ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’র পরে এবার শুরু হচ্ছে এই ই-কমার্স সাইটের Big Diwali Sale। সেল এ জিনিস কিনতে অনেকেই পছন্দ করেন, কারণ অন্য সময়ের থেকে অনেকটাই ছাড় পাওয়া যায় এইসময়। যারা ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর বিগ বিলিয়ন ডে তে কেনাকাটা করার সুযোগ পান নি, তাদের আবার সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, কারণ উৎসব এখনো বাকি আছে,সামনেই দিওয়ালি। তার আগেই ফ্লিপকার্টে শুরু হবে Flipkart Big Diwali Sale।
স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, গৃহস্থালির জিনিস থেকে ইলেকট্রনিক গ্যাজেটস, ড্রেস, ইত্যাদি বিপুল সম্ভারে একাধিক অফার নিয়ে হাজির হবে ফ্লিপকার্ট,যেখানে পেমেন্ট মোডেও প্রচুর ছাড় থাকবে, থাকবে এক্সচেঞ্জ অফারও। ফ্লিপকার্ট দিওয়ালি সেল শুরু হচ্ছে ২৯ অক্টোবর থেকে যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত।সেল চলাকালীন ‘ধামাকা সেল’ এর চমক দেবে ফ্লিপকার্ট, রাত ১২ টা, সকাল ৮ টা ও বিকেল ৪ টেয় মোবাইল, টিভি ও একাধিক সামগ্রীতে বিশেষ অফারের ঘোষণা করেছে ফ্লিপকার্ট।Rush Hour শুরু হবে রাত ২টো য়, যেখানে ওই সময়ে বেশ কিছু প্রোডাক্ট অনেক কম দামে পাওয়া যাবে। নাগাদ কম দামে বিক্রি হবে।
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে ‘র মতোই বিগ দিওয়ালি সেল এও ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য কিছুটা তাড়াতাড়ি শুরু হবে এই সেল, ২৯ অক্টোবর মধ্যরাত থেকেই সেল প্রযোজ্য হবে flipkart প্লাস মেম্বার দের জন্য।ফ্লিপকার্টে প্রতিবারই ইএমঅাই তে বেশ সুবিধা থাকে, এবারেও তেমন আছে। দিওয়ালি সেল এ বিক্রয়ের সময় গ্রাহকরা এক্সিস ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করলে তাৎক্ষণিক ১০% ছাড় পাবন। ইএমআই লেনদেনের সুবিধাও থাকবে। এছাড়াও এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআইয়ের মতো শীর্ষস্থানীয় ব্যাংকগুলির কার্ড থাকলে নো কস্ট EMI এর সুবিধা পাবেন।
অতিরিক্তভাবে, এই বেশ কিছু ব্যঙ্কের ডেবিট কার্ডেও ইএমঅাই এর সুবিধা থাকবে৷Flipkart Big Diwali Sale-এ বেশ কয়েকটি স্মার্টফোনে অফার থাকবে,যেমন Samsung Galaxy F41, Samsung Galaxy S20+, Samsung Galaxy A50 এবং আরও বেশ কয়েকটি। বিশেষ ডিসকাউন্ট থাকবে Poco M2, Poco M2 Pro ও Poco C3 ফোনে, এছাড়াও হেডফোন হোক বা স্মার্টওয়াচ, সবেতেই প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। ক্যামেরা, ল্যাপটপেও থাকবে সুবিধা। Lenovo, Apple, Samsung-এর ট্যাবলেট ও ল্যাপটপ কেনার কথা ভাবলে এটা কিন্তু সুবর্ণ সুযোগ কারণ বিগ দিওয়ালি সেল এ এই সমস্ত কোম্পানির জিনিসে থাকছে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।