জীবনের নতুন অধ্যায়ের শুরু নতুন বাড়িতে, পুজোর ছবি পোস্ট করলেন নবদম্পতি কাজল আগরওয়াল এবং গৌতম কিচলু



সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল এবং  ব্যবসায়ী গৌতম কিচলু, বিয়ের নানা অনুষ্ঠানের ছবি, নতুন দম্পতি র ছবি ও ভিডিওতে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।   
এবার গৌতম শেয়ার করলেন বিবাহিত জীবনের নতুন অধ্যায়ের এক সুন্দর ছবি।  যেখানে কাজলের সাথে  পুজোয় বসেছেন তিনি। 


নতুন অধ্যায় শুরু হয়েছে তাদের জীবনে,  নতুন বাড়িতে প্রবেশ করে তাই নবদম্পতি পুজো দিচ্ছেন।  পুজোর ছবি পোস্ট করে গৌতম কিচলু সকলের উদ্দেশ্যে লিখেছেন নতুন অধ্যায়ের উদযাপন,  গত সপ্তাহে তাদের বৈবাহিক জীবনের সূচনায় সকলের থেকে যে আশীর্বাদ পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন উভয়ই। 

ছবিটিতে কাজল  আগরওয়ালকে আকাশি রঙের সালোয়ার পরে দেখা যাচ্ছে, সঙ্গে আছে চূড়া। ম্যাচিং করেই গৌতম পড়েছে নীল পাঞ্জাবির সঙ্গে সাদা চোস্তা। দুজনকেই ভীষণ সুন্দর লাগছে এই ছবিতে। 
গত ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর ও  কাজল আগরওয়াল বিবাহবন্ধনে আবদ্ধ হন। পেশায় ইন্টিরিয়র ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক গৌতমের সাথে কাজলের বিয়ের অনুষ্ঠান হয় মুম্বইতে। 

 মুম্বইয়ে কাজল গৌতমের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের কিছু ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধু। তারপর নবদম্পতির রিসেপশন পার্টি হয়। প্রত্যেক ছবি এবং ভিডিও খুব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।  গৌতমের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে আনন্দিত কাজল।  জীবনে এতদিন যেভাবে ভক্তরা পাশে পেয়েছেন আগামীতেও যেন পান আশা তার।গৌতমের পোস্ট করা এই ছবিও নিষেমে ভাইরাল, এবং তাদের অনুরাগীরা এই ছবিতেও অনেক ভালোবাসা জানিয়েছে।

Recent Posts