আমাদের আজকের এই পোস্টটিতে আমরা মাটি নিয়ে উক্তি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
মাটি নিয়ে সেরা উক্তি, Maati niye sera ukti
- মানুষ ও মাটি একই সুত্রে গাঁথা। মাটি নিয়েই অনেক বিখ্যাত ব্যাক্তিরা অনেক সুন্দর সুন্দর বাণী করে গেছেন। তাদের সেই বাণী বা কথা গুলোই আজ আমরা এখানে তুলে ধরবো। যাহোক আসুন তাহলে দেখে নেয়া যাক সেই বাণী বা উক্তি গুলো ।
- কারও সাথে বন্ধুত্ব করাটা, মাটি দিয়ে মাটির উপরেই মাটি লেখার মত সহজ হয়। কিন্তু সেই বন্ধুত্ব আজীবন রক্ষা করে যাওয়াটা জল দ্বারা জলের উপর জল লেখার মত কঠিন হয়।
- পায়ের তলার যতটুকু মাটি দেখেছো সেটুকু জায়গাতেই তোমার অধিকার আছে। এটুকুই না হয় আঁকড়ে ধরতে শেখো, না হলে হয়তো তোমার সব অহংকার ধ্বসে যাবে।
- তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে পুনরায় আবার এই মাটিতেই তোমাদেরকে আনা হবে।
- আমাদের এই দেহ একদিন মাটি হবে, পুড়ে হয়ে যাবে ছাই, জগতে এই সত্যের চেয়ে আর খাঁটি কিছুই নাই।
- যে ব্যক্তিই মাটিতে একটি গাছ লাগায়, সে সকলের জন্য নতুন একটি আশা তৈরি করে।
- সমস্ত পৃথিবী বলছে আমি গোলাকার, কিন্তু আমার পায়ের তলার মাটি বলছে আমি সমতল। পায়ের তলার মাটির জোর বেশি, কেননা সে যেটুকু বলে সে একেবারে তন্ন তন্ন করে বলে। পায়ের তলার মাটির কাছ থেকে পাই তথ্য, অর্থাৎ কেবল তথাকার খবর, বিশ্বপৃথিবীর কাছ থেকে পাই সত্য, অর্থাৎ সমস্তটার খবর।
- যখনই নিজের সামর্থ্য নিয়ে সংশয় আসবে তখন নিজের মনেই ,পদ্মফুলের কথা চিন্তা করবে। যদিও পদ্মফুল কাদামাটিতে জন্মায় তবুও এটি চারপাশে থাকা ময়লাকে এর বৃদ্ধি বা সৌন্দর্যকে প্রভাবিত করতে দেয় না।
মাটি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পৃথিবী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মাটি নিয়ে ক্যাপশন, Best caption on earth in Bangla
- ঘোলা জলে থাকা কাদামাটি এক জায়গায় স্থির হতে যেমন সময় লাগে, তেমনি দীর্ঘ সময় ধরে নিয়মিত অনুশীলন করলেই ধ্যান সঠিক ফল দেয়।
- আমি কাদা মাটি আর স্বপ্ন দিয়ে তৈরি এক দুর্বল, ক্ষণস্থায়ী প্রাণী। কিন্তু তাও আমি কেনো যে অনুভব করি, এই মহাবিশ্বের সমস্ত শক্তি যেন আমার মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
- কৃষক হলেন এমন একজন জাদুকর, যিনি কাদা থেকেও অর্থ উৎপাদন করতে পারেন।
- আগেকার সময়ে প্রতিটি গ্রামে নজরে পড়তো মাটির বাড়ি। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও শীতে বসবাস উপযোগী মাটির তৈরি ঐতিহ্যবাহী ঘরবাড়ি এখন আর তেমন একটা নজরে পড়ে না।
- পদ্মফুল অনেক সুন্দর দেখতে, কিন্তু এটা একটা বিস্ময়কর ব্যাপার যে এত সুন্দর ফুলটি নোংরা জল আর মাটির মধ্যে থেকেই প্রস্ফুটিত হয়।
- ঈগল কখনো কাকের পাশাপাশি বাস করে না। তারা কাকের মতো ঝাঁকে ঝাঁকে ঊড়ে না, আবার কাদামাটি থেকে খাবার সংগ্রহও করে না।
- কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মূল্য বুঝতে চায়, তাহলে তাকে অবশ্যই কাদা মাটিতে নামতে হবে।
- তাঁরা তোমাকে তাঁরার কাছে টানে; কাদা তোমাকে কাদায় টানে!
- আধুনিকতার ছোঁয়ায় আর সময়ের পরিবর্তনে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
- আজ যে মাটি তোমার পায়ের নিচে, কাল হয়তো সেই মাটি তোমার উপরে থাকবে। একটু ভাবো তো তুমি কি নিয়ে এত গর্ব করো? তোমার কিসের এত অহংকার?
- “ বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা ”
- “ চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি। ”
মাটি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ঝরা পাতা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মাটি নিয়ে স্টেটাস, Best Bengali status on earth
- আমরা মাটির উপরের জীবন নিয়ে যতটা সচেতন, মাটির নিচের জীবন নিয়ে ততটাই বেখেয়াল।
- “মাটির জিনিস ফিরে যায় মাটিতে, ধ্যানের রূপ রয়ে যায় আমার ধ্যানে। বর দিলেম, হারা রূপ ধরা দেবে, কায়ামুক্ত ছায়া আসবে আলোর বাহু ধরে তোমার দৃষ্টির উৎসবে। রূপ এল ফিরে দেহহীন ছবিতে, উঠল শঙ্খধ্বনি। ছুটে এল চারি দিক থেকে রূপের প্রেমিক।”
- মধুর চেয়েও আছে মধুর সে, এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধূলা, খাঁটি সোনার চাইতে খাঁটি।
- মাটির নিঃশেষ সত্য দিয়ে গড়া হয়েছিলো মানুষের শরীরের ধুলো: তবুও হৃদয় তার অধিক গভীরভাবে হ’তে চায় সৎ; ভাষা তার জ্ঞান চায়, জ্ঞান তার প্রেম,-ঢের সমুদ্রের বালি পাতালের কালি ঝেড়ে হ’য়ে পড়ে বিষণ্ণ, মহৎ।
- নানান চেহারা ছবি নানান ভঙ্গি একটুকরো মাটির বর্গে,
একেক আলোর নিয়মে একেক ঘটনা ফোটায়।
অজ্ঞান হতে হতে মানুষেরা বিস্মিত হতে পারে
তবু, মাটি ধরে রাখে আকাশের নীচের সকল ঘটনা। - কত বৃক্ষ,ফুল ফল ফলে এ মাটিতে
আমরা মানুষ করি সেই বন উজাড়;
ভরে দিই তার পিঠ কত শত ক্ষতে
তবু নেই উচ্চবাচ্য,মাটি নির্বিকার।
মাটি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মহাবিশ্ব নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মাটি নিয়ে কবিতা, Earth poems in Bengali font
- ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥ - সোঁদা মাটির গন্ধ পেয়ে- বাতাস যদি ওঠে মেতে, সময় তবে থমকে গিয়ে আলাপ করে মাটি ছুঁয়ে। বৃষ্টি যদি আসে ধেয়ে- অঝোর ধারা হয়ে, মনের বাঁধন ধীরে ধীরে- শিথিল হয়ে আসে।
- দেশ আমার মাটি আমার এই ভারত মহান দেশ,
মাটিতে ফলে সোনার ফসল দেখতে লাগে বেশ।
প্রভাত হাওয়া ঢেউ খেলে যায় সবুজ ধানখেতে,
ফুলের গন্ধে চিত্ত ভরে, মোর পরাণ ওঠে মেতে।
সকাল হলে সূর্য্যি ওঠে পাখি ডাকে গাছে গাছে,
লেজটি তুলে ফিঙে শালিক তরুর শাখায় নাচে।
দেশ আমার মাটি আমার, মানুষ আমার আপন,
দিঘিতে ফোটে সোনার কমল খুশিতে ভরে মন। - মনে হয় বাড়ি ফিরছি। চারিপাশে পায়ের তলায় মাটির মতন কিছু অগোছালো। মাটি টানলে মাটি সরে যায়, আমি সোজা গর্তে, অনেকটা নিচে, মাটির তলায়। চাপা পড়ে যাই, সামনে খোলা দরজা আমার বাড়ি।
- চলো আমরা সবাই মাটি হতে শিখি
দুঃখ কষ্টে জর্জরিত যারা ভাগ্যহত
দাঁড়াই পাশে,হিংসা ক্রোধ বশে রাখি
হই সে ঐ মাটি,বিনম্র নত সতত। - মা মাটি ও মানুষের আমি গাই গান,
মা আমার মাটি আমার স্বর্গের সমান।
মা, মাটি আর মানুষ, আমার আপন,
মাটি আমি ভালবাসি, মায়ের মতন।
গাঁয়ে ছায়া আছে, আছে মাটির সুঘ্রাণ,
মাটি ভালবাসো হবে, জাতির কল্যাণ।
মায়ের ভালবাসার নাই যে তুলনা,
মা মাটি আর মানুষ, জীবন সাধনা। - একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর।
- আমরা মাটির সন্তান ।
–এই মাটিতে জন্ম মোদের, মরণ মাটির কোলে ।
ঘাম ঝড়িয়ে মাটির বুকে সোনার ফসল ফলে ।
মোদের রক্তে মিশে আছে মাটি- -দেহে মাটির ঘ্রাণ । - মাটির ঘরে শান্তির ঠিকানা বাঁধে প্রীতির বাসা,
মাটির ঘর স্বর্গের সমান মনে জাগে নব আশা।
মাটির ঘরে স্বর্গসুখ এমন সুখ কোথা গেলে পাই?
প্রীতিপ্রেমের পূণ্যবাঁধনে মিলেমিশে থাকি সবাই। - বাংলার মাটি, বাংলার জল,
বাংলার বায়ু, বাংলার ফল-
পুণ্য হউক হে ভগবান ।।
বাংলার ঘর, বাংলার হাট,
বাংলার বন, বাংলার মাঠ-
পূর্ণ হউক হে ভগবান ।।
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা মাটি নিয়ে কিছু উক্তি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।