প্রণাম নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Pronam in Bengali


 আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” প্রণাম ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

প্রণাম নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন
Pin it

প্রণাম নিয়ে ক্যাপশন, Pronam niye caption

  • প্রতি বছর বিভিন্ন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের ছবিতে মাল্যদান করে প্রণাম জানায়, কিন্তু সারা বছর ধরে তাদের এই দেশ প্রেম কোথায় থাকে সেটাই আমার প্রশ্ন !!
  • আমি আজ সফলতার দোরগোড়ায় পৌঁছে গেছি, তাই পেছন ফিরে সবাইকে ধন্যবাদ এবং প্রণাম জানাতে চাই যারা আমার প্রতিভা ও উৎসাহ বাড়িয়ে দিতে সর্বদা প্রচেষ্টা করে গেছেন।
  • আমার কাছে আমার মা বাবার চেয়ে বড় কেউ নেই, তাই আমি যেকোনো কাজে যাওয়ার আগে অথবা বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার আগে তাদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাই, এতে আমার মনোবল স্থির থাকে এবং ভালোভাবে সব কাজ করতে পারি।
  • গুরুর আশীর্বাদে সব বাধা বিপত্তি নাকি কেটে যায়, সেই আশায় গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার গুরু ও শিক্ষকদের জানাই সশ্রদ্ধ প্রণাম।
  • গুরুজনদের পায়ে হাত দিয়ে ধরে প্রমাণ করলে কখনই কারও কোনো সম্মান নষ্ট হয় না, বরং এভাবে বড়দের থেকে এমন আশীর্বাদ পাওয়া যায় যা কখনো মূল্য দিয়ে বিচার করা যায় না।
  • প্রণাম জানাই আমার সকল অভিভাবকদের, যারা আমার কঠিন সময়ে সর্বদাই আমার পাশে দাঁড়িয়েছিলেন, আজ আমি নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পেরেছি আপনাদের আশীর্বাদের প্রভাবেই।
  • কাউকে প্রণাম করলে কেউ ছোটো হয় না, বরং প্রণাম করার মাধ্যমে বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।
প্রণাম নিয়ে ক্যাপশন
Pin it

প্রণাম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শ্রদ্ধা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্রণাম নিয়ে বাণী, Best sayings about Pronam in Bangla

  • প্রণাম নিও পৃথিবীর সকল মাতা, আমার তো মাতা নাই, তাই তোমাদেরই মাঝে যেন “মা”কে খুঁজে পাই ! বড় বেশিই মনে পড়ে মায়ের কথা, তাই আমার বিদেহী মা কে জানাই এই অধমের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও শত সহস্র প্রণাম।
  • সময় বদলায়৷ আধুনিকতা থেকে উত্তর আধুনিকতায় যাত্রা করে সময়৷ তারপরেও যার প্রাসঙ্গিকতা বঙ্গজীবনের অঙ্গ হয়ে থেকে যায়, তিনিই রবীন্দ্রনাথ৷ দেড়শো বছর পরেও সেই কবিকে আজকের কবি বলেই মনে করেন একালের কবিরাও৷ তাই বলা যায় যে, প্রজন্ম পেরিয়ে যায়, থেকে যায় প্রাণের প্রণাম।
  • নিজের বড়দের প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে যে আন্তরিকতা প্রকাশ পায় তা হয়তো আর কোনো কিছুর মাধ্যমেই পাওয়া যায় না।
  • যাদের প্রতি মন থেকে শ্রদ্ধা আসে না তাদেরকে লোক দেখানোর জন্যই প্রণাম করতে হবে না, যার জন্য মনে শ্রদ্ধা আছে প্রণাম তাকেও করো।
  • তুমি আমাকে যতই ঘৃণা করো না কেনো, আমি সর্বদাই তোমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তোমাকে প্রণাম জানাবো, তাতে তুমি যতই বিরক্ত হও না কেনো, আমি আমার কর্তব্য পালনে পিছু হটে যাবো না।
  • স্বপ্নগুলো যখন অধরা লাগে বেশি উচ্চতায়, তখন আমি তাদের প্রণাম করি যারা ক্রমাগত আমাদেরকে এগিয়ে যাওয়ার সিঁড়ি বানাতে শেখায়।
প্রণাম নিয়ে বাণী
Pin it

প্রণাম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্রণাম নিয়ে স্টেটাস, Best Pronam status in Bengali

  • কোনো ভালো কাজে যাওয়ার পূর্বে বড়দের প্রণাম করার প্রথা আমাদের পরিবারে বছর বছর ধীরে চলে এসেছে।
  • প্রজন্ম থেকে প্রজন্ম পেরিয়ে গেলেও বাঙালিদের মনে রবি ঠাকুরের প্রতি একটি প্রাণের প্রণাম তাই থেকেই যায়!
  • জীবনে গুরুর স্থান সকলের উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন। তাই সকল কাজের পূর্বে গুরুর আশীর্বাদ পেতে তাঁকে প্রণাম করে যাওয়া উচিত।
  • হে সূর্য দেব, তুমি যেমনি, তেমনি থাকো, সরলতার আকাশ, মুক্ত বাতাস,তোমায় স্পর্শ করুক চিরকাল, তোমার শক্তির কনাটুকু ছড়িয়ে দিও আমাদের এই পৃথিবীতে, তাতে জাগতিক আনন্দ ভরে উঠুক সকল প্রাণে, তোমায় জানাই সশ্রদ্ধ প্রণাম৷
  • জীবনে গুরুর স্থান সবার উপরে। গুরুই আমাদের জ্ঞান দান করেন। ভালো-মন্দ শিখিয়ে দেন গুরু। সত্যি-মিথ্যের পার্থক্যও বুঝিয়ে দেন। এই গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
  • তোমাতে ফেরা তোমারই আখর আঁকড়ে ধরে, প্রেম প্রকৃতির গানেই খুঁজি প্রাণের আরাম, ঠাকুর মানে দেবদেবী নয়, আজও মানি, মনের ঠাকুর, রবি ঠাকুর, তোমায় প্রণাম।
প্রণাম নিয়ে স্টেটাস
Pin it

প্রণাম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পূজা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now

প্রণাম নিয়ে কবিতা, Wonderful poems about Pronam

  • বৈশাখের ওই তপ্ত বুকে হিমেল লেনদেন। কল্পনাতে সোনারতরী সাজিয়ে করি সবুজের অভিযান, গীতবিতানের পাতা উল্টে চাই যে পরিত্রাণ। রোজ নির্ঝরের স্বপ্নভঙ্গ তবুও আসে সুপ্রভাত, পরশপাথর খুঁজে ফিরি তাইতো প্রতিরাত। হারিয়ে যাওয়া খেলাভোলা মনটা তোমাকে দিলাম, মৃত্যুঞ্জয় রবি তোমায় জানাই প্রণাম।
  • সোনার মুকুট ভাসাইয়া দাও সন্ধ্যা মেঘের তরীতে।চলে যাও রবি বেশভূষা খুলে, মরণ মহেশ্বরের দেউলে চরম প্রণাম করিতে।
  • তোমার প্রণাম এ যে তারি আভরণ, যারে তুমি করেছ বরণ।তুমি মূল্য দিলে তারে দুর্লভ পূজার অলংকারে।ভক্তিসমুজ্জ্বল চোখে, তাহারে হেরিলে তুমি যে-শুভ্র আলোকে, সে আলো করালো তারে স্নান; দীপ্যমান মহিমার দান পরাইল ললাটের ‘পর।
  • আজিকে এ প্রভাতে গাহিনু পরমো জীবনো সঙ্গীত, আকাশ বাতাস মুখরিত-ভালোবাসা প্রেম প্রীত। আজিকে প্রভাতে তৃপ্ত হৃদয় আন্তকরণ সুধা, হাসি গানে মুখরিত-দেখি যে বসুধা। আজিকে গগনো পবনো সনে চিত্ত আকুল করা, মধুসঙ্গীতে বাদ্য ও গীতে সুমধুর ধরা। প্রাপ্তিতে উল্লাসে নেচে নেচে- সেই সব প্রাণগুলি দানে যারা দিল ফেলি, ভিক্ষার ঝুলিতে-আনন্দ অশ্রুতে প্রণাম লহ মোর।
  • তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে হবে নির্মল নিখাদ। তোমাকে দেখেই ওদের চলা স্বপ্ন ভবিষ্যতে, মানুষ গড়ার কারিগর তুমি আগামীর পৃথিবীতে; সদা হাস্যে দেখি তোমায় শিক্ষা করছো দান , চির উজ্জ্বল ‘শিক্ষক’ তুমি তোমারে করি প্রণাম ।।
  • বাবা তুমি আছো কেমন শত প্রণাম নিও, মাকে আমার হৃদয় ভরা ভালোবাসা দিও।অনেক বেলা হলো বাবা চষেছি এক জমি, বপেছি বীজ ভর দুপুরে গড়ব বনভূমি । মানা তুমি করো না আজ অনেক বড়ো হবো, দীন দরিদ্র গরীব দুখীর স্বার্থেতে গান গাবো ।
  • পিতা-মাতা পরম গুরু আনলেন পৃথিবীতে, কখনো যেন ভুলিনা সে চরণ বন্দিতে। 
  • স্কুল-কলেজে পেলাম যাদের পিতা-মাতার সমান, তাদেরকেও জানাই শত কোটি প্রণাম । গাছগাছালি মেঠো রাস্তা আর ছোট নদী, তাদের অবদান অনেকখানি কখনো ভুলি যদি । প্রকৃতি ও গুরু আমার এখন জানলাম তা, চব্বিশ গুরুর উল্লেখ আছে পাই উদ্ধব গীতা। ব্যাসদেব হলেন আদি গুরু মহাভারত উদগাতা,  তুলনা তাঁর করবো এমন হয়নি ধৃষ্ঠতা ।গুরু হলেন বারো প্রকার আছে বিভিন্ন নাম, সবার কাছেই কৃতজ্ঞ জীবন সকলকে প্ৰণাম। 
  • তোমার ছবির সামনে দাঁড়ালে বুকটা গর্বে ফুলে ওঠে, মনটা ভরে যায় আনন্দে, কিন্তু মাথা আপনিই নত হয়ে আসে। তোমার কথা ভাবলে নিজেদের ক্ষুদ্রতা প্রকট হয়ে পড়ে। তুমি আমাদের প্রেম, তুমি আমাদের মুক্তি, তুমি আমাদের শান্তি। তোমাকে নিয়ে যত কথাই বলি মনে হয়, বলা হল না কিছুই, তোমাকে যতই জানি, মনে হয়, জানা আরও রয়ে গেল কত বাকী ।
প্রণাম নিয়ে কবিতা
Pin it

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “প্রণাম” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।


Recent Posts