ফানি পোস্ট বাংলা, Funny post in Bengali 


বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন এক জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখানে হাসি, কান্না, দুঃখ, সুখ—সবই পাওয়া যায় এক স্ক্রলেই। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো “ফানি পোস্ট”। এই পোস্টগুলো আমাদের ব্যস্ত জীবনে কিছুটা আনন্দ এনে দেয়। ইদানীং বিভিন্ন মিম পেজগুলোতে ফানি পোস্টের ছড়াছড়ি। ফানি পোস্ট আমাদেরকে শুধু হাসায় না, অনেক সময় মন খারাপের ওষুধ হিসেবেও কাজ করে। এক গম্ভীর দিনে হঠাৎ কোনো মজার ছবি বা পোস্ট দেখে মনটা হালকা হয়ে যায়। আজ আমরা কয়েকটি বাংলা ফানি পোস্ট পরিবেশন করবো।

ফানি পোস্ট বাংলা
Pin it

ফানি পোস্ট বাংলা ২০২৫, Bengali funny post 2025

ফানি পোস্ট 1
Pin it
ফানি পোস্ট 2
Pin it
ফানি পোস্ট 3
Pin it
ফানি পোস্ট 4
Pin it
  • আসলে আমি রাত জাগতে চাইনা,,আমার মোবাইলটা তো একা,তাই ওকে একটু সঙ্গ দেই এই আরকি।
  • কিছু কিছু সময় sad post ও করতে হয়
    কারণ বেশি সুখে থাকলে ভুতে কিলায়।
  • কখনো কি ভেবেছিলে যে আমার মতো ভালো,ইনোসেন্ট,মানুষের সাথে ফেসবুক ফ্রেন্ড হতে পারবে।
  • রাগিয়ে দিয়ে… যখন বলে রাগ করেছো??
    তখন মনে চায়, ঠাস করে থাপ্পড় দিয়ে বলি ব্যথা পেয়েছো?
  • নাটক বুঝি, আবেগ বুঝি..!
    কিন্তু Hmm এর reply কি লিখবো সেইটা বুঝিনা?
  • তুমি ভুল করে ১ বার I love You বলে দেখো
    পরে তোমাকে বিয়ে করার দায়িত্ব আমার ।
  • বুদ্ধি যতোটুকু হইছে বাঁশ খেয়েই হয়েছে..!
    কলা দুধ ডিম এগুলোয় আমার বুদ্ধি বাড়ে নি..!
  • ভালোবাসার মানুষকে কখনো পাখি বলে ডাকবেন না..।।উড়ে যেতে পারে…
    কচ্ছপ বলে ডাকবেন চাইলেও আর উড়তে পারবে না!!!
  • মা সব সময় একটা কথা বলেন ফাজিল বন্ধু – বান্ধবীর সাথে মিশবি না
    মা তো জানেন না ওদের দলের লিডার আমি নিজেই ।
ফানি পোস্ট 5
Pin it

ফানি পোস্ট বাংলা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ফানি ক্যাপশন বাংলা সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।

ফানি পোস্ট 6
Pin it
ফানি পোস্ট 7
Pin it

ফানি পোস্ট বাংলা পিক, Bengali funny post pic 

ফানি পোস্ট 8
Pin it
ফানি পোস্ট 9
Pin it
  • মানুষ কি ভাবে সারাদিন মোবাইল টিপে
    আমি তো ২৪ ঘন্টা বেশি টিপতেই পারি না।
  • কিছু কিছু মেয়ে ছেলেদের দিকে
    যেভাবে তাকায় মনে হয় হারানো স্বামী ফিরে আসছে!!
  • কিছু ভালো লাগতেছে না..!
    কাউকে প্রেমের ফাঁদে ফেলে ধোকা দিতে পারলে ভালো লাগতো..!
  • জান, বাবু, সোনা তো দুরের কথা
    লোহা, রড, সিমেন্ট, বালু ডাকার মতোও কাউকে পেলাম না।
  • কেউ আমারে ধাক্কা দিয়ে প্রেমের সাগরে ফেলে দে
    যে গরম পরছে একটু সাঁতার কাটতাম আর’কি।
  • প্রোফাইল করিয়া লক, দিয়েছো তুমি নক..!
    কেমনে চিনবো তুমি কাউয়া নাকি বক…!
  • মার্কেটে গেলে নিজেকে সেলিব্রেটি মনে হয়
    সবাই ডাকে কিন্তু কাউকেই টাইম দিতে পারি না।
ফানি পোস্ট 10
Pin it
ফানি পোস্ট 11
Pin it
ফানি পোস্ট 12
Pin it

