৭৭ এও আইন নিয়ে পড়ার স্বপ্ন মুছে যায়নি, বয়স বাধা হওয়ায় অগত্যা সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজকুমারী



আমাদের জীবনের নানা পর্যায়েই আমরা কিছু না কিছু শিখি, শেখার কোনও বয়স হয় না, ইচ্ছা থাকলে শেখারও কোনও শেষ হয় না, কিন্তু অনেক সময় শিখতে চাইলেও শেষ পর্যস্ত বাঁধা হয়ে দাড়ায় বয়স, আর এমনই একটি ক্ষেত্র হল আইন নিয়ে পড়াশোনা।

আইন নিয়ে পড়তে গেল  তিন বছরের ল কোর্স পড়ার জন্য বয়স থাকতে হয় ৩০ এর মধ্যে, আর পাঁচ বছরের কোর্স করতে গেলে বয়স হতে হয়  ২০ এর মধ্যে। তবে বয়সের এই শর্ত মানতে নারাজ রাজকুমারী,  ইচ্ছাশক্তি থাকলে বয়স কেন বাঁধা হয়ে দাড়াবে সেই প্রতিবাদে সুপ্রিম কোর্টে আবেদন করলেন গাজিয়াবাদের বাসিন্দা রাজকুমারী ত্যাগী।

আইন নিয়ে পড়াশোনা স্বপ্ন ছোট থেকেই ছিল কিন্তু পরিস্থিতির কারনে স্বপ্ন পূরণ হয়নি। স্বপ্নপূরণের সুযোগ তরুনীবেলায় মেলেনি ঠিকই তবে এখন মিলেছে,  ইচ্ছেটাও কমেনি বিন্দুমাত্র, শুধু বয়সটাই বেড়ে গেছে অনেকটা,  ৭৭ এর বৃদ্ধা রাজকুমারী বয়সের বাঁধাকে অগ্রাহ্য করে ইচ্ছেপূরণের লক্ষ্যে কারোর তোয়াক্কা না করেই  সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

তিনি জানিয়েছেন  সম্প্রতি মারা গেছেন তার স্বামী। আর তারপরে সম্পত্তির  টানাপড়েনে  আইনি নানা জটিলতার সম্মুখীন হয়েছেন তিনি, সেই মুহুর্তেই এতদিন কোনে পড়ে থাকা ইচ্ছা আবার সতেজ হয়ে উঠেছে।তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আইন নিয়ে তিনি পড়বেন, এবং তার জন্য সমস্ত লড়াই করতে প্রস্তুত তিনি।

একাধিক  ল কলেজে ভর্তির আবেদন করলেও সুযোগ পাননি বয়সের কারণে তাই শীর্ষ আদালত আবেদন করেছেন যা গৃহীতও হয়েছে। তাঁর মতে  শিক্ষায় বয়সের বাধা ঠিক নয়, তা সংবিধান বিরোধী। সমস্ত ধারা উল্লেখ সহ তিনি  আবেদন করেছেন সুপ্রিমকোর্টে, তার পক্ষে লড়াইয়ের জন্য তিনি তিনজন   আইনজীবীর সাহায্য নিচ্ছেন। যারা হলেন নিপুণ সাক্সেনা, সেরেনা শর্মা এবং উমঙ্গ ত্যাগী।

Recent Posts