মানুষ সমাজবদ্ধ জীব ।খুব স্বাভাবিকভাবেই সে তার প্রিয়জনকে আশেপাশে নিয়েই সর্বদা জীবন যাপন করতে চায় ; তা সে তার বাবা মা হোক; আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব বা তার ভালোবাসার বিশেষ মানুষটি ই হোক না কেন …আপনজনকে সাথে নিয়েই সে একসাথে চলতে চায়… কিন্তু যখন প্রিয়জনদের মধ্যে কেউ বিদায় নেয় বা হারিয়ে যায় তখন এক গভীর বেদনা তার মনকে ঘিরে ধরে ;অব্যক্ত যন্ত্রণা জেগে ওঠে আর সেই প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার জন্য বার বার তার মন ব্যাকুল হয়ে ওঠে। সেরকমই কিছু প্রিয় মানুষকে মিস করার উক্তি নিয়ে সাজানো হয়েছে নিচের পরিচ্ছেদ

প্রেমিক / প্রেমিকা কে মিস করার স্ট্যাটাস, Caption missing your loved ones in bengali
- অন্তবিহীন..কাটে না তোমায় ছাড়া বিরহের দিন, তুমি না এলে ;ভালো না বাসলে,এ জীবন সুর হীন ,তালহীন, কালহীন শূন্য লাগে সারাটা দিন !!!
- তুমি কথা দিয়েছিলে থাকবে চিরকাল… কিন্তু আজ সবকিছু ফাঁকা ফাঁকা লাগে তোমায় ছাড়া; কী ভুল করেছিলাম বলো??? কেনআমায় ছেড়ে গেলে চলে?? আজ ও তোমার কথা মনে পড়ে , তোমায় খুব মিস করি সারাটা দিন ধরে!!!
- এক সাথে গেয়েছিলাম ভালোবাসার কত গান, এক সাথে চলেছিলাম ধরে হাতে হাত ,করেছিলাম শপথ আমরা থাকব চিরকাল, একসাথে; আজ কেন তুমি সে হাত ছেড়ে দিলে মাঝপথে??
- তোমায় মিস করি প্রতিনিয়ত …তাই তোমার পথ চেয়েই এখনো আছি বসে!!! তোমায় যায়নি ভোলা আজও ,স্মৃতির অগোচরে তুমি রয়ে গেছ ,আর থাকবে চিরকাল , তোমায় মিস্ করি পাগলের মতো তোমারো কি মনে পড়ে আমায় একবার ?
- নিরালায় বসে একলা, পড়েছে মনে তোমায়, তুমি কি ভাবো আমার কথা? আমার জন্য তোমারো কি কান্না পায় ?? আমি পথ চেয়ে আছি তোমার অপেক্ষায় ; আর থাকব চিরদিন।তোমার কথা তাই মনে করি ,আর মিস করি প্রতিদিন!!!
- বিদায় যখন নেওয়ার ই ছিল ,তবে ভালোবেসেছিলে কেন?? দুঃখ যদি দেওয়ার ই ছিলতবে প্রতিশ্রুতি দিয়েছিলে কেন ?
- আমি আজও আছি পথ চেয়ে শুধু তোমার অপেক্ষায়…তুমি আসবে; ঠিক আসবে এই প্রত্যাশায়!
- তোমায় ছাড়া আমার জীবন দ্বিখণ্ডিত তোমায় মিস করি আমি প্রচণ্ড !!!
- তোমায় ছাড়া লাগছে না মন, চলে এসো আমার কাছে এখন, তোমায় নিয়ে স্বপ্ন দেখি, হাজার রঙের ছবি আঁকি,
- তুমি আমার জীবনে,তুমি আমার আসা ; যেখানেই আছো চলে এসো তুমি, মিস করি তোমার ভালোবাসা!!!
- মুহূর্তেরা চায় তোমাকে ছুঁতে ,করতে তোমায় অনুভব ,তোমার স্পর্শে চাই যেতে ডুবে, ভালোবাসার অতল সাগরে।
- কবে আসবে তুমি …কবে বাসবে ভালো সেই দিনগুলো, আজ ও মিস করি অসম্ভব!!
