শ্রাবণ মাস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Shravan in Bengali


আমাদের আজকের এই পোস্টটিতে আমরা শ্রাবণ মাস নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ, স্লোগান ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

শ্রাবণ মাস নিয়ে উক্তি

শ্রাবণ মাস নিয়ে সেরা ক্যাপশন, Best caption on Shravan in Bangla

  • মেঘের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আষাঢ়, শ্রাবণ এই মাসের জন্য অপেক্ষা করতে হয়।
  • শ্রাবণ মাস যেন বৃষ্টির মাস, সারা মাস জুড়ে বৃষ্টি লেগে থাকে।
  • শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
    তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ॥
  • সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা–
    অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা ॥
    চেয়ে থাকি যে শূন্যে   অন্যমনে
    সেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা ॥
  • পৃথিবী যখন গরম আবহাওয়ায় উত্তপ্ত হয়ে থাকে, পরিবেশ থাকে গরম, যখন একটু বৃষ্টির জন্য অশান্ত হয়ে পড়ে আমাদের মন, তখন আমরা অপেক্ষা করি বর্ষার জন্য আর তখন আষাঢ় শ্রাবণের বৃষ্টি এসে উত্তপ্ততা শীতল করে দেয় অশান্ত মনকে। হিমেল হাওয়ার মেঘলা দিনের পরিবেশকে করে তোলে ঠান্ডা।
  • আষাঢ় মাসের অসহ্য তাপের প্রশমন ঘটাতে আগমন হয় শ্রাবণ মাসের, বৃষ্টির ধারার বর্ষণ এই ধরায় ঘটানোর মধ্য দিয়ে পৃথিবীকে শীতল করে তোলে এই শ্রাবণ মাস।
  • শ্রাবণ মাস হিন্দুদের কাছে একটি বিশেষ মাস হিসেবে গণ্য, কারণ এই মাসে সকলে শিবের আরাধনায় নিজেকে বিলীন করে দেন। মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়ে মুখরিত হয় শিবের উপাসনা।
  • আগে যখন ছোটো ছিলাম, তখন শ্রাবণের বৃষ্টি নামলেই মাঠের দিকে খেলতে দৌড় দিতাম। এখন ময়লা আবর্জনার জন্য রাস্তায় পা দিতেই গা গুলিয়ে যায়।
  • শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে, ভিজিয়ে সিক্ত করে যায় মাটির বুক। প্রকৃতি যেন সেজে ওঠে এক নতুন মাধুর্য্য সহযোগে।
  • আহা, শ্রাবণের বৃষ্টি! অনাবিল আনন্দে বৃষ্টিতে ভিজে দেহ মন একদিন শান্ত হতো। আজ তা আর হয়না।
  • কখনো বাগান, কখনো দিগন্ত
    কখনো শ্রাবণ, কখনো বসন্ত
    আমি সেই তোমাকেই খুঁজি

শ্রাবণ মাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বৃষ্টি নিয়ে উক্তি ও ফটো সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

শ্রাবণ মাস নিয়ে সেরা ক্যাপশন

শ্রাবণ মাস নিয়ে স্টেটাস, Shraban mash niye status

  • কত ছন্দ মনের মাঝে
    খেলছে এসে এই বেলাতে
    শব্দে শব্দে ঝংকার তুলে
    খেলছে বাক্যে রঙ খেলাতে।
    এমন সময় হঠাৎ করে
    ঝপাৎ করে আসল বৃষ্টি
    ভেঙ্গে গেলো ধেয়ান আমার
    মুগ্ধতা ফের করল সৃষ্টি।
    বৃষ্টি ঝরে ঝমঝমিয়ে
    বারান্দাতে টিনের চালে
    একটা দুইটা ফোঁটা এসে
    আদর বুলায় আমার গালে।
    অপলকে যাচ্ছি দেখে
    কানে বাজছে বৃষ্টির নুপূর
    ঝনঝনিয়ে সুখের বাজনা
    শ্রাবণ মাসের একটি দুপুর।
  • এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে
    হায়, রহি রহি সেই মুখ পড়িছে মনে॥
    বিজলিতে সেই আঁখি
    চমকিছে থাকি থাকি,
    শিহরাতো এমনি সে বাহু-বাঁধনে॥
    কদম-কেশরে ঝরে তারি স্মৃতি,
    ঝর ঝর বারি যেন তারি গীতি।
    হায় অভিমানি হায় পথচারী,
    ফিরে এসো ফিরে এসো তব ভবনে॥
  • “সব ফুল যদি ফাল্গুনে ফোটে শ্রাবণে ফুটবে কি?
    ভালোবাসা যদি তোমার আমার, তাহাদের গতি কি?”
  • বৃষ্টির ছড়া আমার বরাবরই ভাল লাগে, ঠিক যেমন ভালো শ্রাবণের প্রথম বৃষ্টিকে !!!
  • পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অপূর্ব অলৌকিক সংগীত শোনার জন্যে আমি থাকব না। কোনো মানে হয়?
  • বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
    আমি দিতে এসেছি শ্রাবণের গান।
    মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে।
  • শ্রাবনের বৃষ্টি আহা!! সে দিনগুলি খুব মিস করি, যখন একটু বৃষ্টি দেখলেই বাড়ির সকলে মিলে চা পকোড়া নিয়ে দাদু দিদার থেকে গল্প শুনতে বসতাম!!
  • শ্রাবনের অঝোর ধারা বাঙালীর মনকে ভাবুক করে তোলে, প্রেমাতুর করে তোলে। কখনো কখনো মনটা অকারণে বিষাদাক্রান্তও হয়।
  • শ্রাবণের বৃষ্টিতে বাড়ির সামনে সবুজ ঘাসের মাঠে খালি পায়ে ভেজার কি আনন্দ সেটা আজকাল কতজনাই বা জানে !! এখন তো বর্জ্য আর পুঁতিগন্ধময় জলে পা ফেলে সাবধানে চলতে হয়, ভয় থাকে কখন যে ম্যানহোলে হারিয়ে যাই!!

