিচ্ছিন্ন স্মৃতি।”
  • তোর স্মৃতিগুলো আমার জীবনের সবচেয়ে মধুর অভিশাপ হয়ে রয়ে গেছে। আমি পালাতে পারি না।”
  • ভালোবাসা কখনো মিথ্যে ছিল না, মিথ্যে ছিল মানুষ, যে ভালোবাসা দেওয়ার অভিনয় করেছিল।”
  • একটা সময় ছিল যখন তোর সঙ্গে কথা না বলে দিন শেষ হতো না। আর আজ, আমরা দুজনেই চুপ।”
  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে বলি, তুই ছিলি একটা অধ্যায়, কিন্তু তোর স্মৃতি আমায় সেটাকে কখনো বন্ধ করতে দেয় না।”
  • তুই আমায় ছেড়ে গেছিস, কিন্তু তুই যা শিখিয়ে গেছিস, সেটা আমাকে নতুন মানুষ বানিয়ে দিয়েছে।”
  • বিষণ্ণতা শুধু অনুভব নয়, এটা একটা গভীর ক্ষত, যা ভালোবাসার নামে কেউ কেউ রেখে যায়।”
  • আমি ভেবেছিলাম, তুই আমার জীবনের গল্পের শেষ হবে। কিন্তু তুই তো মাঝপথেই পৃষ্ঠা ছিঁড়ে চলে গেলি।”
  • ভালোবাসা হয়তো ছিল সত্যি, কিন্তু সেটা ছিল একতরফা। তুই শুধু চলেছিলি, আমি থেমে গেছিলাম।”
  • একদিন তোকে হারিয়ে ফেলার ভয়ে ছিলাম। আজ তোকে হারিয়েছি, কিন্তু সেই ভয়টা আমাকে এখনো তাড়া করে।”
  • জীবন থেকে মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আমৃত্যু থেকে যায়। আমি তোকে ভুলতে পারিনি, তুই হয়তো ভুলেই গেছিস।
ব্রেক আপ 12
ব্রেক আপ 13
ব্রেক আপ 14
ব্রেক আপ 15
ব্রেকআপ ডে 11
ব্রেকআপ ডে 12
ব্রেকআপ ডে 13

ব্রেক আপ নিয়ে ক্যাপশন, Mind blowing breakup captions 

ব্রেক আপ 16
ব্রেকআপ ডে 14
  • “আমার প্রাণের ‘পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না– সে কোথায় গেল ফিরে এল না। সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল–তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।”
  • আড়ালে আবডালে কত কথা চলে। কত কথা ভেসে আসে জোয়ারে।ভালোবাসা নাইবা দিলি তুই। ভরসার হাতটুকুই একবার ছোঁয়া রে।
  • “ওই দিগন্তে দেখোওই জীবনের সীমান্তে উড়ছে পাখিওই পাখিটাও পোষ মেনেছিল একদিন ভালবাসায় ..ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ করতে চাই না আমি তর্ক ভীষণআমার দিক থেকে আজও তোমাকেই ভালবেসে যাই”
  • পুরোপুরি ভুলে থাকা সহজ নয়। বলে দিও তাকে-প্রতিরাতে কাঁদার পরেও সে, দোষ দেয় আয়নাকে।
  • “ছিঁড়ে ফেলেছি আমি ডায়রির পাতা ,সেথা লেখা ছিলো হাজারও স্বপ্নের কথা , ছিঁড়তে পারিনি আমার মনের সেই পাতা… যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা”
  • “পিছুটান ঝরে গেছে , সম্পর্কের বহু আগে অসুখ বিছানা আমি, আমারও তো রদ্দুর লাগে বুঝতে পারোনি তুমি, না তা বলে দোষ দিচ্ছিনা তুমিও ওষুধ নও, ক্ষত আমিও দেখতে পারিনা।”
  • এবুকে আজও কেবল বর্ষা নামে। আগে ভরসা ছিলি তুই। মেয়াদ ফুরোতেই তোর মত , বদলে যায় সমস্ত ঋতুই।
  • “যতবার আলো জ্বালাতে যাই, নিভে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন ,গভীর অন্ধকারে”
  • ফিরবোনা বলাই শুধু সহজ। এ এমন টান-দূরে চলে যাওয়াও দেখি, কাছে আসার সমান।
ব্রেক আপ নিয়ে ক্যাপশন

