প্রত্যেক মানুষের স্বভাব ভিন্ন হয়। ভিন্ন স্বভাবের মানুষের ব্যবহারেও ভিন্নতা দেখা যায়। জীবনে চলার পথে নানা রকমের মানুষের সাথে মিশতে হয়। সকলের স্বভাব এক থাকেনা, কিন্তু যেকোনো মানুষের ব্যবহার দ্বারা প্রমাণিত হয় সে কেমন স্বভাবের মানুষ। একজন মানুষ নিজের স্বভাবের মধ্য দিয়ে অন্যের কাছে তার ব্যক্তিত্ব এবং আচার-আচরণকে তুলে ধরে। এজন্যই ব্যক্তির স্বভাবের উপর নির্ভর করে তার ব্যবহার।

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” মানুষের স্বভাব ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
মানুষের স্বভাব নিয়ে ক্যাপশন, Manusher swabhab nie caption
- উপরওয়ালার কাছে সেই ব্যাক্তিই সবচেয়ে সুন্দর হয়, যাদের স্বভাব উত্তম হয়, খারাপ স্বভাবের মানুষকে কেউই পছন্দ করেনা।
- কোনো ব্যক্তি যদি যথার্থ চরিত্রবান হয় তবে অভাবের সময়ও তার স্বভাব ঠিকই থাকবে ।
- তোমরা কি দেখে একজন মানুষকে বিচার করো? যদি তাদের গুন বা ক্ষমতা দেখে বিচার করে থাকো তবে নিশ্চয়ই তুমি একটি মস্ত বড় ভুল করছো। কোনো মানুষকে বিচার করতে হলে তার আচরণ, স্বভাব আর ব্যবহার দ্বারা বিচার করা উচিত।
- কারও বাজে স্বভাবে মানুষ ধিৎকার করে, আর ভালো স্বভাব হলে সেই মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করার চিন্তা করে।
- জীবনের লক্ষ্যকে স্থির করে নাও, এবং নিজের স্বভাবকে সুন্দর করে তোল, কারণ মানুষের স্বভাবই তাদের জীবনে শান্তি এনে দিতে পারবে।
- অর্থের প্রয়োজন নেই, পদমর্যাদার প্রয়োজন নেই। প্রয়োজন আছে শুধু নির্মল স্বভাবের, যা মানুষের মধ্যে থাকা সর্বাপেক্ষা প্রয়োজনীয়।
- কোনো মানুষের সাথে প্রথমবার পরিচিত হলে, তার চেহারা দেখে মুগ্ধ হওয়ার পূর্বে তার স্বভাব বোঝার চেষ্টা করুন।
- মানুষের স্বভাব জটিল হয়। এমনকি যদি আমাদের সহিংসতার দিকে ঝোঁক থাকে, তবে আমাদের সহানুভূতি, সহযোগিতা, আত্মনিয়ন্ত্রণের দিকেও ঝোঁক রয়েছে।

মানুষের স্বভাব নিয়ে স্টেটাস, Best ever Bengali status on human behavior
- মানুষের স্বভাবের প্রতিবাদ করা এবং তপ্ত লোহার উপর হাত বুলিয়ে আনা বোধ করি একই রকম ব্যাপার। উভয় ক্ষেত্রেই হয়তো বীরত্ব আছে, তবে কোনো আরাম নেই।
- এখনকার সময়ে দুর্নীতি, আত্মসাৎ, জালিয়াতি, এই সব বৈশিষ্ট্য সর্বত্র বিদ্যমান। কিন্তু দুঃখজনকভাবে বিষয় এটাই যে সময়ের সাথে সাথে মানুষের স্বভাব এইসবের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, ফলে তারা রোজ কোনো না কোনোও অকাজ-কুকাজ করছে।
- ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, তিনি আমার আকার যেরকম সুন্দর করে গঠন করেছেন, আমার স্বভাবকেও যেন সেরকমই সুন্দর বানিয়ে দেন।
- মানুষের স্বভাব আসলে তিন প্রকার। এক হল, সে অন্যকে নিজের সম্পর্কে যা দেখিয়ে বেড়ায়; আর দ্বিতীয় হল, মনে মনে সে নিজেকে যা মনে করে এবং তৃতীয় স্বভাব হল সে সত্যিকারের অর্থে যেমন হয়।
- মানুষের উন্নতি হয় তাদের স্বভাবে আবার অবনতিও হয় তাদের স্বভাব দোষে।
- মানুষের স্বভাব ও চরিত্র গঠনের কাজ শিশু সময় থেকে মরণের পূর্ব সময় অবধি চলতে থাকে।
- মানুষের স্বভাব যদি নির্মল হয় এবং সে যদি সুশিক্ষিত হয় তবে সে নিজেকে নিয়ে গর্ব করতেই পারে।
- মানুষের স্বভাবকে সহজ করে তোলার চেয়ে সংশোধন করা বেশি কষ্টকর।
- অনেক মানুষের মধ্যে অন্যের বাড়ির খবর নেওয়ার স্বভাব থাকে, তারপর এই খবর, এ বাড়ি-ও বাড়ি গিয়ে গল্প করে তারা আনন্দ পায়।

