বলিউডের মাফিয়া চক্রদের বিরুদ্ধে সরব কঙ্গনা রনৌত এর সাথে মহারাষ্ট্র সরকারের দ্বন্দ্বের ফলে মুম্বাই পৌরসভা বুধবার কঙ্গনা রনৌত মুম্বাই আসার আগেই সামান্য কারনে ভেঙে গুড়িয়ে দিয়েছে তাঁর অফিসের একাংশ।
মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্দেশে বুধবার দুপুর থেকে পালি হিলে থাকা কঙ্গনা রনৌতের মণিকর্ণিকা ফিল্মসের দফতর বুলডোজার নিয়ে ভাঙার কাজ শুরু করে বৃহন্মুম্বাই পৌরসভা । কিন্তু তার মধ্যেই মুম্বাই হাইকোর্ট এই কাজে বাঁধা দেয়, কিন্তু ততক্ষনে কঙ্গনার অফিসের বেশ অনেকটা অংশ ভেঙে ফেলা হয়। বেআইনি নির্মাণের অভিযোগ মুম্বাই পৌরসভা থেকে কঙ্গনাকে এ বিষয়ে নোটিশ দেওয়া হয় একদিন আগে, সেই নোটিশের জবাব দেন অভিনেত্রী, তার পরেও বৃহন্মুম্বাই পৌরসভার এরুপ আচরণ কেন করল সেই জবাব চেয়েছে আদালত।
বুধবার মুম্বাই ফিরে বেশ কিছুদিন আগে থেকেই মুম্বাই পুলিশের বিরুদ্ধে সরব কঙ্গনা, রিয়া চক্রবর্তীকে বারবার বাঁচানোর জন্য মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলেন তিনি,সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাথেও তার ঝামেলা হয়, মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন তিনি।
তবে বুধবারের ঘটনায় বলিউডের বেশ কয়েকজন বলিউডের ‘কুইন’ এর পাশে দাঁড়িয়েছে । এই তালিকায় আছেন অনুপম খের, প্রসূন জোশী, দিয়া মির্জা, রেণুকা শাহানেরা।
অনুপম খের ট্যুইট করে জানান একদম ভুল হয়েছে , এটাকে বুলডোজার না বলে না, বলে বুলিডোজার । অত্যন্ত অন্যায় হয়েছে যার প্রভাব পড়েছে মুম্বইয়ের জমিতে। হতাশাজনক ঘটনাকে একেবারেই সমর্থন করেননি তিনি।
দিয়া মির্জা জানিয়েছেন , মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা কঙ্গনার তুলনা করা একেবারেই ঠিক নয় কিন্তু বৃহন্মুম্বই পুরসভা যেভাবে তাঁর অফিসের অংশ ভেঙে দিয়েছে সেটাও উচিত হয়নি। যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে, তাহলে আগে কেন পদক্ষেপ নেয়নি।
প্রসূন জোশী ট্যুইট এ জানিয়েছেন কঠিন সময়ে এগিয়ে। যাওয়ার শক্তি আছে অভিনেত্রীর।
রেণুকা শাহানেরা ট্যুইটে লিখেছেন, মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা তার একেবারেই ভালো লাগেনি, তবে বৃহন্মুম্বই পুরসভার বদলা নেওয়ার ধরন দেখে তিনি হতবাক