বিজয় দিবস কি ? What is Victory day of Bangladesh

বিজয় দিবস বাংলাদেশে একটি বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র মর্যাদা সহকারে পালন করা হয়। প্রতি বছর ১৬ ই ডিসেম্বর তারিখটি বাংলাদেশের জন্য তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ । টানা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই বিশেষ দিনটিতে পৃথিবীর বুকে ‘বাংলাদেশ’ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে । তাই এই দিনটি প্রত্যেক বাংলাদেশি এবং বাংলাভাষী মানুষের জন্য পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গর্বের একটি দিন । বিজয় দিবসের মাহাত্ম্যের কথা স্মরণ করে নিচে উল্লেখ করা হল কিছু মন ছুঁয়ে যাওয়া পংক্তি, শুভেচ্ছাবার্তা এবং উদ্ধৃতি যা আপনাদের নজর কাড়বেই ।
বিজয় দিবসের শুভেচ্ছাবার্তা , Victory day greetings :
- বাংলাদেশের বিজয়ের হাসির পিছনে রয়েছে লাখ লাখ রক্তাক্ত শহীদের আত্মত্যাগ যা চিরকাল থেকে যাবে আমাদের মনের মণিকোঠায় ! মহান বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করি সকলকে।
- অশেষ ধৈর্যের বিনিময়ে বহু কষ্টার্জিত বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ।
- বিজয় দিবসের পুণ্য লগ্নে চারিদিকে আজ যেন ছেয়ে আছে লাল সবুজের সমারোহ। আসুন সবাই মিলে দিনটিকে উপভোগ করি এবং সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
- “বিজয় এলো বাংলাদেশের পাখির গানে গানে, সেই কথাটি একটি পাখি বললো কানে কানে।”~ বিজয় দিবসের এই সুন্দর মুহূর্তে প্রতিটি বাংলাদেশির মনে জাগ্রত হোক স্বদেশ প্রীতি । বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলের উদ্দেশ্যে ।
- ” ১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বাংলাদেশ, তুমি বিধবা মায়ের বন্দী দশা থেকে মুক্তির নিঃশ্বাস।” ~ বিজয় দিবসের সংগ্রামী অভিনন্দন জানাই সকল নাগরিককে ।
- বাংলাদেশের জন্মদিনে আজ এই কথাটাই বলি মনে মনে ;”এই দেশেতেই জন্ম আমার এই দেশেতেই শেষ। তুমিই আমার ভালোবাসা আর স্বপ্ন দেখার দেশ।”চলুন সবাই মিলে স্বদেশ ব্রতে দীক্ষা নিয়ে আজকের এই দিনটিকে আরও তাৎপর্য পূর্ণ করে তুলি ; বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা !
- আমরা রক্তাক্ত দেশের শোকাহত মায়ের চোখের জল,
- আমরা এই দেশের শক্তি, আমরাই বল।”~বিজয় দিবসের বিজয় উল্লাসে মেতে ওঠার সাথে সাথে আসুন স্মরণ করি সেই সব বীর শহিদদের যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি আজকের এই বিশেষ দিনটিকে !!
- বিজয়ের চেতনা জাগ্রত হোক সকল বাংলাদেশির হৃদয়ে ; ১৬ই ডিসেম্বর অমর থাকুক ! বিজয় দিবসের আন্তরিক অভিনন্দন রইল !
- আমার চেতনার , আমার ধ্যানজ্ঞান সবকিছুই আমার দেশ। এই দেশেতেই জন্মেছি ;আমি চাই এই দেশেতেই হোক শেষ। শহীদ দিবসের আন্তরিক অভিনন্দন !
- লোক থেকে লোকান্তরে আমি স্তব্ধ হয়ে শুনি,
- আহত মায়ের কন্ঠে জড়ানো বিজয়ের ইতিহাস।” ~বিজয় উৎসবের আনন্দে মত্ত হয়ে আমরা যেন কখনও না ভুলি শহিদের আত্মত্যাগের মর্মান্তিক ইতিহাস ~ বিজয় দিবসে শহীদদের প্রতি আমার সালাম এবং সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন !
- আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,
- আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।” ~ বিজয় দিবস প্রকৃতই বাংলাভাষীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ; বিজয় দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন
- হে বিজয় দিবস,বাঙালির সুদীর্ঘকালের শোষন বঞ্চনার ইতি হলো আজ তোমার হাত ধরে।”~ বিজয় দিবসের বৈপ্লবিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা ।
- মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি,
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।” ~বীর শহিদদের রক্তক্ষয়ী ইতিহাস ভোলবার নয় ; আজ বিজয় দিবসের তাৎপর্যপূর্ণ দিনে সকলকে জানাই সংগ্রামী অভিবাদন !
- ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ইতি হলো আজ বিজয়ের মাধ্যমে ; আমরা তা কখনো ভুলব না ! বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শিরায় শিরায়, মজ্জায় মজ্জায়ে লুকিয়ে আছে শহীদদের সেই বীরগাথা ! বিজয় দিবসের এই বিশেষ দিনটিতে সকলের জন্য রইল সংগ্রামী অভিবাদন !
- বিজয় দিবসের এই বিশেষ দিনটিতে আসুন আমরা সকলে মিলে আগামী প্রজন্মকে আমাদের ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করিয়ে দি ও স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করি ও নিজেরাও বিজয়ের চেতনা ধারন করি মনেপ্রাণে !
- চলুন বন্ধুরা , আজ সেই সময়কে আবার মনে করি ;শহীদদের হৃদয়ের আগুনকে একটু স্মরণ করি যা বয়ে এনেছিলো স্বাধীনতা একদম কিনারায়! বিজয় দিবসের এই মাহাত্ম্যপূর্ণ দিনে দেশভক্তদের সেই রক্তের ধারাকে চলুন সকলে মিলে শ্রদ্ধা জানাই আর সাথে সকলের জন্য রইল বিজয় দিবসের শুভেচ্ছা !
- মনে রেখ, বীরেরা প্রতিনিয়ত সকলের তরে দিয়েছিল যে বলিদান
- আমরাও যেন রাখতে পারি সেই স্বাধীনতার মান !! বহু কষ্টার্জিত আজকের এই বিজয় দিবস তথা প্রজাতন্ত্র দিবস হলো প্রত্যেকের অভিমান !

ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী | Ramkrishna Paramhans Quotes in Bengali With PDF Download
বিজয় দিবসের শুভেচ্ছা বাণী, Victory day sayings in Bangla
- “সব ক’টা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ…” বীর শহীদদের উদ্দেশ্যে জানাই সংগ্রামী সালাম আর বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাই অভিনন্দন !!
- “গণতান্ত্রিক অধিকার আমাদের সার্বভৌম অধিকার, এটাকে যে ক্ষুন্ন করার চেষ্টা করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও আমার মহান দেশবাসী ” ~ বিজয় দিবসের এই শুভ দিনটিতে এটাই হোক আমাদের মহান ব্রত ! বিজয় দিবসের শুভকামনা জানাই সকল দেশবাসীকে !
- স্বাধীনতাকে কখনোই শেষ হতে দেবোনা ;শহীদদের আত্মত্যাগকে আমরা কখনোই ভুলে যাব না । জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলা মায়ের ঐতিহ্যকে কখনোই ম্লান হতে দেবোনা ; বিজয় দিবসে এই হোক মোদের পণ ।মহান বিজয় দিবসের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই ।
- “আমারে ফিরায়ে লহ অয়ি বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে, বিপুল অঞ্চলতলে ওগো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যাপ্ত হয়ে রই “
- ~ বিজয় দিবসের এই মহান দিনে বীর বিপ্লবীদের জানাই সংগ্রামী সালাম এবং সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা !
- বাংলাদেশের বৈচিত্র্য, ঐক্য, মৈত্রী সাম্য ও সততাই হলো তার পরিচয় ; বিজয় দিবস তথা প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনটিতে বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক অভিবাদন !
