আমাদের আজকের এই পোস্টটিতে আমরা পতাকা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
পতাকা নিয়ে সেরা উক্তি, Best sayings on Flag in Bangla
- আকাশে উড়িছে দেখ মুক্তির পতাকা, মুছে যাক সব হানাদারের বর্বরতা।
- কারো সাদা ,কারো সবুজ, আবার কারো লাল। প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন পতাকার রং। নত নয়, উচ্চ করি শীর, পতাকা দিয়েছে পরিচয় –আমরা অপরাজিত বীর।
- লক্ষ কোটি প্রাণের আকুতি স্বাধীন পতাকার পানে, কিছু যুক্তি ,করবে মুক্তি, সেই গান বাজে মনে।
- ডেনমার্কে হয়েছিল পতাকার জন্ম, একে একে সব দেশ বেছে নিল তাদের জন্য ।
- দোয়েল বলে কোয়েল বলে শ্যামা আরো বলে, মায়ের কোলের শান্তি মিলে এই পতাকার তলে ।
- যারা দেশকে ভালোবাসে তারা দেশ সম্পর্কে জানতে চায়, তারা দেশের পতাকা সম্পর্কে জানার চেষ্টা করে, আর আমার মতে নিজের দেশের পতাকা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে রাখা উচিত।
- “একটি চিন্তাশীল মন, যখন একটি জাতির পতাকা দেখে, পতাকাকে নয়, বরং জাতিকেই দেখে।”
- পতাকার রঙে রাঙিয়ে জীবন, ভয় করি না কভু, চলি নিরন্তর।
- পতাকার প নিয়ে, ত আকার তা দিয়ে, ক আকার কা ছুঁয়ে, শপথ করেছে সৈনিক, আনবে স্বাধীনতা ছিনিয়ে ।
- পারবো বলেই হবে না, পারতেই হবে আমাদের, রাখিবো পতাকার মান, যদি দিতেও হয় জীবন বলিদান।
- “যখন আমরা আমাদের পতাকার দিকে তাকাই এবং এটিকে আমাদের সমস্ত অধিকার দিয়ে সুশোভিত দেখি, তখন আমাদের মনে রাখতে হবে যে এটি আমাদের কর্তব্যের প্রতীক।”
- “প্রতিটি গৌরব যা আমরা নিজ দেশের পতাকার সাথে যুক্ত করি তা করা কর্তব্যের ফল।”
- পতাকার যে রং তাতে নেইতো কোন ঢং, রক্ত মিশে তৈরি হয়েছে এসব পতাকার রং ।
পতাকা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কিত শুভেচ্ছাবার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পতাকা নিয়ে ক্যাপশন, Potaka niye caption
- “তিনি আমাদের উঠোনে একটি পতাকা উড়িয়েছেন, যেদিন তিনি মারা যান সেই দিন পর্যন্ত।
- শান্তি ও সম্প্রীতি, ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই একটি মানুষ, একটি জাতি, একটি পতাকা থাকতে হবে।”
- “পতাকা আমার প্রিয় দেশটির প্রতীক।”
- “একজন ভাল মানুষ এবং একজন ভাল নাগরিক হওয়া সবসময় একই জিনিস নয়।”
- “দেশপ্রেম সংক্ষিপ্ত নয়, আবেগের উন্মত্ত বিস্ফোরণ, নিজের দেশ তথা পতাকার মান রাখতে সারাজীবন উত্সর্গ করতে হয়।”
- “একটি চিন্তাশীল মন, যখন একটি জাতির পতাকা দেখে, তখন শুধু পতাকাকে নয়, বরং জাতিকেই দেখে।”
- আমাদের পতাকা শুধু অনেক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে একটি নয়, বরং পতাকা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।
