বধূ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Bride in Bengali


 আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” বধূ ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

বধূ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা
Pin it

বধূ নিয়ে স্টেটাস, Best sayings on Bride 

  • ধন্য সেই ব্যক্তি, যিনি নিজের জীবনে একজন সত্যিকারের বন্ধুকে খুঁজে পান এবং সবচেয়ে সুখী সেই ব্যক্তিই যিনি নিজের বিবাহিত বধূর মধ্যেই একজন সত্যিকারের বন্ধু খুঁজে পান।
  • একজন স্ত্রী নববধূ থাকা অবস্থায় হোক কিংবা বিয়ের অনেক বছর পরেই হোক না কেনো, নিজের স্বামীকে দিন শেষে ঘরে ফিরে আসতে দেখে খুব আনন্দিত হন এবং তার থেকে দূরে চলে যেতে দেখে দুঃখ পান।
  • একজন পুরুষ নিজের জীবনে একজন ভাল স্ত্রীর চাইতে বেশি ভালো কিছু লাভ করতে পারে না।
  • একটি মেয়ের জীবনের সবচেয়ে উত্তম জয় হলো একটি বাড়ির ভালো বধূ, একটি ভাল স্ত্রী এবং একজন ভালো মা হতে পারা। 
  • নববধূ সেজে গুজে থাকলেই ভালো লাগে, মন জুড়িয়ে যায় সুসজ্জিত কোনো বধূ দেখলে। মেয়ে থেকে সদ্য বধূ হিসেবে পরিণত হওয়া সেই স্ত্রীর মধ্যে যেন এক আলাদা রকম নতুনত্ব দেখা যায়।
  • একটিই ভাল বধূ পারে আপনার স্বপ্নগুলি বাঁচিয়ে রাখতে এবং যখন আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন তখন আপনাকে অনুপ্রেরণা জোগাতে।
  • সকল বধূ স্বামীর বাড়িতে সুখে দিন কাটায় না, কিছু বধূ নির্যাতিত হয় এবং সারাজীবন ঘরের কোণে কেঁদে কেঁদে নিজের দুঃখ কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করে, আবার কেউ কেউ বিশাল পরিমাণ যৌতুক সাথে না আনার কারণে অগ্নিদগ্ধও হয়।
  • একজন স্বামীর চেয়ে বড় ধন আর নেই যিনি দৈনিক ভিত্তিতে নিজের বধূ এবং সন্তানদের কাছে একজন আদর্শ মানুষ হয়ে থাকেন।
  • সে ব্যক্তি নিজের স্ত্রীর প্রেমে উন্মাদ থাকে যে সবচেয়ে ভালো বন্ধু, বধূ রূপে নিজের জীবনে পান।
বধূ নিয়ে স্টেটাস
Pin it

পরীক্ষা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on examination in Bengali 

বধূ নিয়ে ক্যাপশন, Bodhu niye caption

  • আপনার বিবাহিত বধূ আপনার চিরজীবনের সঙ্গী। নিজেদের মধ্যে কখনো কলহকে বিকশিত হতে দেবেন না।
  • আমার বিয়ে করার কোন ইচ্ছেই নেই, কিন্তু একদিন বধূর সাজে সজ্জিত হয়ে দেখতে চাই কেমন অনুভূতি হয়।
  •  একটি ভাল বধূ সর্বদা নিজের স্বামীর দ্বারা হওয়া ভুলগুলোকে ক্ষমা করে দেয়।
  • আপনার বধূর পছন্দগুলো নিয়ে কখনও ঠাট্টা করবেন না, কারণ আপনিও তো তার পছন্দের তালিকার একজন।
  • গ্রামীণ বধূর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মাথায় ঘোমটা পরা। মাথায় ঘোমটা পরার কারণে যেকোনো বধূর সৌন্দর্য বৃদ্ধি পায়।
  • আমার বিবাহিত বধূ আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে তার প্রতি আকৃষ্ট করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করে যা আমার মনে অনেক আনন্দ প্রদান করে।
  • পুরুষদের উচিত নিজের বধূর নীরবতার কারণ বুঝে নেওয়া, কারণ কথাবার্তার মধ্য দিয়ে তারা সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু আপনার স্ত্রী নীরবতার সাথে নিজের মনের কথা প্রকাশ করে, যা আপনাকে বুঝতে হবে।
  • যতো ভালবাসা পেয়েছি তোমার থেকে, এই মন চায় আরো বেশি পেতে। কি জানি, কি আছে তোমার মধ্যে! কেনো যে আমার এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে। আমি খুব ভাগ্যবান তোমায় বধূ রূপে পেয়ে।
  • আমি যদি রাবার হতাম তোমার জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম,আর যদি পেন্সিল হতাম তোমার জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম। আমি যদি বিধাতা হতাম তবে সকল জনমেই তোমায় আমার বধূ হিসেবে নিজের কপালে লিখে দিতাম।
বধূ নিয়ে ক্যাপশন
Pin it

টেনশন নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions, quotes on Tension in Bengali

