পদ্ম ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা, Best quotes on lotus in Bengali



আমাদের আজকের এই পোস্টটিতে আমরা পদ্ম ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

পদ্ম ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন

পদ্ম ফুল নিয়ে সেরা লাইন, Best lines about lotus in Bangla

  • পদ্মফুলের মত সুন্দর হয়তো আর কোনো ফুল নয়, আমার কাছে পদ্মফুল পৃথিবীর সবচাইতে সুন্দর ফুল।
  • পদ্মফুল দেখলেই যেনো মন খুশিতে ভরে ওঠে, না জানি কি মাধুর্য আছে এতে, আমায় যেন কাছে টানে।
  • পদ্ম ফুল এমন সব জায়গায় ফুটে থাকে যে জায়গা থেকে এগুলো সহজে তুলে আনা যায় না, কিন্তু দূর থেকেই এগুলো যেন মারাত্মক ভাবে আকর্ষণ করে এর কাছে যাওয়ার জন্য।
  • ছোটবেলা থেকে দেখেছি পদ্মফুল প্রায় সব পুজোয় ব্যবহৃত হয়, তাই মাঝে মাঝে মনে হয় এর হয়তো কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, নাহলে ময়লা জায়গায় জন্ম নিয়েও কি করে এগুলো পুজোর কাজে লাগে!
  • আমার সাথে দেখা করতে এসো আমার গ্রামের পুকুর পাড়ে, সেথায় যে পদ্মফুলের বাহার আছে, তার পাশে বসেই দুজনে এক বিকেল কাটিয়ে দেব।
  • পদ্মফুল খুবই কোমল, তেমনই আমার মনও, কখনো ভাঙতে যেও না একে।
  • আমি নাইতে গিয়ে এক পদ্ম দেখেছি
    তুলবো বলে তাহার উপর হাত রেখেছি,
    যে পদ্ম অঙ্গে ঢেলেছে কতশত নীল
    তাই দিয়ে সাজাবো আসমানী মঞ্জিল।
  • তারার মেলা লুকিয়ে রেখেছি মন ডগাতে
    নিশিতে শুরু রক্ত খেলা শেষ হবে এই প্রভাতে,
    স্বার্থকী তুই পদ্ম পানে রণে নেমে আয়
    রাঙা দেহে সেজে আছি জলের কিনারায়।
  • আমি পদ্মফুলের মত, কারণ পদ্মফুল যেমন ময়লার মাঝে জন্মায়, তেমনই আমিও এক নোংরা মানসিকতার মানুষে ভরা সমাজে জন্মগ্রহণ করেছি। 
  • পদ্ম লতায় লতায় কাঁটা থাকে বলেই পদ্ম এত মূল্যবান। পদ্মের পাপড়িগুলো একটি একটি করে ঝরে পরে ঠিকই কিন্তু কাঁটাগুলো হৃদয়ে বিদ্ধ হয়।
  • এক সময় বর্ষা ও শরৎকালে বাংলার বিলে ঝিলে ফুটে থাকতো শোভাবর্ধনকারী, মনোহরি পদ্মফুল। “ওহে পদ্ম ফুল! ভোরের হাওয়ায় শীতল স্পর্শে দুলছো দোদুল- দুল।” আজকাল আর সর্বত্র পদ্মফুলের দেখা পাওয়া যায় না।

পদ্ম ফুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রজনীগন্ধা ফুল নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পদ্ম ফুল নিয়ে সেরা লাইন

