আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ঝরা পাতা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন।
আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

ঝরা পাতা নিয়ে সেরা ক্যাপশন, Jhora pata niye sera caption
- সঠিক মরশুম না এলে শুকনো পাতা ঝরে না, ঠিক তেমনি সঠিক মরশুম না এলে নতুন পাতা গজায় না।
- পুরনো পাতা ঝরে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম জাদু আছে।
- প্রতিটি পাতা আমার কাছে সুখের কথা বলতে বসন্তের শেষে গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে।
- ঝরা পাতা দেখতে কত সুন্দর, গাছের পাতা সবুজ থেকে ক্রমে হলুদ হয় এরপর ধীরে ধীরে লালচে রং ধারণ করে, এই শুকনো পাতা গাছে থাকাকালীন যেমন গাছটির সৌন্দর্য্য বৃদ্ধি করে, তেমনই ঝরে পড়ে গিয়ে রাস্তার পাশ সাজিয়ে রাখে, যা দেখতে খুব ভালো লাগে।
- শুকনো পাতার ঝরে যাওয়াই ভালো, তবেই তো নতুন পাতা গজানোর জায়গা হয়ে উঠবে।
- ভাবছি তোমায় নিয়ে ঝরা পাতায় সাজানো একটি রাস্তায় হাঁটতে যাবো, তোমার সাথে একটু ভালো সময় কাটাবো সেই পথে।
- ঝরা পাতা গাছের নিচে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে পচে যায়, এই মাটির সংস্পর্শে এসে এই পচা পাতাই গাছের বৃদ্ধিতে সহায়তা করে।
- পাতা ঝরার মরশুমে, রাস্তার পাশে হেঁটে যাবো তুমি আর আমি, হাতে হাত রেখে পায়ে পায়ে এগিয়ে যাবো, রাস্তার পাশের সারি সারি গাছগুলো তাদের শুকনো পাতা ঝরিয়ে আমাদের এই বিশেষ মুহূর্তকে আরো মনোরম করে তুলবে।
- প্রতিটি পরিবর্তনে, প্রতিটি ঝরা পাতায় কিছু ব্যথা থাকে, কিছু সৌন্দর্য থাকে, এভাবেই নতুন পাতা গজায় এবং সময়ের সাথে রং বদলে নিয়ে গাছের নিচেই ঝরে পড়ে যায়।
- তোমায় দূরে চলে যেতে দেখে বিরহ ব্যথায় কাতর হয়ে ঝরা পাতার মতো আমি লুটিয়ে পড়েছি ভূমিতে, আর বাঁচার কোনো ইচ্ছা নেই।
ঝরা পাতা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি 50+ ফুল নিয়ে ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ঝরা পাতা নিয়ে স্টেটাস, Best bangla status on Fallen leaves
- ঝরা পাতা উড়িয়ে নিয়ে যাক, সমস্ত মন খারাপের রেশ, তারপরের বৃষ্টি এসে ধুইয়ে দিয়ে যাক যতো গ্লানি এরপর এক রোদ্দুর দিয়ে যাক নতুন আলোয় ভরা, জীবনের যতটুকু পথ বাকি।
- আমার জীবন ঝরা পাতার মতো হয়ে গেছে, আমি নিজের মধ্যে কোনো কিছু নিয়ে সতেজতা বোধ করি না।
- পাতা ঝরার মরশুম খুব মনোরম, রাস্তার পাশের গাছগুলো আমাদের স্বাগত জানাতে যেন রাস্তায় নিজের পাতাগুলো ছড়িয়ে দিয়ে রাখে।
- ঝরা পাতার উপর দিয়ে হেঁটে গেলে যে মর্মর ধ্বনির সৃষ্টি হয় তা আমার খুব মনোরম লাগে।
- বসন্তের দখিনা বাতাসে ঝরে পড়ছে জীর্ণ, শুষ্ক, পাতা। চরাচরে কান পাতলে ভেসে আসছে ঝরা পাতাদের মর্মর ধ্বনি। চোখ মেললেই দেখা যাচ্ছে, বনে বনে ঝরা পাতার আদিঅন্তহীন ধূসর বিস্তার।
- ঝরা পাতা গো, আমি তোমারি দলে অনেক হাসি অনেক অবলে ফাল্গুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে।
- শুকিয়ে যাওয়া লতার মত বিবর্ণ আর চুপসে গেছে তোমার দেহলতা। বুঝতে পারছি তুমি ঝরে পড়ছ ,
- ঝরে পড়া পান্ডুর পাতার মত। ঝরা পাতা মাড়িয়ে অনেকেই সুখ পায় , ঝরা পাতায় যে মর্মরের সঙ্গীত বেজে উঠে। কিন্তু কেউ তো জানেনা ওটা যে ঝরা পাতার কান্না। এমনিতে ঝরা পাতা , ঝরে পড়ে থাকে বিরহ শোকে , তারপর পায়ের চাপায় পিষ্ট ভেঙ্গে চুরচুর। কিন্তু এই ঝরা পাতা মাড়াতে যে ভিষণ ভালো লাগে , উনুনে জ্বলেও ভালো। আসলে কেউ কেউ অন্যের সুখের জন্য , ঝরে পরেও নিজেকে এভাবে নি:শেষ করে দেয়।
- ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে শেষের বেশে সেজেছ তুমি কি এ খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে বসন্তের এই চরম ইতিহাসে। তোমারি মতো আমারো উত্তরী আগুন-রঙে দিয়ো রঙিন করি– অস্তরবি লাগাক পরশমণি প্রাণের মম শেষের সম্বলে।
- গাছের শুকনো পাতাগুলি সব ঝরে পড়ছে ৷
তাই দেখে বিহগেরা কলরব করছে ৷
মৃদু মৃদু সমীরণ বুঝি সেথা নাচছে ৷
আর খিল্খিলিয়ে স্রোতস্বিনী অবিরত হাসছে ৷ - ঝরা পাতাগুলি সব মাটিতে গড়াচ্ছে ৷
মাঝে-মাঝে তার উপর কেউ মারিয়ে যাচ্ছে ৷
উড়ে গিয়ে কখনো আবার বৃক্ষ গোড়ায় জমছে ৷
বৃষ্টির জলে পচিয়ে গাছ খাদ্য তৈরি করছে ৷ - বাগানে অনেক পাতা ঝরে পড়ে আছে। তেমনি একটি পাতা পড়ে আছি নিতান্ত অবহেলায়। কোনকালে সজীব ছিলাম, সবুজ ছিলাম, ছিলাম আদুরে। জানালার পাশে উঁকি দিয়ে প্রতিদিন, দেখতাম তোমার চলার ছন্দ। তোমার ঘুমন্ত মুগ্ধ মুখ, তোমার রঙ্গিন ঠোঁট, নিঃশ্বাসের তালে দুলে ওঠা বুক, তোমার গাল বেয়ে ঝরা এক ফোঁটা জলের ধারা, আমার হৃদ কম্পন থামিয়ে দিত কয়েক সেকেন্ড। জানালার কোনটি ঘেঁসে অবাক চোখে, দেখতাম তোমার বিনুনি বাঁধা। তারপর এলো সেই জ্বলন্ত তাপদাহ, পুড়ে গেলাম, ঝরে গেলাম, মৃত্যু হল স্বপ্নের। পড়ে আছি নিঃশব্দে একাকি,
- খড়খড়ে নিষ্প্রাণ, আবর্জনার রূপে।
ঝরা পাতা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মাটি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ঝরা পাতা নিয়ে কবিতা, Best poems about fallen leaves in Bengali
- ঝরাপাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে
এখানে বড়ই ফিকে সব তুই যা, যা যা
তাই সে যায় ছুটে বেড়ায় ধুসর প্রান্তরে
মেঘের গায় হাত বুলায় রংধনু কে চায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ? - ঝরা পাতা ঝড় কে ডাকে, বলে তুমি নাও আমাকে, আমায় কেনো একটি বার ও ডাকলে না, লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে থাকে, আমার হয়ে তেমনি কেনো থাকলে না!
- ঋতুকালের অমোঘ নিয়মে ঠান্ডা হাওয়ায় হায়,
শীতের আগেই গাছের পাতা সাজতে বসে যায়।
হঠাৎ আসা পুব আকাশের ঝরো হাওয়ার তোড়ে,
একটি দুইটি তিনটি করে রঙিন পাতা পড়ে।
ভরদুপুরের ঝিরঝির হাওয়ায় গাছের শাখা নড়ে,
চারটি পাঁচটি ছয়টি করে ওকের পাতা পড়ে।
নিঝুম রাতে দমকা হাওয়ায় গাছ মড়মড় করে,
সাতটি আটটি নয়টি করে ম্যাপল পাতা ঝরে।
এমনি করে কমলা হলুদ মেরুন সিঁদুর লাল,
পাতা ঝরে নিঃশেষ হলো সকল গাছের ডাল।
শূন্য পাতার গাছগুলি তাই দাঁড়িয়ে অপেক্ষায়,
পড়বে তুষার করবে বরণ তার-ই প্রতীক্ষায়। - খোলা লেকের হিমেল হাওয়া ভেসে আসে বনে,
ঝরে পড়ার ভয় লাগে যে রঙিন পাতার মনে।
গহিন বনের ঠান্ডা হাওয়া খিলখিলিয়ে হাসে,
ঝরার ভয়ে রঙিন পাতা চোখের জলে ভাসে। - ঝরা পাতা ঝড় কে ডাকে, ওলী ডাকে বকুলেরে আমার ও ঝড় তুমি, আমার ও বকুল তুমি আমি ডাকি তোমারে। চাঁদ ডাকে জ্যোৎস্নারে নদী ডাকে মোহনারে, আমারো জ্যোৎস্না তুমি, আমারো মোহনা তুমি, আমি ডাকি তোমারে। মরু কাঁদে বৃষ্টি চেয়ে, আমি কাঁদি স্রষ্টা চেয়ে, আমার ও বৃষ্টি তুমি, আমার ও স্রষ্টা তুমি, আমি ডাকি তোমারে।
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা ঝরা পাতা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।
আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।