- হে বাংলা মা ,তোমার মহিমা অপার তোমার সম্মুখে করি আমি মাথানত আর তোমাকে জানাই অগাধ সম্মান ! মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলেও আপামর জনতার জন্য !!
- স্যালুট জানাই সেই বীরদের যাদের কারণে এই দিনটা আসে প্রতিটা বছর ঘুরে ; সেই মা কি কম ভাগ্যবান যাদের সন্তান দেশের কাজে আসে???
- মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা !!
- বিষয়ে দিবসের এই মহান দিনটিকে পতাকা উত্তোলন করে দেশ মাতৃকাকে সম্মান জানাই কারণ আজ সেই বিশেষ দিন ; বাংলাদেশের প্রজাতন্ত্র দিবস !! চলো সবে মিলে নেচে,গেয়ে ও খুশিতে কাটাই এই দিনটি এবং মনে মনে প্রতিজ্ঞা করি দেশকে রাখব আজীবন সুরক্ষিত !! বিজয় দিবসের অভিনন্দন রইল!!
- জীবন জু্ৃড়ে মানুষ পায় যে কত প্রেমী কিন্তু দেশের মত কেউই হয়না এত মোহময়ী ; যত দিন আছে শ্বাস তত দিন তাকে ভালোবেসে যাবো; দেশের মানুষের প্রতি রাখব অগাধ বিশ্বাস ! আমি বাংলাদেশ বাসী আর আমার বাংলাদেশ মহান ; মহান বিজয় দিবসের একরাশ শুভেচ্ছা জানাই !
- এসো সবাই মিলে নত হই, যাদের দ্বারা আমরা স্বাধীন হতে পেরেছি | সত্যি! ভাগ্যবান তো সেই মা ,যার সন্তানের রক্ত দেশের কাজে এসেছে ” বিজয় দিবসের এই বিশেষ মুহূর্তে সকল বাংলাদেশি কে জানাই সংগ্রামী অভিবাদন !!জয় বাংলা!!
- প্রেম ও বন্ধনের জোরে ভাঙ্গতে হবে সকল ঘৃণার দেওয়াল ;তবেই হবে সবাই আনন্দে মুখরিত ; দুঃখ থাকবেনা দেশে ; বিরাজ করবে শুধুই শান্তি ; বিজয় দিবসের শুভ মুহূর্তে এই হোক সকল দেশবাসীর প্রতিজ্ঞা !!
- নিজের পরিবারের অসম্মানে যতটা কষ্ট হয়, তার চেয়ে অনেক বেশি কষ্ট এবং রাগ হয়ে থাকে দেশের অসম্মান হলে। তাই সর্বদা দেশকে সম্মান করুন এবং দেশের সম্মান রক্ষায় ব্রতী থাকুন। সবাইকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের শুভেচ্ছা।
- আজ মহান বিজয় দিবসের উপলক্ষে সবার শুভ কামনা করি -শুভ বিজয় দিবসে হোক নতুন করে পথ চলা !!
- দেশভক্তির কথা তো মুখে মুখে সবাই বলে; কিন্তু আসল বীর তো সেই যে, নিজের কর্মের দ্বারা দেশকে ভক্তি করে ! বিজয় দিবস উপলক্ষে আসুন স্মরণ করি সেসব বীর শহীদদের আত্মত্যাগের বীরগাথা ! আসুন সকলে মিলে স্বাধীনতার মান রাখি ও প্রজাতন্ত্রকে আজীবন বাঁচিয়ে রাখি!!
- বিজয় দিবসের আন্তরিক অভিনন্দন !!
- বিজয় দিবসের মহান দিনটিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।
- মহান প্রতিপালকের কাছে আবেদন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় যে দেশের স্বাধীনতা ; সে দেশ চির অমর রাখুক !শুভ বিজয় দিবসের শুভেচ্ছা !!

শান্তির বাণী, শান্তি নিয়ে উক্তি ~ Bengali Quotes on Peace
বিজয় দিবস সম্পর্কিত উক্তি, Quotes on Victory Day in Bengali
- প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ,বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
- লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো-র মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।
- বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ
- আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী”!
- আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠব। শুভ জন্মদিন বাংলাদেশ।”
- ১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বাংলাদেশ, তুমি বিধবা মায়ের বন্দী দশা থেকে মুক্তির নিঃশ্বাস।
- আমি স্বপ্ন দেখি তোমার মাঝে তোমার মাঝেই হয় আমার স্বপ্নের শেষ। তুমিই আমার চির শান্তির দেশ বাংলাদেশ।
- আমার মায়ের সম্ভ্রম হারানো ফলাফল এই দেশ। ভাই বুকের রক্ত ঝরানো এই দেশের বিজয়।
- আমরা রক্তাক্ত দেশের শোকাহত মায়ের চোখের জল, সূর্যোদয়ে তুমি , সূর্যস্তেও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি..ও আমার বাংলাদেশ “!`
- “১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস । ১৯৭১ সালে মহান আবাদের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ; আমরা তা কখনোই হারাতে দেব না “।
- “তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।”
- “১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।”
- “১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।”
- “বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে এবং তারপরে যুদ্ধে যায়, পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধে যায় এবং তারপরে জয়ের চেষ্টা করে।

স্মৃতি নিয়ে স্টেটাস ও বাণী ~ Beautiful Bengali Quotes, captions, pictures about Memory
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি বিজয় দিবস উপলক্ষে, Quotes of Sheikh Mujibur Rehman on Victory day
- “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম–” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- “আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।” – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- “১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের,সম্ভ্রম হারানো মা বোনদের,পঙ্গুত্ত বরণকারি মুক্তিযোদ্ধাদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

বিজয় দিবস উপলক্ষে কিছু কবিতা, Poems on Victory Day of Bangladesh
- লাল সবুজের স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে।কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।মাগো তোমার চোখের জলে,জয় বাংলা ধ্বনি তুলে, হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে।রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।মাগো তুমি হায়েনা ভয়ে কাঁদছ দেখে তাই।তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাই..বিশ্বমাঝে উচ্চাসনে,পাক বাহিনীর নির্যাতনে,আর হবেনা শোষণ, এবার তোমার আপন ঘরে।রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।
- যখন সুখ মানে, দেখছি অনাহারে কোটি মানুষের দিন কাটছে অনিদ্রায় যখন স্বাধীনতা মানে,কোটি মানুষ কাঁদছে পরাধীনতায়এ দেশ ভুল পথে বিকৃত, ভাঙ্গা হাতে লাঞ্ছিত,কৃষকের স্বপ্ন ধূসর,বিবর্ণ যখন রাজনীতি মানে,হাজার প্রতিশ্রুতি, যেখানে গনতন্ত্র মানে রাজপথে ছুটে চলা নীল মার্সিডিস..যখন প্রতিবাদ মানে দাউ দাউ করে জ্বলছে মানুষের লাশ , যখন আন্দোলন মানে টকশোতে দুটো গালি শুনে,রাজনীতির মুন্ডুপাত আর হাসি মুখে মেনে নেয়া শত অবিচার যখন ক্ষণিকের দেশপ্রেম থেকে বিজয় মিছিল স্মৃতিসৌধে আর প্রতিজ্ঞা,দেশকে ভালোবাসার তখন চলুক,যেমন চলেছে………..
- আমানত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes, Sayings, Status, Captions on Deposit in Bengali
- শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
- পবিত্র কুরআনে বর্ণিত উপদেশ বাণী, Best words of advice mentioned in the Holy Quran in Bengali
- ‘তোমাকে’ নিয়ে লেখা সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best heartfelt quotes and sayings on You in Bengali
- মিলন নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes and meaningful captions on Union in Bengali

বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কিত আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তবে তা নিজের বন্ধুমহল, পরিচিতজনদের সাথে ও সোশ্যাল প্রোফাইলে শেয়ার করে নিতে ভুলবেন না