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন, Podmo phul niye caption 

  • পদ্মফুল ভরা ঝিল দেখতে গিয়েছিলাম, সূর্যাস্তের সময় যে সেই জায়গা কতটা মধুর লাগে, সেটা বলে বোঝানো যাবে না, যে দেখবে সেই এর অলৌকিকতা অনুভব করতে পারবে।
  • একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
    ভ্রমর – কুন্তলা কিশোরী? আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলে সে ফুল দেখে বেভুল সিনান বিসরি।
  • আজ নীল ফুলের নীল পদ্ম
    নীলিমার মায়ায় আবদ্ধ
    সবকিছু আজ তাই যেন
    নীলের মাঝেই সীমাবদ্ধ
  •  মা, তুমি স্নেহের আঁচল মোড়ানো নীল পদ্ম ফুল, ক্ষমা করো মমতাময়ী হয় যদি কভু অজ্ঞাত ভুল!
  •  আমার বন্ধু কে, তোমরা কি কেউ জানো? অরন্যের লতিকা গুল্ম, নাকি নদীতে বয়ে যাওয়া স্রোত? নাকি পাহাড়ের খন্ড আকৃতির স্তুপ, কিংবা সমুদ্র তলদেশের মৎস্যকন্যারা? আমি আজ ভেবে ভেবে ক্লান্ত পরিশ্রান্ত, হতবিহ্বল উদ্ভ্রান্ত।
  • তবে দিঘীরপাড়ের পদ্মফুল আমায় বলেছিল, তোমার বন্ধু তুমি, শুধুই তুমি। আরো আছে বই, সুকান্ত নজরুল জীবনানন্দ, আরো আছে রবীন্দ্রনাথ, যাকে পুজিলে জীবন হবে সার্থক তোমার।
  •  পৃথিবীতে যতই খারাপ থাকুক না কেন, শেষ পর্যন্ত সুন্দরের জয় নিশ্চিত। ঠিক তেমনি, কেউ তোমার কাছে খারাপ বানানোর যতই চেষ্টা করুক না কেন, তোমার মন যদি অবিচল থাকে যে তুমি ভালোই হবে, তাহলে তুমি তাই হবে। এর অনন্য উদাহরণ হল পদ্ম ফুল। তার চারপাশে কত ময়লা, কাদা জল, দুর্গন্ধ যুক্ত পরিবেশ। অথচ এরই মাঝে জন্ম নেয় মনোহরী সৌন্দর্যের আধার পদ্মফুলটা।
  •  সকল সুযোগ-সুবিধা পেলেই যে মানুষ সফল হবে তার কোন নিশ্চয়তা নেই, মাঝে মাঝে সুবিধাবঞ্চিতদের মাঝেও জন্ম নেয় কিছু, এদের বলে “গোবরে পদ্মফুল”।
  • পদ্ম হল একটি ফুল যা মিশরবিদ্যা, হিন্দুধর্ম এবং বৌদ্ধধর্মের সাথে আবদ্ধ আধ্যাত্মিক প্রতীকের সম্পদ। প্রতিটি সংস্কৃতি একটু ভিন্নভাবে গ্রহণ করে, কিন্তু পদ্ম আধ্যাত্মিক জাগরণ, বিশুদ্ধতা, সম্ভাবনা, পুনর্জন্ম, সৃষ্টি এবং অনন্তকালকে প্রতিফলিত করে।

পদ্ম ফুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সূর্যমুখী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন

পদ্ম ফুল নিয়ে স্টেটাস, Best Lotus status in Bangla

  • পদ্মফুল ফুটতে হলে কাদা ও নোংরা পুকুরের জলের মধ্য দিয়েই গজাতে হবে।
  • যদিও অবস্থা কঠিন, পদ্ম প্রতিদিন সকালে সূর্যের ডাকে সাড়া দেয়, জলের উপরিভাগ ভেঙ্গে দেয় এবং কাদা দ্বারা অস্পর্শিত ফুল ফোটে; প্রতিটি পাপড়ি পরিষ্কার এবং বিশুদ্ধ থাকে। রাতে বন্ধ হয়ে, এটি জলের পৃষ্ঠের নীচে ডুবে যায়, শুধুমাত্র সকালে আবার উত্থিত হয়।
  • পদ্মের মতো, আপনিও অন্ধকার সময় এবং অসুবিধার মধ্য দিয়ে বেড়ে উঠতে পারেন। আপনি নতুনের মতো জ্বলতে বারবার উঠতে পারেন কারণ আপনার ভিতরে এমন কিছু রয়েছে যা বিশ্ব স্পর্শ করতে পারে না।
  • পদ্ম ফুল আমাদের মনে করিয়ে দেয় যে এই কঠিন পৃথিবীতে, আপনি ভিতরে প্রেমময় থাকতে পারেন এবং, একের পর এক আপনার পাপড়িগুলিকে বিশ্বে ছড়িয়ে দিতে পারেন৷ 
  • পদ্ম ফুলের মতো, তুমি মাটির মধ্যে দিয়ে অঙ্কুরিত হবে, অন্ধকার জলের মধ্য দিয়ে সূর্যের আলোর দিকে পৌঁছবে, সেই পৃষ্ঠে প্রসারিত হবে যেখানে তুমি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। 
  • পদ্ম ফুল কষ্টকর যাত্রার নেতৃত্ব দেয়। তাদের বীজ নোংরা জলাভূমির জলে অঙ্কুরিত হয়, ময়লা ও পচা জায়গাতেই এগুলো বেড়ে চলেছে যুগ যুগ ধরে, তবুও এর সৌন্দর্য্য এতোটাই যে কেউ ঘৃণা করে না।
  • একটি পদ্ম ফোটার জন্য, তাকে এই ভয়ানক অন্ধকারের মধ্য দিয়ে তার পথ তৈরি করতে হবে, মাছ এবং পোকামাকড়ের দ্বারা খাওয়া এড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে, সহজাতভাবে জেনে বা অন্তত এই আশা করতে হবে যে জলের পৃষ্ঠের উপরে কোথাও সূর্যের আলো আছে, যদি সে পারে। শুধুমাত্র সেখানে পৌঁছানোর শক্তি আহবান করুন এবং যখন সে তা করে, সে তার যাত্রায় অক্ষত হয়ে আবির্ভূত হয় এবং বিজয়ী হয়ে প্রস্ফুটিত হয়।
  • পাঠাগা‌রের পাঠকরা সব হ‌চ্ছে বলীরপাঁঠা !
    বিসর্জনে যাচ্ছে বি‌বেক, ন্যায় আজ প‌থের কাঁটা!
    আলো‌কিত কর‌তে হৃদয় পাঠদান কর্মশালা
    নীর‌বে আজ ডুক‌রে কাঁ‌দে জ্ঞা‌নের দ্বারে তালা,
    তবুও আজ ফুট‌ছে কিছু গোব‌রে পদ্ম ফুল
    যা‌দের জন্য আজো বাঁ‌চে মানব জা‌তির কূল।
  • সকালের মিষ্টি রোদে শাপলারা যেমন দেয় দোলা
    তোমার ওই পদ্ম ফুলের হাসি যায় কি কভু ভোলা।
    বর্ষার অঝোরধারা যেমন ছুঁয়ে যায় আমার এই তপ্ত মন
    তোমার ওই ঠোঁটের কোণের যাদুর হাসিতে হারাই সারাক্ষণ।
  • ইচ্ছেদের গলিত লাশ অনাবিষ্কৃত বিক্রিয়ায় ভয়াবহ বিস্ফোরক; আবেগ বিস্ফোরণে কম্পিত নিখিল—সবই আমার বিলাসী কল্পনা। মিথ্যে আকাশে উড্ডয়নশীল ঈগল— এই বিলাসী কল্পনার নায়ক চরিত্র। আমি তো ঈগল নই, তবে আমি কে? পদ্মফুল, ও পদ্মফুল, তুমিই কি আমি! জলে ভাসা পদ্ম তোমাতেই তো দেখি আমার জীবন প্রতিবিম্ব।
পদ্ম ফুল নিয়ে স্টেটাস

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা পদ্ম ফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts