অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা দুর্গাপুরের ইস্পাত কারখানায়



শুক্রবার রাতে গ্যাস লাইনের পাইপে আগুন লাগে দুর্গাপুরের ইস্পাত কারখানায়। শুক্রবার রাত ৯টা৪০ শ্রমিকরা দেখে কারখানার ভিতরে একটি ওভারহেড গ্যাস পাইপ লাইনে আগুন জ্বলছে যা ছড়িয়ে পড়তে থাকে, সাথে সাথে খবর দেওয়া হয় কারখানার নিজস্ব ফায়ার ব্রিগেডে, প্রায় নয়টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

দমকল কর্মীরা আসতে দেড়ি করলে বড় ক্ষতির আশঙ্কা ছিল, কারখানার নিজস্ব অগ্নি নির্বাপনের লোকেরা যেভাবে তৎপরতার সাথে দ্রুত ঘটনাস্থলে গেছে তা প্রশংসনীয়, জানিয়েছেন হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত।

কারখানার শ্রমিকদেরও বক্তব্য বড়সড় দুর্ঘটনা হতে হতে হয়নি। পাইপলাইনে আগুন যেখানে দেখা গেছিল তার অদূরেই আছে পেট্রোল পাম্প, আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি যে কতটা বিপদজনক হত তা আন্দাজ করার বাইরে, জানিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল কংগ্রেস স্থায়ী শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি জয়ন্ত রক্ষিত।

ওই পাইপ লাইনের মাধ্যমে প্রধানত কার্বন-মনোক্সাইড গ্যাস কারখানার ব্লাস্ট ফার্নেসে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান কারখানা ফায়ার সার্ভিস ডিজিএম ভাস্কর মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা। তবে ঠিক কি কারণে পাইপে আগুন লাগলো তা জানা যায়নি।

Recent Posts