ব্রেকআপ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলা দুঃখের উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ব্রেকআপ ডে 15
ব্রেকআপ ডে 16

ব্রেকআপ ডে র নতুন বার্তা, Breakup Day new messages in Bangla

ব্রেকআপ ডে 17
  •  ভালোবাসা একদিন ছিল, আজ শুধু স্মৃতি…একসময় যে হৃদয় একসঙ্গে ধুকপুক করত, আজ তারা আলাদা পথ ধরে হাঁটছে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু দুঃখ চিরস্থায়ী হয়ে থাকে। ব্রেকআপ ডে-তে শপথ নিক হৃদয়—ফিরে তাকাবো না, শুধু সামনে এগোবো!
  •  শেষ হয়ে গেছে মানে এই নয় যে আমি শেষ! হয়তো তুমি চলে গেছো, হয়তো সবকিছু বদলে গেছে, কিন্তু আমি এখনও আছি! আমি ভেঙে যাইনি, বরং নিজেকে নতুনভাবে গড়েছি। ব্রেকআপ ডে মানে নতুন শুরুর দিন!
  •  ভালোবাসা ছিল, কিন্তু সেটা কেবল আমার ছিল! একতরফা ভালোবাসা ছিল একসময়ের সত্যি, আর এখন সেটা শুধুই একটা শিক্ষা। যারা হারিয়ে যায়, তাদের জন্য দুঃখ নয়—তাদের জন্য ধন্যবাদ, কারণ তারা আমায় শক্তিশালী করেছে!
  •  তুমি চলে গেছো, আর আমি নিজেকে ফিরে পেয়েছি! প্রেমে অন্ধ ছিলাম, তাই নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছিলাম। ব্রেকআপ ডে মনে করিয়ে দেয়—আমার অস্তিত্ব শুধু আমার জন্য! এখন আমি আগের চেয়ে অনেক বেশি সুখী!
  •  ভালোবাসা মিথ্যে ছিল না, কিন্তু মানুষটা ভুল ছিল! ভালোবাসার মূল্য আছে, কিন্তু ভুল মানুষের কাছে সেটা দেওয়া মানে নিজের হৃদয়কেই কষ্ট দেওয়া। আজ সেই ভুল থেকে শিখেছি, আর সামনে এগিয়ে চলেছি।
  •  যে মানুষটা ছিল, সে এখন কেবলই একটা নাম! একসময় যে হৃদয়ের খুব কাছে ছিল, সে আজ শুধু অতীতের এক অধ্যায়। হয়তো গল্পটা অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু আমি নতুন গল্প লেখার জন্য তৈরি!
  •  শেষ মানে সব শেষ নয়, বরং নতুন শুরুর অপেক্ষা! তুমি আমাকে ছেড়ে গেছো, তাতে কিছু যায় আসে না। কারণ আমি জানি, আমার জীবনে আরও ভালো কিছু অপেক্ষা করছে! আমি সেই দিনের অপেক্ষায় আছি, যখন আমার মুখের হাসি দেখলে তুমি আফসোস করবে!
  •  প্রেম যদি সত্যি হতো, তবে বিদায় থাকত না! ভালোবাসা যদি আসলেই গভীর হতো, তবে আমাদের সম্পর্ক শেষ হতো না। আজ বুঝলাম, যা সত্যি ছিল না, সেটা চলে যাওয়া মানে মুক্তি পাওয়া।
  •  ব্রেকআপ মানে জীবনের ইতি নয়, এটা একটা নতুন শুরু! আমার জীবনে তুমি ছিলে একটা অধ্যায়, বইয়ের শেষ নয়! নতুন গল্প শুরু হবে, নতুন পথে হাঁটবো, আর সেখানে শুধু ভালোবাসা থাকবে, কষ্ট নয়!
  •  তুমি ছাড়া বাঁচতে পারবো না—এই ভুলটা আর করবো না! একসময় ভাবতাম, তুমি ছাড়া আমি কিছুই না! আজ বুঝলাম, আমি নিজেই আমার শক্তি! ব্রেকআপ ডে-তে প্রতিজ্ঞা—নিজের জন্য বাঁচবো, নিজের সুখটাই সবচেয়ে বড়!
  •  তুমি চলে গেছো, আর আমি নতুন করে বাঁচতে শিখেছি! একসময় মনে হতো, তুমি ছাড়া আমি কিছুই না। আজ বুঝেছি, আমি নিজেই নিজের শক্তি! ব্রেকআপ ডে-তে প্রতিজ্ঞা—পেছনে ফিরে তাকাবো না, শুধু সামনের পথ দেখবো!
  •  প্রেম করেছিলাম, কিন্তু বিশ্বাসঘাতকতার গল্প পেয়েছি! ভেবেছিলাম, আমাদের গল্পটা চিরদিন চলবে। কিন্তু তুমি নিজেই সে গল্পের পাতা ছিঁড়ে দিয়েছো। এখন আর দুঃখ পাই না, শুধু হাসি পাই!
  •  আমি হারাইনি, বরং নতুন করে জিতেছি! তুমি চলে যাওয়ার পর আমি আরও শক্তিশালী হয়েছি, আরও ভালো কিছু পাওয়ার যোগ্য হয়েছি! ব্রেকআপ মানে হার নয়, এটা একটা নতুন সুযোগ!
  •  ব্রেকআপ মানে কারো হার বা জিত নয়, এটা সত্যের প্রকাশ! যে সম্পর্ক টিকতে পারে না, তার থেকে বেরিয়ে আসাই ভালো! আজকের কষ্টই আগামী দিনের সুখ আনবে!
  •  ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু ব্রেকআপ চোখ খুলে দেয়! তুমি যখন ছিলে, তখন বুঝতে পারিনি কতটা ভুল ছিলাম। আজ বুঝেছি, আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে!
  •  আজ যে আমাকে অবহেলা করলো, কাল সে আমার মূল্য বুঝবে!তুমি আমাকে হারিয়েছো, আমি তো নিজেকে পাইনি, বরং নতুন জীবন পেয়েছি! একদিন বুঝবে, কাকে হারিয়েছো!
  •  ব্রেকআপ হলো সেই মুহূর্ত, যখন তুমি বুঝতে পারো কারা সত্যি তোমার!যে ভালোবাসা একদিন প্রাণ ছিল, আজ সেটাই বোঝা হয়ে গেছে! ব্রেকআপ শেখায়, কারা আসলেই আমাদের জন্য যোগ্য!
  •  তুমি ছিলে আমার গল্পের নায়ক, কিন্তু সেই গল্প শেষ! আমার জীবনের গল্পে তুমি ছিলে, কিন্তু এখন আমি আমার নিজের গল্প লিখবো—এবার আর কেউ এসে সেটার সমাপ্তি টানতে পারবে না!
  •  তুমি ছিলে আমার দুঃস্বপ্ন, আর আমি এখন জেগে উঠেছি! ভেবেছিলাম তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, এখন বুঝি তুমি ছিলে ভুল! ব্রেকআপ ডে-তে তোমার জন্য শুভকামনা—তুমি থেকো তোমার ভুলে, আর আমি থাকবো আমার শান্তিতে!
  •  ভালোবাসা শেষ, কিন্তু জীবন নয়!তুমি চলে গেছো, সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু আমি এখনও হাসতে জানি, স্বপ্ন দেখতে জানি! কারণ জীবন থেমে থাকে না, সে এগিয়ে যায়!
ব্রেকআপ ডে 18

