চিকিতসকের পরামর্শ ছাড়া অভিনেতা সুশান্তকে ওষুধ দেওয়ার অভিযোগে সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিতসক তরুণ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
জানা গেছে মুম্বইয়ের ব্যান্দ্রা থানায় নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসটেনসের অধীনে প্রিয়াঙ্কা সিং এবং ওই
তরুণ কুমারের বিরুদ্ধে ৪২০, ৪৬৪,৪৬৬,৪৬৮,৪৭৪,৩০৬, ১২০-র বি এবং ৩৪-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রিয়া চক্রবর্তী মুম্বই পুলিসের দ্বারস্থ হয়ে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ করলে মুম্বাই পুলিশ মঙ্গলবার এফআইআর দায়ের করে প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে। তবে শুধু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেওয়াই নয়,রিয়া চক্রবর্তী প্রিয়াঙ্কার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন।
অভিনেত্রী রিয়া চক্রবর্তী দাবি করেন সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং এবং তরুণ কুমার নকল প্রেসক্রিপশন তৈরি করে এবং ভুল ওষুধ খাওয়ায় সুশান্তকে।
সম্প্রতি সুশান্ত এবং তাঁর দিদির হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে তাঁর দিদি প্রিয়াঙ্কা সুশান্ত এর মানসিক অবসাদের জন্য লিব্রিয়াম, নেক্সিটো এবং আরও কয়েকটি ওষুধ খাওয়ার পরামর্শ দেন , চিকিতসককে না দেখিয়েই নিজের ইচ্ছামতো চিকিতসকের পরামর্শে বেশ কিছু ওষুধ দেওয়া শুরু করেন সুশান্তকে, দাবি রিয়া চক্রবর্তীর।
রিয়া চক্রবর্তীর অভিযোগের এখনো কোনো মন্তব্য করেননি সুশান্তের পারিবারিক আইনজীবী।