- ওরে আমার প্রিয় ভাই, আজ কত বড় হয়ে গেছিস তুই ,তোর দিদির কাছে এখনো সেই.. ছোট্টটিই আছিস…ছোটবেলায়র খুনসুটি আজও মনে পড়ে ; এই আড়ি তো এই ভাব, স্মৃতি হয়ে ঝরে পড়ে।আজ হয়তো ব্যস্ত তুই নিজের অনেক কাজে; তোর দিদি আজও মিস করে তোকে শত কাজের মাঝে।
- মাতৃ প্রতিম দিদি আমার, তুই ছিলি আমার সব আজ দূরে গিয়ে ভুলেই গেলি, ছোট ভাইকে একদম ??আমি কিন্তু ভুলেনি আজও, তোর স্নেহ আর ভালোবাসা , মিস করি তোকে কতটা আমি, তাই হারিয়ে ফেলেছি ভাষা॥

দিগন্ত নিয়ে উক্তি, Quotes on horizon in Bengali language
মিস করার শায়েরি ও কবিতা, Poems and Shayeri on missing someone
- বৃষ্টি পড়ছে টিপটিপ করে অঝোরে আজ,সারাটা দিন ধরে বিষাদমগ্ন ভাবনায় কাটে না আমার দিন রাত …
- তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমাকে আমি মিস করি প্রতিক্ষণ সব সময়।
- আজ তুমি নেই আমার সাথে তোমার কথা ভেবে আমার অশ্রুসিক্ত নয়ন বারবার ডাকে তোমায় ইশারায়…
- তুমি এখন অন্য কারোর প্রিয়া, ভেঙে দিয়ে আমার হিয়াচলে গেছ বহুদূরে ।তবুও আজ মনে পড়ে শুধু তোমাকেই …তুমিই যে আমার ভালোবাসা …তাই তোমায় মিস্ করি আজও ।।
- একা একা সর্বদা পথ চেয়ে থাকি, মনে মনে আমি শুধু তারই ছবি আঁকি।কাব্যগীতি কিছুই লাগে না ভালো,শুধু তাকেই মনে পড়ে প্রতি ক্ষণ; প্রতিনিয়ত!মন শুধু তাকেই মিস করে!!
- আজ আমি বড় একা…যেদিন ছিলে তুমি আমার কাছে, ভাবতাম না …কি আমার আছে না আছে , তোমার ওই আঁখি দুটি সাথি করে , বৈশাখী ফাগুনের পেতাম দেখা!
- আজ আমি বড় একা..সেদিন শোনাতো গান বাদল বাতাস, ঘন নীল মনে হতো মেঘলা আকাশ, সেই ভালোলাগা ভরা সুখের স্মৃতি, এখনো তেমনি আছে হৃদয়ে লেখা। আজ আমি বড় একা…..
- তুমি তো ভালোই আছ আমাকে ভুলে, সহজেই তুমি শপথের মালাখানি ফেলেছো খুলে…আমি বারেবারে ভাবছি ভুলে যাব তোমায় , তবু দেখি ভাবনার খাতাতে তোমার ও মুখখানি রয়েছে আঁকাআজ আমি বড় একা……
- *তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা।তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে,ঝরে গেছে পাতা।~~I miss you so much!!