ফানি পোস্ট বাংলা, Funny post in Bengali 

ফানি পোস্ট 13
Pin it
  • আমি একদম টেনশন নেই না ভাই, টেনশন আমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়!
  • লুডো খেলার সময়, একসাথে তিন ছক্কা
    breakup এর চেয়েও বেশি কষ্টকর।
  • আমি গর্বিত, আমার id তে
    কোনো Single ছেলে নাই!
  • তুই মশা, মশার মতো থাকবি
    উড়বি,ধুরবি,রক্ত খাবি।
  • তুই কেন কানের কাছে গান গাইবি..?
    অনেক বড় শিল্পি ভাবিস নিজেকে?
  • সবার বিয়ের ফুল ফুটে গেছে
    আমারটা মনে হয় কলি অবস্থায়
    ছাগলে খেয়ে ফেলেছে।
  • যারা প্রেমের সাগরে ডুবে গেছেন
    তাদেরকে বলছি আমাকে এক কেজি ইলিশ মাছ দিয়েন…!
  • তুমি যতই খোঁজো না কেন..!
    আমার মতো নিষ্পাপ মানুষ কোথাও পাবে না..!
  • দোল দোল দোলনি মানুষ চিনতে শেখনি
    বাঁশ খাবে যখনি শিক্ষা হবে তখনি।
  • মাননীয়া স্পিকার কমেন্টে ভয়েস সিস্টেম করা হোক লিখে মনের ভাব প্রকাশ করা যায় না।
  • হাসি পায় প্রচুর হাসি পায়
    যখন bf পাশে থাকতেও মেয়েরা আমার দিকে তাকায়।
ফানি পোস্ট 14
Pin it
ফানি পোস্ট 15
Pin it

নতুন ফানি পোস্ট, New funny post 

ফানি পোস্ট 16
Pin it
ফানি পোস্ট 17
Pin it
  • যে আমাকে সামলাতে পারে!!
    তার কাছে ৩৯° তাপমাত্রা কিছুই না।
  • প্রেম তো দূরের কথা আমি চা খাওয়াও ছেড়ে দিয়েছি ছ্যাঁকা খাওয়ার ভয়ে।
  • ওহে বালিকা,,রাত জেগে আরেকজনের কেয়ার না করে, নিজের স্কিনের যত্ন নিন।
  • দয়া করে কেউ Facebook a Funny caption post করবেন না বাড়ির লোক হাসতে দেখলে সন্দেহ করে ভাবে আমি প্রেম করি।
  • কে জানি আমার মন এ রিপোর্ট মারছে!
    প্রেম করার আগেই হ‍্যাং করে !
  • মন বিক্রি করে দেবো টাকার দরকার-Mb কিনতে হবে কেউ কিনবেন
    বাকি চেয়ে কেউ লজ্জা দিবেন না।
  • ছ্যাঁকা তো সেদিন খাইছি,যেদিন মোবাইলের লাইট জ্বালিয়ে মোবাইল খুঁজতেছিলাম।
  • জোর করে হাতে টাকা ধরিয়ে দেওয়া
    আত্মীয়গুলো আমার খুব ভাল্লাগে.!
  • চোখ বলে ঘুমাও মন বলে মোবাইল গুতাও!!
  • গুগলে ভদ্র ছেলে লিখে সার্চ দিছিলাম! ওমা! সে কি কান্ড আমার নাম আসছে!

ফানি পোস্ট বাংলা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ফেসবুক ফানি পোস্ট বাংলা সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।

ফানি পোস্ট 18
Pin it

ফানি ক্যাপশন বাংলা, Funny post in Bengali 

ফানি পোস্ট 19
Pin it
  • ভাবছিলাম এই বছর গার্লফ্রেন্ড নিয়ে কামব্যাক দিবো! এখন দেখি মেসেঞ্জার সাহারা মরুভূমি।
  • সেই ছোটবেলা থেকে পেপসুডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করছি! আজ পর্যন্ত একবারও ডিসুম-ডিসুম আওয়াজ শুনলাম না!!
  • আমরা ব্যাংকে বিশ্বাস করে লক্ষ-লক্ষ টাকা রাখি! অথচ সেই ব্যাংক আমাদের অবিশ্বাস করে ১টা কলমও সুতো দিয়ে বেঁধে রাখে!!
  • এই কম্পিটিশনের যুগে, নিজের ছবি আপলোড করি না।
  • অতিরিক্ত পোস্ট করায় আমি দুঃখিত, এখন থেকে মিনিটে একটা করে পোস্ট দিবো।
  • আপনারা দলে দলে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান, তাও আমি এক্সেপ্ট করবো না।
  • মেসেঞ্জার থেকে অবসর গ্রহণ করলাম আজকে থেকে, নিজের সজ্ঞানে।
  • মনে মনে একজনকে i love you বলে আসলাম।
  • যদি কখনো আনফ্রেন্ড হয়ে যাও! ভেবে নিও তুমি এখনো রিয়েক্ট দিতে শিখো নি!!
  • BF নেই তো কি হয়েছে!! বাকি ২৪ টা অক্ষরতো আছে!!
  • লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে টিকছে না! আর তুমি ভাবছো ফেসবুকের ওই সস্তার প্রেম তোমার টিকে যাবে!!
  • বর্তমানে মন দিয়ে কিছুই হয় না ধন লাগে!! ধন সম্পদ!!
  • প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও আসছিলো! কিন্তু আমি সেদিন বাড়ি ছিলাম না!
  • ডাইনোসরের মতো, প্রেমের যুগটাও বিলুপ্ত হয়ে গেল!!
  • আমরাই সেই বাঙালী যারা মোবাইলে বাংলা ভাষা চালু করলে কিছুই বুঝিনা!!
  • শপিং করতে যাওয়ার আগে জেনে নিন – Pull = টানা; Push = ঠ্যালা।
  • নীল আকাশ, সবুজ ঘাস সামনে রেজাল্ট, পিছনে বাঁশ!!
  • গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় বউ গেলে বউ পাওয়া যায়! কিন্তু বন্ধুদের সামনে একশ টাকার নোট গেলে সেটি আর ফেরত পাওয়া যায়না!!
  • সিঙ্গেল থাকাটা অনেকটা নিম পাতার মত! খেতে তিতা লাগলেও স্বাস্থ্যে পক্ষে অনেক ভাল!!
  • প্রেম তারাই করে যাদের সুখে থাকতে ভূতে কিলায়।
  • সকলের কাছে একটি খোলা চিঠি, আমি কারও শখের ব্যাডা না।
  • রাত বাজে ৪টা তাই ঘুমিয়ে পড়ছি
    কারণ বেশি রাত জাগা ভালো না।
  • যা বোঝার বুঝে গেছি, জীবনে কোনোদিন কারো থেকে Happy Anniversary কথাটা শোনা হবে না।
  • আমার মধ্যে লুকানো Talent আছে, প্রবলেম is আমি নিজেই সেই ট্যালেন্ট খুঁজে পাই না।
  • অলসতার লাস্ট স্টেজে আছি, কেউ কিডন্যাপ করে নিয়ে গেলেও বলে দিব, ভাই একটা বিছানা আর একটা মোবাইল দেন।
  • কেউ যদি ধমক দিয়ে বলত ঘুমাও, এক্ষনি ঘুমিয়ে যেতাম।
  • ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে আবার ঘন ঘন পোস্ট করতে হবে।
  • কিচ্ছু ভাল্লাগছে না কাউকে আধঘন্টা থাপড়াইতে পারলে ভাল্লাগতো।

পরিশেষে 

 ফানি পোস্ট হলো বর্তমান জীবনের এক দরকারি উপাদান। যতই কাজের চাপ থাক, যতই পরীক্ষার ভয় তাড়া করুক একটা ভালো ফানি পোস্ট মনটা হালকা করে দেয়, হাসতে শেখায়, আর বলে—“হাসো, জীবন অনেক ছোট!”আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে এই পোস্টটি আপনি আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।


Recent Posts