ব্রেকআপ মেসেজ, Heart touching messages on breakup 

ব্রেক আপ 17
ব্রেক আপ 18
  • কান্নার জল চায় এসে ,সে নদীর কাছে তে পার আর পারাপারের গল্প, আরো কত আছে হাল ছাড়া নৌকার সাথে হবেনা আর পরিচয়, কেন এমন হয় অনিবার্য ক্ষয়, জেনেও ভাবি আবার, উঠবে ঢেউ …আজও নদী পায় গতি…বৃষ্টি ভিজে যদি আসে কেউ”
  • এ মনের রাস্তা দিয়েই, তুমি হেঁটে হেঁটে চলে গেলে দূরে।এখনো বুকের ভেতর শব্দ পাই। তোমার পায়ের নূপুরের।
  • “বেখেয়ালে খুঁজে পাওয়া বই ,ভালো আর থাকতে দিচ্ছে কই, বৃষ্টির জলে ধোয়া ছাত ভুল করে  ছুঁয়ে দেওয়া হাত। এখনো কি ভুল করে তুই, এক ভাববো না কিছুই ,শুধু আদরের ছিল অঙ্গীকার , যদি একটুও আর একটিবার”
  • সীমানার এপারে নদী ওপারে ঝাউবন, মাঝে পড়ে আছে দেহ।যেভাবে কুরে কুরে খেয়েছিল আমাদের ভালোবাসাকে সন্দেহ।
  • মুঠোর ভেতর থমকে আকাশ। ঘড়ির কাঁটায় পাপ বোনা…সময় যতই বাড়ছে বাড়ুক। তোমার কথা আর ভাববো না…
  • ভালোবাসা হলো চোরাজলের মতো , একবার নামলে বোঝা যায় এর গভীরতা কতটা। কেউ বা নেমে মুক্ত খোঁজে কেউ বা খোঁজে শুকতারা।যদি তুমি কাউকে সত্তিকারের ভালোবাসো তাহলে তাকে মনের মনিকোঠায় যত্নে রেখো যত্ন ছাড়া টবের গাছেও ফুল ফোটে না। ভালোবাসায়! বিচ্ছেদ শোকের স্মৃতি গুলো বড়োই অদ্ভুত, এরা মরিচার চেয়েও মনকে বেশি ক্ষয় করে।
  • আমি ছিলাম লোকের ভিড়ে, তুমি ভাবলে লুকোচুরি। ব্রেক করে রাস্তা বদলে আমরা এখন পালিয়ে ঘুরি। ব্রেকআপ তাই তোমার আমার অনেক ভাল হারিয়ে যাক সব। আমিও কাল খুঁজে নেব ভোরের বাতাস আর পাখির কলরব।
  • জানি তোমার ভুল হয়েছে, আমার চোখে স্বপ্ন খোঁজা। অনেক তো পথ চললেই নিয়ে সম্পর্কের বোঝা। অভিমানকে জিতিয়ে প্রেম পেল পরিণতি। ব্রেকআপ তাই তোমার আমার,স্তব্ধ হোক প্রেমের গতি । তুমি ভাল থেকো, জীবন জিও নতুন করে। আমি তো পথের ছেলে স্বপ্ন আমার ধুলোয় ওড়ে।
  • “একে তো  ফাগুন মাস ,দারুন এ সময় লেগেছে বিষম চোট, কি জানি কি হয় এ ব্যাথা কি যে ব্যাথা ,বোঝে কি আনজনে সজনী আমি বুঝি মরেছি মনে মনে। “
ব্রেকআপ মেসেজ
ব্রেক আপ 19
ব্রেক আপ 20

পরিশেষে, Conclusion

প্রেমের মত সুন্দর আর কোনো জিনিস যেমন হয়না , ঠিক তেমনই প্রেমের আঘাত পেলে তার মত ব্যাথা আর কোনো কিছুতে হয়না, যে ব্যাথার কোনো ওষুধও হয়না।

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ব্রেকআপ বা বিচ্ছেদ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।

আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। “ব্রেকআপ বা বিচ্ছেদ” নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts