শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস ১৪, আপনি তৈরী তো?


বিগ বস, এমন একটি রিয়ালিটি শো প্রতিবছর যার অপেক্ষায় থাকে দর্শক, বিগ বস সিজন ১৩ ভীষণ জনপ্রিয় হওয়ার পর বিগ বস ১৪ কবে থেকে শুরু হবে তা নিয়ে ছিল জল্পনা, তবে এবার অপেক্ষার অবসান হতে চলেছে কারণ চূড়ান্ত বিনোদনের জন্য তৈরী বিগ বস ১৪, সলমান খান সঞ্চালিত এই শো শুরু হচ্ছে ৩রা অক্টোবর থেকে। 

Pin it


সম্প্রতি এই শো-এর প্রোমো মুক্তির পর থেকে দর্শকদের মনে উন্মাদনা বেড়ে গেছিল, সোমবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চলা নানা ঝগড়া খেলা, বিনোদনে ভরপুর শো এর শুরুর দিন জানানো হয়েছে কালার্স চ্যানেলের তরফে। ৩ অক্টোবর শনিবার রাত ৯ টায় হবে বিগ বস ১৪-র গ্র্যান্ড প্রিমিয়ার। 
এই খবরে আনন্দিত বিগ বস শো এর ভক্তরা। সোমবার এই খবরের পাশাপাশি কালার্স কর্তৃপক্ষ একটি ভিডিও শেয়ার করেছে যেখানে  সলমান খানের হাত-পা বাঁধা, মুখে মাস্ক পড়া অবস্থায় সলমান খান জানাচ্ছেন এবার কেটে যাবে বোরডম,সব টেনশন সরে যাবে। চ্যানেলের তরফে দেওয়া এই  ভিডিয়োর ক্যাপশানও কিন্তু বেশ মজাদার যাতে লেখা  ২০২০-র সমস্ত সমস্যার সমাধান করার জন্য আসছে  বিগ বস ১৪।

 
আগের বছর সিদ্ধার্থ শুক্লা এবং স্যহনাজ গিল প্রচুর ভালোবাসা পেয়েছিল দর্শকদের। এবারও সকলে আগ্রহী প্রতিযোগীদের নাম জানার জন্য। বিগ বস ১৪ তে বিগ বসের ঘরে থাকছে  নিয়া শর্মা, জসমীন ভাসিন, নমিশ তানেজা, আমির আলি, আকাঙ্খা পুরী, ভিবিয়ান ডিসেনা,  পবিত্র পুনিয়া, সাক্ষী চোপড়া,জ্যান ইমাম,এজাজ খান, সারা গুরপাল, নয়না সিং, সারা গুরপাল। 


 সোমবার কালার্স চ্যানেলে এবং তাদের সোশ্যাল মিডিয়ার পেজগুলিতে বিগ বস ১৪ র প্রোমা মুক্তি পাওয়ার পর থেকেই বিগ বস ১৪ নিয়ে উচ্ছ্বাসিত ফ্যানেরা।  ২০২০ সালে বিনোদনের জগতের টালমাটাল অবস্থায় কতটা জনপ্রিয়তা পায় বহু চর্চিত এবং বিতর্কিত রিয়ালিটি শো বিগ বস সেটাই দেখার


Recent Posts