আমাদের আজকের এই পোস্টটিতে আমরা স্বাগত জানিয়ে শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন, অভিনন্দন, শুভকামনা মূলক উক্তি, ছন্দ, গান ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
ওয়েলকাম ক্যাপশন, Best Welcome caption
- নতুন প্রতিষ্ঠানে আপনাকে স্বাগত জানাই, আশা করি আপনি নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করবেন।
- আমার এই ছোট্ট পৃথিবীতে তোমায় স্বাগত জানাই, মনে রেখো আমার পৃথিবী শুধু তোমায় কেন্দ্র করেই আছে।
- স্বাগত, আমার বাড়ির অতিথি হিসাবে আপনাকে পেয়ে আমি খুব খুশি!
- বাড়িতে হোক কিংবা জীবনে, সর্বদা অতিথিদের স্বাগত জানাতে তথা আপ্যায়নের জন্য প্রস্তুত থেকো, একটু কথা অবশ্যই মনে রেখো ” অতিথি দেবঃ ভবো “।
- জীবনে ভালো-খারাপ সবকিছুকেই স্বাগত জানানো উচিত, কারণ খারাপ না থাকলে ভালোর মর্ম বোঝা যায় না।
- আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আপনাকে। কোম্পানিতে আপনাকে নিয়োগ করা অবশ্যই কোম্পানির জন্য দুর্দান্ত ভবিষ্যত নিয়ে আসবে।
- তোমাকে আমাদের কোম্পানিতে জানাই সুস্বাগতম। কাজের ক্ষেত্র হিসেবে আমাদের কোম্পানিকে নির্বাচন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দল আপনাকে পেয়ে খুব খুশি।
- আপনার মতো একজন মেধাবী এবং পরিশ্রমী কর্মীকে আমাদের কর্মপরিবারের সংযোজন হিসেবে জেনে আমরা অনেক ধন্য। স্বাগতম, এবং আমরা আশা করি আপনি আমাদের সাথে উজ্জ্বলভাবে বেড়ে উঠবেন।
- আমাদের কোম্পানি আপনাকে উষ্ণতম স্বাগত জানায়! আমরা জানি যে আপনার উজ্জ্বলতা আমাদের প্রতিষ্ঠানের ক্রমাগত বৃদ্ধি এবং আমাদের লক্ষ্য অর্জনে ব্যাপক অবদান রাখবে।
- আমাদের পরিবারে আপনার স্বাগতম! আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমরা খুব আনন্দিত।
- আপনার প্রতিভা এবং দক্ষতা আমাদের কোম্পানির একটি মহান সংযোজন। আমরা আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।
শ্রাবণ মাস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Shravan in Bengali
ওয়েলকাম বা স্বাগত জানিয়ে স্টেটাস, Bangla welcome status
- স্বাগতম, দলের খেলোয়াড়! আমরা সাফল্যের দিকে যাত্রা করার সাথে সাথে আপনার সাথে সহযোগিতা করার জন্য উন্মুখ!
- সাফল্য এবং সৌভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে! আমরা আপনাকে দলে স্বাগত জানাই!
- আপনাকে আমাদের উষ্ণ স্বাগতম! একসাথে, আমরা এমন সমন্বয় তৈরি করতে পারি যা আমাদের লক্ষ্যগুলি অনুসরণ করার সাথে সাথে আমাদের অনেক সাফল্যের দিকে নিয়ে যাবে!
- আমরা আপনাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই! স্বাগতম, আপনি আমাদের প্রতিষ্ঠানের একটি চমৎকার সংযোজন!
- আপনাদের সকলকে প্রফুল্ল স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত! আপনার উপস্থিতি আমাদের খুব আনন্দিত করে।
- আপনার নেতৃত্বের দক্ষতা এবং প্রজ্ঞা দিয়ে, আমরা নিশ্চিত যে আপনি আমাদের দলকে ভালো থেকে দুর্দান্তের দিকে নিয়ে যাবেন! দলে স্বাগতম, বস! আমরা আপনাকে পেয়ে অনেক ধন্য বোধ করছি।
- স্বাগতম বস। আমাদের কোম্পানি আপনাকে পেয়ে আনন্দিত। আপনার কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং আপনার মতো একজন বসের সাথে কাজ করার জন্য আমরা খুব উত্তেজিত।
- পুরাতন যাবে নতুন আসবে আর তাই নতুনকে ঘিরে থাকে আন্দের উচ্ছাস। স্বাগতম সকল নতুন ছাত্রদের।
- ফাগুনের নবীন অনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে। দিল তারে বনবীথি কোকিলের ভরি দিল বকুলের গন্ধে। স্বাগতম সকল নতুন কর্মীকে।
- এসো হে নতুন , বাজিয়ে সুর লহরী উল্লসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।
- সকল নতুন ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই।
- এসো নতুন তোমাদের করি বরণ , তোমাদের শুভ আগমনে ধন্য হোক এ ভুবন।
- লক্ষ তারার মাঝে তুমি একটাই চাঁদ তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম হে চাঁদ ।
- নতুন ক্যাম্পাসে স্বাগতম! আমরা আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার প্রয়োজনীয় সেরা শিক্ষা প্রদানের জন্য উন্মুখ!
- আমরা আপনাকে আমাদের দলে স্বাগত জানাই, বস! আমরা আপনার সাথে কাজ করার এবং আপনার দ্বারা পরামর্শ পাওয়ার জন্য উন্মুখ!
- স্বাগতম, প্রিয় ছাত্র! আপনার স্বপ্ন বাস্তবায়নের দিকে আপনার একাডেমিক যাত্রার অংশ হতে পেরে আমরা সম্মানিত!
- নতুন ছাত্রদের স্বাগতম! আমরা প্রতিটি শেখার প্রচেষ্টায় আপনার সেরাভাবে আপনাকে দেখার জন্য উন্মুখ।
- আমাদের স্কুলে স্বাগতম! আমরা এমন প্রতিভাবান ছাত্রদের পেয়ে গর্বিত।
লিও টলস্টয় এর সেরা উক্তি, Top selected quotes of Leo Tolstoy in Bengali
ওয়েলকাম নিয়ে সেরা লাইন, Best welcome lines in Bengali
- শোনো কে ডেকে যায় আমায়,
কে আমায় স্বাগত জানায়।
ভবিষ্যতে শরিক হতে
দেখো কে দিচ্ছে হাতছানি,
সামনে সুদিন আমি জানি,
পারবে কি তুমি,
আমার সঙ্গী হতে ? - আমাদের দলে যোগদানের জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন জানাই। স্বাগতম, এবং আমরা আপনার সাথে বিস্ময়করভাবে কাজ করার জন্য উন্মুখ!
- রাজনন্দিনী,
আমার গরিবিয়ানায় তোমায় স্বাগতম।
হয়তো আমার কিছু নেই,
গাড়ি নেই, বাড়ি নেই,
কাঁড়ি কাঁড়ি সম্পদ নেই,
পয়সাকড়ি, বিত্ত-বৈভব কিছুই নেই।
আছে শুধু একখন্ড জমিন হৃদয়পুরে
ওটা নাহয় তোমার নামেই লিখে দেবো। - স্বাগত হে অতিথি! ধর হৃদি-ফুলহার নব উপহার তব বরণ-গীতি! ওগো প্রিয় বরণীয় অতিথি৷৷ বন্দিনী গাছে শোনো বন্দনা গান কন্ঠে তরঙ্গিত তরলিত তান,
গীতি-মধু গুঞ্জনে নিতি মধু-ভুঞ্জনে,
অঞ্জলি লহ মম পরম প্রীতি !
ওগো প্রিয় অতিথি।। - নতুন বছরের নতুন দিন
অল্প কিছু শুভেচ্ছা নিন,
দুঃখগুলো ঝেড়ে ফেলুন
নতুন কিছু স্বপ্ন বলুন ।
নতুন বছর ,নতুন আশা
রইল অনেক ভালোবাসা।
শুভ নববর্ষকে স্বাগত জানাই। - নতুন পোশাক, নতুন সাজ
নতুন বছর ,শুরু আজ
মিষ্টি মন ,মিষ্টি হাসি
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
নতুন বছরকে জানাই স্বাগতম। শুভ নববর্ষ। - নতুন সূর্য ,নতুন গান
নতুন আলো ,নতুন প্রাণ
নতুন উষার ,নতুন আলো
নতুন বছর কাটুক ভালো
কাটুক বিষাদ আসুক হর্ষ
স্বাগতম নতুন বর্ষ।
সবাইকে জানাই শুভ নববর্ষ । - আমাদের নতুন বছরকে স্বাগত জানাতে আর পুরানোকে বিদায় জানাতে, ভয় ছাড়াই নতুন শুরু করুন।
- শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব, হয়ে আগত করো বর্ষণ তোমার জ্ঞান আর তোমার সৌরভ।
- আমরা নতুন বছরের অপেক্ষা করে ছিলাম, এই আশা নিয়ে হয়ে নতুন বছর আমাদের নতুন করে শুরু করতে সাহায্য করবে। আজ আমার নতুন বছরে প্রবেশ করছি, বছরটিকে স্বাগত জানিয়ে এটাই ভগবানের কাছে প্রার্থনা রইল যে আমার যেন অনেক আনন্দের সাথে বছর টি উদযাপন করতে পারি।
- আমার শহরে তোমায় স্বাগতম, বহুযুগ ধরে যে শহর ছিলো নিষ্প্রাণ, নিস্তেজ গ্রীষ্মের দাবদাহে প্রকান্ড মৃত্যুকূপ, নিমজ্জিত ছিলো সুদীর্ঘ আধারে, তোমার আগমনে এ শহর আজ উদ্ভাসিত,প্রাণবন্ত।
- নতুন অতিথি এসেছে ! ধরণী হাসছে, হাসছে মায়ের কোল, নতুন জীবনের, আপ্যায়নে তোমায়, সু-স্বাগতম !
- হে নতুন অতিথি । তোমার প্রথম কান্না শুনে দূর হয়ে গেছে – বাবা-মায়ের মনে জমানো, যত দুঃখ, কষ্ট, বেদনা । মনের আনন্দে সবাই জানিয়েছে – তোমায় সু-স্বাগতম ।
- এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম।তুমি যে সত্যম তুমি যে শিবম, তুমি যে সুন্দরম, তোমায় সুস্বাগতম।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা স্বাগত জানিয়ে শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন, অভিনন্দন, শুভকামনা মূলক উক্তি, ছন্দ, গান ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।