মানুষের স্বভাব নিয়ে সুন্দর লাইন, Wonderful sayings about human behavior
- যে মানুষের সামনে ভালো সেজে বেড়ায় অথচ তার মনে অন্য রকম কুমন্ত্রণা থাকে তাদেরকে মুখোশধারী মানুষ বলা হয়, তাদের স্বভাবটাই এমন সকলের সামনে ভালো মানুষ সেজে পিছে থেকে তাদের ক্ষতি করা।
- আজ অবধি আমি যত স্থানেই কাজ করতে গিয়েছিলাম সকলেই আমার স্বভাবের প্রশংসা করেছেন, তাই আমি নিজের মধ্যে এই স্বভাবকেই ধরে রাখতে চাই।
- স্বভাব হল জয়ের তরী, স্ব-এ নিজ, স্ব-এ স্বার্থ, সঠিক চলনে বাঁধাও মুক্ত, স্ব-এর সান্নিধ্যে উৎসাহ যুক্ত, অনুসরণ ত্যাগ করবে যবে, নিজেকে মানুষ চিনবে তবে, স্ব-এর মর্ম বুঝবে যখন, চেতনার দ্বার খুলবে তখন।।
- আপনি যদি চান যে সকলে যেন আপনাকে ভালবাসে, তবে কুচরিত্রের উপর থেকে মুখোশটি খুলে ফেলুন এবং নিজের স্বভাব ভালো করার চেষ্টা করুন।
- মানুষের স্বভাব সহজে বদলে যায় না যতদিন না তাদের নির্দিষ্ট কোনো স্বভাবের পরিপ্রেক্ষিতে তাদের সাথে খারাপ কিছু হয়।
- আজকালের যুগে সৎ মানুষেরা বেশি উন্নতি করতে পারে না, বরং যারা মুখোশধারী তারাই এগিয়ে যায় সামনের দিকে।
- নিজের স্বভাব সর্বদা গ্রহণযোগ্য রাখা উচিত, তবেই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, নয়তো আজ একজনের তো কাল অন্য জনের অপছন্দের তালিকায় থাকতে হবে তোমায়।
- মানুষ মোরা স্বভাব মোদের অতি জঘন্য, মুখে শুনায় মধুর বাণী অন্তরে ঘৃন্য। সাদা পোশাক পড়লে যেমন মনটা সাদা হয়না, মানুষ রূপে শয়তান কিন্তু সত্যি চেনা যায়না। সত্যের বাণী শুনায় সদা বলে মিথ্যা কথা, তাদের স্বরূপ ধরলে তুলে হৃদয়ে পায় ব্যথা। আমি আবার তাদের চিত্র তুলতে পারি বেশ, আমার কথা বুঝলে তাদের দম্ভ হবে শেষ।

মানুষের স্বভাব নিয়ে কবিতা, Bangla poems on human behavior
- কথা হবে দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না,চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালবাসা-বাসি আর হবে না, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে, লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবেনা।
- আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেনো চাইলে আমারে। এত ভালো হয় কি মানুষ, নিজের ক্ষতি করে।। আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে। তবু তুমি কেনো থাকো, এই মানুষের সঙ্গে। অনাদরে থেকেও তুমি রাখো আমায় যতন করে।
- ফন্দি করার স্বভাব যাদের তারাই ফন্দি করে, সোজা মানুষ ভালো মানুষ রইলো ভাঙা ঘরে, যেমন ছিল তেমনি আছে পচা ডোবা খানা ,বাঘ হরিনে একসাথে ভাই খায়না তো খানা তাই, স্বভাব তো কখনো যাবে না।
- হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, তুমি বন্ধু আপন চিনলা না, এ পাগলের ভালোবাসার স্বভাব, একদিন পোড়াবে আমার অভাব।
- ব্রজে আবার আসবে ফিরে আমার ননী-চোরা, আর কাঁদিস্নে গো তোরা।স্বভাব যে ওর লুকিয়ে থেকে কাঁদিয়ে পাগল করা –আর কাঁদিস্নে গো তোরা।আমি যে তার মা যশোদা সে আমারেই কাঁদায় সদা, যেই কাঁদি সে যায় যে ভুলে বনে বনে ঘোরা॥
- চাতক স্বভাব না হলে ৷ অমৃত মেঘের বারি কথায় কি মেলে ॥ মেঘে কত দেয় রে ফাঁকি, তবু চাতক মেঘের ভুগি, তেমনি নিরিখ রাখলে আঁখি সাধক বলে ॥
- রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali
- মানবধর্ম নিয়ে সেরা উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Mankind quotes, captions in Bengali
- মানুষ চিনতে ভুল করা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best Bengali quotes on Manush chinte bhul kora
- রাতের প্রকৃতি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best Captions, quotes on night nature in Bengali
- বৌদ্ধ ধর্ম নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes on Buddhism in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “মানুষের স্বভাব” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
