ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত টিকিট কাটতে এবং বাতিল করতে পারবেন যাত্রীরা ,জেনে নিন রেলের নতুন নিয়ম গুলি –



নিউ নর্মালে ভারতীয় রেল এর নতুন নিয়ম অনুযায়ী ১০ অক্টোবর থেকে ট্রেনের টিকিট বাতিল করা যাবে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত, আবার ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা টিকিট কাটার সুবিধা পাবেন , এই নতুন নিয়মের ফলে প্রচুর যাত্রী উপকৃত হবে।করোনার কারণে মার্চ থেকে  ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা বন্ধ থাকার পর পুনরায় তা চালু করল ভারতীয় রেল। 


কোভিড ১৯ এর কারণে বিগত কয়েক মাস বিশেষ ট্রেন ছাড়ার ২ ঘন্টা আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হত ।ট্রেন ছাড়াত চার ঘন্টা পূর্বে প্রথম চার্টটি তৈরি করা হয়। এবার ভারতীয় রেলের তরফে বিবৃতি জারি করে তাতে জানানো হয়েছে  যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্টটি তৈরি করা হবে। সেকেন্ড চার্ট তৈরি করার আগে পর্যন্ত কাটা যাবে ট্রেনের টিকিট।স্পেশাল ট্রেনের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। 


করোনা অতিমারির সময়ে ৩৯টি স্পেশাল ট্রেন চালানোর ছাড়পত্র পেয়েছে বেশ কিছু জোন। এই স্পেশাল ট্রেনের পরিষেবা চালু হবে খুব শীঘ্রই, জানিয়েছে রেলমন্ত্রক। আসন্ন উৎসবের মরশুমে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ২০০টিরও বেশি ট্রেন চালাবে ভারতীয় রেল সম্প্রতি এমনটাই জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। অপরদিকে লকডাউনের পর থেকে লখনউ-দিল্লি ও আমেদাবাদ-মুম্বই রুটে বন্ধ থাকা তেজস এক্সপ্রেস আগামী ১৭ অক্টোবর থেকে পুনরায় চালু হবে৷ 


ট্রেন তো চালু হবে কিন্তু করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তাই একাধিক সতর্কতাও অবলম্বন করতে হবে৷ যাত্রীদের জন্য কি কি বিধিনিষেধ আছে জেনে নিন – মেট্রোর মতোই তেজস এর ক্ষেত্রেও দুজন যাত্রীর মাঝের আসনটি খালি রাখতে হবে।   স্টেশনে প্রবেশের পর থার্মাল স্ক্রিনিং করা হবে যাত্রীদের। প্রত্যেক যাত্রীকে একটি কিট দেওয়া হবে যার মধ্যে থাকবে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার এবং ফেস শিল্ড।

Recent Posts