মারাঠি ভাষার উপর অনীহা প্রকাশ করায় শিবসেনার রোষের মুখে পরে ক্ষমা চাইলেন জান কুমার শানু



বিগ বস ১৩ চূড়ান্ত সাফল্য লাভ করার পর বিগ বস ১৪ র জন্য অধীর আগ্রহে বিগ বসের ফ্যানরা। বিগ বস ১৪ শুরু হওয়ার পর থেকেই প্রতিবারের মতোই চর্চার কেন্দ্র উঠে আসছে বিগ বসের ঘরের নানা বিতর্ক। এমনই এক বিতর্কে নাম জড়িয়েছে কুমার শানুর ছেলে জান কুমার শানুর। বিগ বসের ঘরে নিকি তম্বোলির সাথে জান এর বন্ধুত্ব প্রথম থেকেই চর্চায় আছে, সম্প্রতি নেপোটিজম বিতর্কেও জড়ান তিনি, এবার বিগ বসের ঘরে তার মারাঠি ভাষা নিয়ে অনীহা প্রকাশের পর শিবসেনার রোষের মুখে তারকাপুত্র জান। বিগ বসের প্রতিযোগি নিকি যখন তাঁর সঙ্গে মারাঠিতে কথা বলে তখন জান বলে ‘মরাঠিসে মুঝে চীড় আতি হ্যায়’ এবং নিকিকে মারাঠিতে তার সাথে কথা বলতে নিষেধ করে দেন। তবে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি । 


জানের ওই মন্তব্যের পর উদ্ধব ঠাকরে সরকার জানের তীব্র বিরোধিতা করেছেন।শিবসেনার সচিব আদেশ বান্দেকর বলেছেন বিগ বস কর্তৃপক্ষ এবং জান কুমার শানুকে মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের জনগণের কাছে দ্রুত ক্ষমা না চাইলে তাকে শো থেকে বার করে দেওয়ার হুমকি দেয় । মহারাষ্ট্রে শ্যুট করা হচ্ছে এই শো’, যেখানে প্রধান টিঅআরপি জোগাড় করা হচ্ছে মহারাষ্ট্র থেকেই সেখানে প্রতিযোগিরা মরাঠি ভাষার অপমান করলে তা কখনোই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রতাপ সারনায়েক।


শুধু শিববসেনাই নয়, রাজ ঠাকরের নবনির্মাণ সেনার চলচ্চিত্র বিষয়ক শাখার প্রধান অমেয় খোপকর টুইটারে হুমকি দিয়েছেন জান কুমার শানুকে। তিনি বলেছেন মারাঠি ভাষার অপমান করে কিভাবে জান মুম্বাইতে থাকে তা দেখে নেবেন তিনি। আর মুম্বাইতে যদিও বা থাকে তাহলে জান এর কেরিয়ার শেষ করে দেবেন বলে হুমকি দেন তিনি,এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে যদি কালার্স চ্যানেল কর্তৃপক্ষ এবং জান কুমার শানু ক্ষমা না চান তাহলে এমএনএস বন্ধ করে দেবে বিগ বসের শ্যুটিং । মরাঠি ভাষী দর্শক থেকে একাধিক তারকা বিগ বসে জানের এমন কথা শুনে জানের বিরুদ্ধে সরব হন সোশ্যাল মিডিয়ায়।

যদিও এই বিতর্কের পর জান কুমার শানু তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং কালার্স চ্যানেল কর্তৃপকক্ষের তরফেও ক্ষমা চাওয়া হয়েছে।


Recent Posts

link to বিশ্ব শ্রবণ দিবসের ইতিহাস, তাৎপর্য ও বার্তা, World Hearing Day Quotes in Bengali 

বিশ্ব শ্রবণ দিবসের ইতিহাস, তাৎপর্য ও বার্তা, World Hearing Day Quotes in Bengali 

বিশ্ব শ্রবণ দিবস (World Hearing Day) প্রতি বছর ৩ মার্চ পালন করা হয়। এই দিবসের মূল...