গত কয়েকদিন ধরে ভয়ানক দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া।
অরণ্যে এই অগ্নিকান্ড শুরু হলেও ক্রমশ তা আমেরিকার ক্যালিফোর্নিয়ার অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়েছে।
This is a time lapse of one of the fires up in the Bay Area. Real time was 20 minutes. It looks insane. #wildfire #fire #SonomaCounty #BayArea #BayAreaFires #CaliforniaFire pic.twitter.com/qnlOraSWgA
— Oof (@OofoOofoOof) August 20, 2020
হতাহতের সঠিক খবর জানা না গেলেও হেলিকপ্টারে করে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় এক এক উদ্ধারকর্মীর। ভয়াবহ আগুনের তাপে ঝলসে যান তিনি।
ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্ব সান ফ্রান্সিসকোর বে এলাকার সোলানো কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে, নাপা কাউন্টিতে মৃত্যু হয়েছে তিন জনের । প্রায় তিরিশেরও বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছে বলে জানা গেছে।
the californian in me says RUN 🔥 🔥 🏃 #wildfire pic.twitter.com/uY6almoBrs
— mister earl (@EarlRyan) August 17, 2020
এই দাবানলের তীব্রতা এত বেশি এবং এত দ্রুত গতিতে বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে যে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে পার্শ্ববর্তী সান ফ্রান্সিসকোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান , ক্যালিফোর্নিয়ার প্রতি বছরই এমন দাবালন হলেও এত ব্যাপক ভাবে এবারই হল।
ক্যালিফোর্নিয়ার শহর ভ্যাকাভিল সব থেকে বেশি সংকটে আছে দাবানলের ফলে, সেখানে প্রায় এক লাখ মানুষের বসবাস, ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত গোটা শহর। প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা। অগ্নিকাণ্ডের মধ্যে,
গাড়িতে আটকে আছে বহু মানুষ, চলছে উদ্ধারকাজ।
সূত্রের খবর গোটা রাজ্যে প্রায় চারশোটি অগ্নিকাণ্ড চলছে যার মধ্যে ৩০টিরও বেশি বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, গত ৩ দিনে ঘণ্টায় ১১ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়েছে অনুমান এই তাপমাত্রার তৈরি হওয়ার জন্যই তৈরী হয়েছে এই দাবানল।
রাজ্য গভর্নর গ্যাভিন নিউসম পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ায়।