বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে দীপিকা পাডুকোনকে কটাক্ষ করে কি বললেন কঙ্গনা রানাওত, জেনে নিন


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে দীপিকা পাডুকোনকে পরোক্ষ ভাবে আক্রমণ করলেন কঙ্গনা রানাওত। কঙ্গনা এবং দীপিকার মধ্যে বেশ কিছুদিন পর পরই ঠান্ডা লড়াই দেখা যায়, তবে এবার দীপিকার ডিপ্রেশন নিয়ে তাকে আরও একবার কটাক্ষ করলেন কঙ্গনা। শনিবারও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি সকলকে Judgementall Hai kya ছবিটি দেখতে বলেছেন।পাশাপাশি এদিন তিনি সরাসরি দীপিকার নাম না নিয়ে বলেন ইন্ডাস্ট্রিতে যাঁরা ডিপ্রেশনের দোকান চালায় তাঁরা বিভিন্ন ভাবে এই ছবির মুক্তিকে আটকাতে চেয়েছিল।

Pin it

 শনিবার ট্যুইটে কঙ্গনা রানাওত বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সতেচন করতে তাদের তৈরী ছবি কিছু মানুষ যারা ডিপ্রেশনের দোকান চালায় তারা আদালত পর্যন্ত টেনে নিয়ে গেছিল। মুক্তির কিছুদিন আগে তাই সেই ছবির নাম ‘ Mental hai kya থেকে পরিবর্তন করে Judgementall hai kya রাখতে হয়। যার জন্য মার্কেটিং এ অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল ছবিটি। তবে ছবিটি খুব ভালো, আজ অন্তত একবার এই ছবিটি দেখার আবেদন রাখেন অভিনেত্রী কঙ্গনা।  


২০১৯ সালের ১৭ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা ও রাজকুমার অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবির পোস্টারে রাজকুমার রাও এবং কঙ্গনা রানাওত দুজনের জিভের ডগায় একটি ব্লেড ব্যালান্স করে রাখতে দেখা যায়। সেই পোস্টার ঘিরে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর তীব্র বিরোধিতা করেন। ফলে নাম বদলাতে বাধ্য হন নির্মাতারা।

Pin it


কঙ্গনা রানাউত প্রায় সময়ই নিজের বক্তব্য তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় ।অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে  কঙ্গনা রানাউত বলিউডে নেপোটিজম, মাদক কান্ড নিয়ে একাধিক বার একাধিক তারকা কে  টার্গেট করেছেন। এবার আরও একবার তিনি দীপিকাকে আক্রমণ করলেন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে, এর প্রতিক্রিয়ায় কি বলেন বলিউডের পদ্মাবতী সেই দেখার। 


Recent Posts