শ্রাবণ মাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বর্ষা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

শ্রাবণ মাস নিয়ে স্টেটাস

শ্রাবণ মাস নিয়ে কবিতা, Best Bengali poems on Shravan 

  • হৃদয়ের নীল আকাশের বুকে
    এক টুকরো সাদা – কালো মেঘ –
    আজ শ্রাবণের বৃষ্টি হয়েই ঝরে !!
    তোমার ভালোবাসার ছল —
    ভিজিয়ে দিয়েছে হৃদয়ের আঁচল ।
    আমার মনের মেঠো পথের ধারে –
    কান্নার ভিড়ে বেদনার সুর জেগে উঠে ।
    আমার দু’চোখের দৃষ্টিতে –
    ভিজে যায় শ্রাবণের বৃষ্টিতে !!
    দেখেনা তো কেউ দু’নয়নের পানি –
    শুনেনা তো কেউ জীবনের বিষাদ কাহিনী –
    বুঝেনা তো কেউ হৃদয়ের আহত বানী ।
    শুধু যন্ত্রণার আকাশের তুলিতে বৃষ্টি নামাই —
    নীপবনে অজানা স্বপ্ন সাজাই — !!
  • কখনও গাঢ় অন্ধকার, কখনও পূর্ণিমা রাত । অনন্ত কালের পদযাত্রা, নীল প্রজাপতি, শাদা মেঘের ভেলা মাঝে মাঝে শ্রাবণের একরাশ বৃষ্টি ।
  • কথা ছিলো কোন এক শ্রাবণের দিনে ভিজবে আমার সাথে,
    হাটতে হাটতে যাবো বহুদূর।
    টুপটাপ বৃষ্টি পড়বে,
    মাথার উপর থাকবেনা কোনো ছাতা।
    দখিনা হাওয়ায়-
    তোমার এলোকেশী চুল উড়বে,
    উড়তে উড়তে একসময় আমার
    মুখের উপর আছড়ে পড়বে তোমার চুল।
    চুলের মাতাল করা গন্ধে আমি-
    উতলা হয়ে যাবো ক্ষনিকের জন্য,
    মন ভরে-
    চুলের সুবাসিত গন্ধ উপভোগ করবো।
    বৃষ্টির মাত্রা ক্রমশ বাড়তে থাকবে,
    আমাদের থামার কোন নামগন্ধ
    থাকবেনা তখন; হাতে হাত রেখে
    অগ্রসর হবো অচেনা পথের রাস্তায়।
    হারিয়ে যাওয়ার ভয় নেই,
    প্রযুক্তির এই যুগে মানুষ হারায় না।
  • জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত –
    অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাত পিটে ঝমাঝম্ বারিধার। স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে উঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের জলেজলে জলময় দশদিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল, ঢালো জল।
    শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের।
    ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,
    ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক,
    ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ।
  • শ্রাবণের অবিশ্রাম বর্ষণ তোমারি প্রেমের বিবরণ ঝরে আর বলে আর ঝরে ভালোবাসো তুমি আমারে
    ভুবনে ছেয়ে গেছে প্রেমের বর্ষণ গাছপালা তরুলতার সতেজ জীবন স্বপ্নে ভরা কথাগুলি অগোচরে সুরে বাজে বৃষ্টি ঝরা নিবিড় অন্তরে ॥
    শ্রাবণ ঋতুর বেদনা ঝরে ঝর ঝর ব্যথা ভরা বুক কাঁপে মর্মর ক্ষণে ক্ষণে ক্ষান্ত হয়ে আমার ঘরে শুনি তার কণ্ঠস্বর গভীর সুরে।
  • শেষ যেদিন এই পুণ্যভূমে পড়েছিল পায়ের চিহ্ন ভাষারা সব স্তব্ধ হ’লে মেঘ করেছিল সেদিনও।
    ধূপের গন্ধ বিষাদ এনে সুর তুলেছে মন দেরাজে ফুলের মালা হোক না বাসি ঠাকুর তো রোজ মর্মে বাজে।
    প্রেমের পূজা সাঙ্গ করে পূজারী আজ দেব আসনে লুটিয়ে আঁচল পথের ধুলোয় বুঝি, মানসী তাঁর নির্বাসনে।আজ সারাদিন এমনি চলুক চোখর বালি সব যাক ভেসে দূত পাঠিয়ে মেঘ জানাল
    আজ শ্রাবণের বাইশে।
  • আজ শ্রাবনের বাতাস বুকে এ কোন সুরে গায় আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে আজ শুধু মেঘ বুকে আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়.. আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়।
  • আজ শ্রাবণের আমন্ত্রণে, দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে প্রথম যুগের বচন শুনি মনে নবশ্যামল প্রাণের নিকেতনে।
  • শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে– পথে তারি সকল বারি দিলে ঢেলে।
  • শ্রাবণ ঘনায় দু নয়নে আকাশেরও যত আঁখি, মগন বরিষনে…

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা শ্রাবণ মাস নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts