দুর্যোগের পূর্বাভাস, আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়


পরপর তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ বঙ্গে তীব্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা  উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আগামী দু-তিনদিন বৃষ্টিতে ভাসবে বাংলা, বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। 

Pin it
Torrential rain causing flood.


শনিবার রাতে নবান্নর তরফে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে  পারে নদী জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ফলে পাহাড়ি এলাকায় নামতে পারে ধস।বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে যার গতিবেগ ঘন্টায় ৪৫-৫০ কিমি।

রবিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে বা  নদীতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বর্ষায় প্লাবিত হওয়ার আশঙ্কা হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায়। নিম্নচাপের কারণে বন্যা প্রবন এলাকায় দুর্যোগের আশঙ্কা থাকছে।


Recent Posts