করোনা মহামারীর কারণে বন্ধ স্কুল কলেজ।পড়াশুনা চালু রাখতে বিকল্প অনলাইন ক্লাস, বিশ্বজুড়েই চলছে
অনলাইন ক্লাস।
তবে এই অনলাইন ক্লাসই অনেকের কাছে সমস্যার সৃষ্টি করছে, এই রকম কঠিন পরিস্থিতিতে ঘরে বসে অনলাইনে পড়াশুনার যেমন ভালো দিক আছে, তেমনই আছে খারাপ দিকও। যেমন অনেক পড়ুয়ার কাছেই ডিভাইস না থাকা বা ইন্টারনেটের সুবিধা না থাকায় পড়ুয়াদের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। তবে চেষ্টা এবং ইচ্ছার মাধ্যমে অনলাইনে ক্লাস করার এক দূর্দান্ত প্রয়াস দেখা গেল মার্কিন মুলুকের দুই পড়ুয়ার মধ্যে, যা এখন ভাইরাল নেট দুনিয়ায়।
খুদে দুই পড়ুয়াকে দেখা রাস্তায় বসে অনলাইনে ক্লাস করতে দেখা গেল। তবে অনলাইনে ক্লাস করার জন্য বাড়িতে না থেকে রাস্তায় বসে ক্লাস করার কারণ হল
ওয়াইফাই কানেকশন।
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ইস্ট স্যালিনা শহরে,সেখানে একটি রেস্তোরাঁর ওয়াইফাই ব্যবহার করে পড়াশোনা করতে দেখা গেল দুই পড়ুয়াকে।
ওই রেস্তোঁরার নাম ট্যাকো বেল,@ms_mamie89 নামক অ্যাকাউন্ট হোল্ডার এক মহিলা সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং সাহায্যের আবেদন করেন এই দুই শিশুর জন্য। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ওই মহিলা পোস্টে লেখেন ফ্রি ওয়াইফাই কানেকশন পাওয়া যাবে বলে দুটি ছোট্ট মেয়ে ট্যাকো বেল রেস্তোরাঁর সামনে রাস্তায় বসে স্কুলের ক্লাস করছে। তিনি বলেন কঠিন এই পরিস্থিতিতে স্কুল কলেজের পড়ুয়াদের যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে তাই উচিত সমস্ত পড়ুয়াদের জন্য ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা, কারণ অনেকেরই ওয়াইফাই কানেকশনের অভাব থাকে, যাতে সকলেই বাড়িতে বসেই ক্লাস করতে পারে সেই বিষয়ে সকলের উদ্যোগ নেওয়া উচিত।
ওই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই স্থানীয় প্রশাসনের চোখে পড়ে এবং মন্টেরে শহরের সুপারভাইজার লুইস অ্যালেজো বলেন কালিফোর্নিয়ার কোনো পড়ুয়াদের যেন ইন্টারনেটের অভাব না হয়, সকলের জন্য ব্রডব্যান্ড কানেকশন দিতে হবে। এই টুইট নজরে আসলে স্যালিনার শিক্ষা দফতর ওই দুই শিশুর জন্য ওয়াইফাই হটস্পট এর ব্যবস্থা করে দেয়।