- কারা যেন কানেকানে বলে গেল তুমি আজ আর আসবেনা,মেঘেদের কোলে সাগরের তীরে খুঁজোনা তাকে পাবেনা।অবুঝ এ মন, তবু তোমায়,খুঁজে বেড়ায়, এলোমেলো চোখে।
- বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই, সে কি রয়ে গেল গো সিক্ত যূথীর গন্ধবেদনে, মনে।মনে কী দ্বিধা রেখে গেলে চলে…
- আজো আছে সেই সে বরষা, মনে শুধু নেই সে ভরসা , কোথায় সে স্বপ্ন, খুঁজে বলো পাই, কথা দিয়ে, রাখলেনা কি হলো।তুমি এলেনা .. কেনো এলেনা।
- আজ তুমি কতদূরে, মুছে গেছ মরণে নেই কাছে তবু আছো,ব্যথা ভরা স্মরণে ,ফিরে চলে যায় যে সময় হায় একবার, তার যাওয়া আছে আশা নেই,তুমি নেই, ভালোবাসা নেই।
- সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে,ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।।
- আজো আসিলে না হায়,মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়,তোমায়ে খুঁজে না পায়।
- ভিজে যাওয়া বরষার হাওয়া ,কেন নিয়ে এলো বেদনার খেয়া,মেঘলা মনের কিনারায়, হায়.. নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়।
- তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে,একলা বসে নিরালায়।
- রাত আসে রাত চলে যায় দূরে ,সেই স্মৃতি ভুলতে কি আজ পারি,পুরানো দিন আছে মন জুড়ে ভালোবাসা হয়েছে ভিখারী।ধূপকাঠি মন জ্বলে একা একা তাই ,সেই তুমি নেই তুমি নেই সাথে।
- কেন তুমি বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে ,আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায় ।”
- ~~~~ আমি তোমাকে আজও ভালোবাসি.. যেখানেই থাকো ফিরে এসো ..আমি তোমাকে পাগলের মতো মিস করছি ।
- আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মা নেই চোখের সামনে তাই মা কে মনে পড়ে।
- তোমার জায়গা হবে না কখনো পূর্ণ, সারাদিন থাকি তাই বিষণ্ন ,তোমায় ছাড়া।
- যদি পারতাম তোমায় আনতে ফিরিয়ে,তাহলে হতাম না এভাবে সর্বহারা।তোমার ভীষণভাবে মিস করি মা ; বোঝাতে পারব না কতটা ।
- চোখের জলে ভাসিয়ে চলে গেছো তুমি মা ,ওপার থেকে চলে এসো ,তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না …

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস, Wishes on married life in Bengali language
ছোটবেলাকে মিস করার দু চার কথা, Missing your childhood days
- ছেলেবেলার স্মৃতি বড়ই মধুর; জানি ফিরে আসবে না কখনো; তাও বারবারই মনে হয় কে যেন আমায় ডাকে… দিয়ে হাতছানি …ছেলেবেলার সেই পুরনো বন্ধুরা… সেই সুমধুর স্মৃতিমাখা মুহূর্তেরা…. মিস করি সেই দিনগুলো ,সেই আড্ডা ,সেই সাবলীল মজা রসিকতা।
- ছোট সে ছেলেবেলা কত রঙিন ছিল; ছিল অবিরাম হাসি আর খেলা ; এখন হয়ে গেছে সবই যান্ত্রিক …তাই মনের মণিকোঠায় থেকে গেছে সেই মধুর স্মৃতি , অমলিন শৈশব যার কোন বিকল্প হয় না। ছোটবেলাকে আমি চিরকালই মিস করব…. যদিও জানি কখনো আর তা ফিরে পাব না।
- জীবনকে একটু পিছিয়ে রেখেছোটবেলা তুই আয় ফিরে আয়!!তোকে মিস করি যে কতটা আমি বোঝানো কঠিন….তুই ছিলিস অমূল্য … খাঁটি সোনার চেয়েও অনেক দামী ….
- অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন, Awesome Facebook comment captions in Bengali
- বাইশে শ্রাবণ- স্মৃতিচারণা ও রবীন্দ্রনাথের উক্তি, Baishe Shravan,Tagore quotes in Bangla
- কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, সংক্ষিপ্ত জীবনী, বাণী, কবিতা, Death anniversary of Kazi Nazrul Islam in Bangla
- বন্ধুকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন, Friend status caption in Bengali
- শেষ বিকেলের সূর্য নিয়ে ক্যাপশন, Caption about the late afternoon sun in Bangla

প্রিয়জন অথবা আপনজনকে মিস করা নিয়ে উপরে উক্ত অনুভূতিগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকটি মানুষের নিজের আপনজনকে মিস করার কষ্ট ,তাদের অব্যক্ত মনের কথা যতটা সম্ভব ব্যক্ত করার চেষ্টা করা হয়েছে যাতে কিছুটা হলেও মনের বোঝাকে হালকা করা যায় ।