- পতাকা হল রঙিন কাপড়ের টুকরো যা সরকার প্রথমে মানুষের মনকে সঙ্কুচিত করতে এবং তারপর মৃতদের কবর দেওয়ার জন্য আনুষ্ঠানিক কাফন হিসাবে ব্যবহার করে।
- “দেশপ্রেম পতাকা ওড়ানোর মধ্যে নয়, বরং আমাদের দেশ যাতে ধার্মিক এবং শক্তিশালী হয় সে চেষ্টা করা।”
- একটি পতাকার জন্য কত সংগ্রাম-
রাজপথে শত মিছিলে যত স্লোগান।
বেঁচে থাকার একটু আশা বুকে নিয়ে-
চারদিকে মানুষের সীমাহীন ঢল।
সাত কোটি মানুষের শপথ সেদিন-
তুমুল উল্লাসে অবিরাম বেদনায়।
মানব জন্মের কপালের ক্যানভাসে-
অশ্লীল চিৎকার করে গুলিবিদ্ধ লাশ।
এখনো মিছিলে নিবিড় বন্ধনে আমি-
খুঁজে পাই একটা উষ্ণ রক্ত কবিতা।
দেশপ্রেমিকের আন্দোলনে,সগৌরবে-
এসে ছিলো স্বাধীনতার বাংলাদেশ।
স্বাধীনতার পতাকা পেয়েছি আমরা-
পাইনিতো স্বাধীন ভাবে বাঁচার আশা। - স্বাধীন বাংলার স্বাধীনতা, বাঙালির প্রাণ তুমি।শত বাধা ভেঙে বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে-
স্বাধীনতার পতাকাকে দেব সপ্ত আকাশে মেলে। - যত পাপাচার,যত হাহাকার পুড়িয়ে হোক ছারখার, স্বাধীন জাতি স্বাধীন হয়েই বাঁচুক, পতাকা উড়ুক বারবার।
- যে ধ্বনি তুলে উড়ে চলে স্বাধীন পতাকা, ওহে ধ্বনি তুমি কি শুনতে পাওনা রুদ্ধ মনের চাওয়া টা?
পতাকা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জাতীয় সংহতি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পতাকা নিয়ে সেরা স্টেটাস, Best status about Flag
- লক্ষ কোটি প্রাণের আকুতি স্বাধীন পতাকার পানে, কিছু যুক্তি ,করবে মুক্তি, সেই গান বাজে মনে ।
- জাতির স্বাধীনতার কথা শুনি করণীয় কাজটা কয়জনই বা করি, জ্ঞানীগুণী সাধারণ জনতা পতাকাকে বাঁচাতে ছুটুক প্রাণের বারতা।
- সহস্ত্র লাশ ঢাকা পতাকার তলে, যারা মাটিকে আঁকড়ে ধরে বলে, আমায় বাঁচতে দেরে ।
- এই ভূখণ্ডে নানা মতের জন্ম হয়, তবু পতাকাই বলে দেয় একতার পরিচয় ।
- শূন্য থেকে শুরু শূন্যে হবে শেষ, অমর থেকে যাবে শুধু পতাকা-শোভিত দেশ ।
- কোন গান নয়, কোন কবিতা নয়, নয় কোনো এটা কিচ্ছা, পতাকাকে আঁকড়ে বাঁচতে চেয়েছি- এটাই শুধু জাতির ইচ্ছা ।
- এ যেন বিশাল আকাশের জমিন, দশ ইস্টু ছয় এর মাপঝোক নয়, এ জমিন পেতে হলে সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করতে হয় ।
- এক টুকরো কাপড়ে সবাই হয়েছে এক, আর কিছুতে নয়, আরে তোরা পতাকাকে দেখ ।
- গ তে গর্ব, প তে পতাকা, না জানি কত অমূল্য এই মাতৃভূমির জায়গা ।
- দোয়েল বলে কোয়েল বলে শ্যামা আরো বলে, মায়ের কোলের শান্তি মিলে এই পতাকার তলে
পতাকা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভারতবর্ষ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পতাকা নিয়ে কবিতা, Bangla poems on Flag
- “তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি”
- “ জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন ”
- দোয়েল বলে কোয়েল বলে শ্যামা আরো বলে, মায়ের কোলের শান্তি মিলে এই পতাকার তলে ।
- যে দেশেতে জন্ম আমার , সেই দেশেতে মরি, কাফনের কাপড় পতাকা হবে সেই আশাটাই করি।
- পতাকা টুকরো কাপড় তো নয়, পতাকা দেশ ও মাটি
পতাকার মানে মুক্তিযুদ্ধ, ধ্বংস শত্রুঘাঁটি।
পতাকার মানে পরাধীনতার শৃঙ্খল ছুঁড়ে ফেলে
নতুন সকালে নতুন সূর্য উঠেছে কুয়াশা ঠেলে।
এমনি এমনি পতাকা আসে না, আসেনি বাংলাদেশে
লাল-সবুজের পতাকা এসেছে রক্ত ঝরানো শেষে।
পতাকা এসেছে তিরিশ লক্ষ বীরের আত্মদানে
সম্ভ্রমহারা দুলক্ষ নারী পতাকার দাম জানে। - এই পতাকা তুলে ধরো মুক্ত আকাশে,
উড়িয়ে দাও মুক্ত বাতাসে,
জানিয়ে দাও তোমার স্বাধীনতার কথা,
জানিয়ে দাও তোমার ইতিহাস গৌরবমাখা,
সবুজ অংশটুকু পুরো বাংলাদেশের কথা,
লাল জায়গাটুকু রক্তস্নাত স্বাধীনতা,
তোমার হাতে এক জাগ্রত জাতির নিশান,
তোমার হাতে অন্যায়ে আপোষহীন জাতির প্রমাণ,
উঁচিয়ে ধরো শক্ত দুহাতে,
উড়িয়ে দাও মুক্ত বাতাসে,
জানিয়ে দাও তোমার স্বাধীনতার কথা,
জানিয়ে দাও তোমার ইতিহাস গৌরবমাখা। - আজ উড়িয়ে দেবো সবার তরে লাল সবুজের পতাকা
সবুজ মাঠের সবুজ রঙ আর শহীদের রক্তে আঁকা ,
নয়টি মাসের স্মৃতি থাকবে সবার ঘরে ঘরে
মায়ের মুখের হাসি থাকবে অমর বাংলার তরে। - কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে। - আমি পতাকার রঙ মাখি
আমি পতাকার ছবি আঁকি
পতাকা আমার মায়ের আঁচল
পিতার জায়নামাজ
আমি সকালের সোনারোদে
শিশির কুড়ানো ভালোবাসা মেখে-
বিস্ময়ে দেখি-পতাকার দোল
পতাকা আমার মায়ের আঁচল
পতাকা আমার কবিতায় লেখা - উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই-যে তিনি, ওই-যে বাহির পথে আয় রে ছুটে, টানতে হবে রশি-ঘরের কোণে রইলি কোথায় বসি! ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই ক’রে তুই নে রে কোনোমতে
- রামদেবের অমূল্য বাণী ও অনুপ্রেরণামূলক উক্তি, Inspirational quotes of Baba Ramdev in Bengali
- শ্রী শ্রী পরমহংস যোগানন্দ এবং তার অনুপ্রেরণামূলক উক্তি, Sri Sri Paramahamsa Yogananda and his inspirational quotes in Bangla
- শ্রী শ্রী রবি শংকরের অনুপ্রেরণামূলক বাণী এবং উক্তি, Shri Shri Ravishankar motivational quotes and teachings in Bangla
- নাগপঞ্চমী কি? নাগ পঞ্চমী পালনের পটভূমি, ইতিহাস, আচার-আচরণ ও গুরুত্ব | Details on Naga Panchami in Bengali
- দয়ানন্দ সরস্বতীর জীবন ও বিখ্যাত উক্তি, Life and famous quotes of Dayanand Saraswati in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা পতাকা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।