করোনায় মৃতের সংখ্যা কমেছে অনেকটাই, দেশে করোনা ভাইরাসের সংক্রমণও কমেছে গত ২৪ ঘণ্টায়।দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে দাড়িয়েছে ৪৫,১৪৮ জন। ভারতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯ লাখ । দৈনিক মৃতের সংখ্যা ৪৮০ যা আগের তুলনায় অনেক কম।
উত্সবের মরসুমে বাংলায় করোনা সংক্রমণ বেড়েছে অনেকটাই, পঞ্চমী থেকে নবমীতে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্রুত গতিতে। নবমীর দিন বাংলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১২৭ জন। তবে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০,১২৯ জন। যেখানে মৃতের সংখ্যা ছিল ৫৭৮ জন। গত তিনমাসে এটাই ছিল দৈনিক সবচেয়ে কম মৃতের সংখ্যা।
সুস্থতার হার গত কয়েকদিনে বেড়েছে অনেকটাই, রবিবার করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখের কম ছিল ।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৫,১৪৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে হয়েছে ৭৯,০৯,৯৫৯ জন। যেখানে সুস্থ হয়েছেন ৭১,৩৭,২২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৯,১০৫ জন। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯০.২৩%।করোনায় মোট মৃতের সংখ্যা ১,১৯,০১৪। গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে দেশে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯,৩৯,৩০৯ জনের। তবে বাংলায় করোনা যেভাবে বাড়ছে তাতে চিন্তা বাড়ছে কলকাতায়। বর্তমানে করোনা সংক্রমণে শীর্ষে আছে কলকাতা। যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার অতিক্রম করেছে। কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণাতেও বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজারের বেশি।