বধূ নিয়ে কবিতা, Best bengali poems on Bride

  • প্রভাতে ঊষা কুমারী, সেজেছে, সন্ধ্যায় বধূ ঊষসী, চন্দন- টোপা- তারা- কলঙ্কে ভ’রেছে বে-দাগ- মু’শশী। মুখর মুখ আর বাচাল নয়ন, লাজ সুখে আজ যাচে গুন্ঠন, নোটন- কপোতি কন্ঠে এখন কূজন উঠিছে উছসি’। এতদিন ছিলে শুধু রূপ- কথা, আজ হ’লে বধূ রূপসী।।
  • বাংলার বুধূ বলতে মায়ের ছবি চোখে ভাসে, গাঁয়ের বধূ এককুচে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে। মুখখানা যেন রূপের ঝলক সদাই হাসে, সহজ সরল মুখ তার সবারে করে সম্মান। শহরের বউদের মতো নেই তাদের অহংকার, মমতায় ভরা পল্লী বধূ সংসারে মন তার। মায়ের সাজে যাচ্ছে বধূ জল আনতে ঘাটে, কাঁখে কলসি পায়ে আলতা চলছে বধূ গান গেয়ে।সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন তাই তো ফিরছে ঘরে, সূর্যের সোনালী আলোয় বধূর রূপ ঝলসে পড়ে। গাঁয়ের বধূর মায়ের রূপ সবার মন কাড়ে, প্রতিদিন মায়ের আরাধনা লক্ষী মায়ের চরণে।
  • বধূ এমন বাদলে তুমি কোথা? আজি পড়িছে মনে মম কত কথা। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ-বারি ; আজিকে মন চায় জানাতে তোমায় হৃদয়ে হৃদয়ে শত ব্যথা।
  • বধূ আসে প্রভাত কালে কাঁখে কলসি নিয়ে, মাথার ঘোমটা চোখের নীচে, মুচকি হেসে| পায়ের নুপুর ঝমঝমিয়ে হাঁটে পথের বাঁকে, গ্রাম্য পরিবেশ উল্লসিত, এই বধূদের পেয়ে| সন্ধ্যা বেলায়, ধূপ ধূনা দেয় তুলসী তলায়, সিঁথিতে সিঁদুর, পরনে শাড়ি, আলতা পায়ে, গাঁয়ের বধূ। সরল হাসি মুখে তার শান্ত স্নিগ্ধ মনে তার মধু, এই রূপেই তো পল্লী বধূ যাদের মিষ্টি ছবি ভাসে মনে।
  • পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী-শান্তি, সমীরণ, বারিবাহ। দিবসে দিয়াছে শক্তি-মাংস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষা লয়ে নারী যোগায়েছে মধু।
  • পল্লী বাংলার বধূরা আজও আছে যৌথ পরিবারে, একে অপরের বিপদে ছুটে পথে ঘাটে দরকারে।আজও এই রীতি নববধূ শাখা পলা হাতে পরনে তার শাড়ি, বাংলার বধূ ধন্যি তুমি তোমরাই বাংলার প্রকৃত নারী।
  • কৃষ্ণচূড়া, লালে রাঙ্গা আগুন ঝরা আশার খোঁপার ফুল। কৃষ্ণচূড়া, হাওয়ায় খেলা পাপড়ি দোলা বধূর কানের দুল।
  • ওগো বর, ওগো বধূ, এই-যে নবীনা বুদ্ধিবিহীনা, এ তব বালিকা বধূ। তোমার উদার প্রাসাদে একেলা কত খেলা নিয়ে কাটায় যে বেলা, তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু, ওগো বর, ওগো বধূ, জানে না করিতে সাজ, কেশ বেশ তার হলে একাকার মনে নাহি মানে লাজ। দিনে শতবার ভাঙিয়া গড়িয়া, ধুলা দিয়ে ঘর রচনা করিয়া, ভাবে মনে মনে সাধিছে আপন ঘরকরণের কাজ।
  • বধু কোন আলো লাগলো চোখে ! বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে ! ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্মবেদনাঘন অন্ধকারে-জন্ম-জনম গেল বিরহশোকে।
  • কখনো কন্যা, বধূ বা মাতৃরূপের অবহেলা আমি সেই মেয়ে।হয়তো আমি সেই মেয়ে, প্রলয়কারিনী, ত্রিশূলধারিনী, ধ্বংসলীলায় মত্তা কিংবা আমি সেই মেয়ে, মহাদেবের তৃতীয় নয়ন থেকে সৃষ্ট সত্তা। একদিন দেখবি সাজবো নববধূ রূপে, পরনে থাকবে লাল সাদা বেনারসী, পায়ে রক্তরাঙা আলতা, হাতে মেহেন্দি, গায়ে গহনা,কপালে নকসা-এক নবরূপে সজ্জিত হবো৷ সম্মুখে দাঁড়িয়ে দূর হতে তুই দেখবি, আমি নিজেকে সাজিয়েছি অপরের প্রিয়শ্রী রূপে!
বধূ নিয়ে কবিতা
Pin it

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “বধূ” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।


Recent Posts