পৃথিবী ও আকাশের সীমারেখাটিকে আমরা দিগন্ত বলে থাকি । দিগন্তের সৌন্দর্য বর্ণনা করে বহু কবি ও সাহিত্যিক আপন ভঙ্গিমা ও ছন্দের জাদুতে সুন্দর কাব্য লিখে গেছেন । সে রকমই কিছু কাব্য ও দিগন্ত নিয়ে উক্তিসসমূহ বিবৃত করা হল আজকের এই প্রতিবেদনটিকে।
দিগন্ত নিয়ে কবিতা, Digonto nie kobita
- ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে মেলে,
অসীমের নেশা তার ডানায় ডানায়,
আকাশের নীল চিরে তবু আসবে ফিরে
একবার যদি কেউ চোখ তুলে চায়… - ঐ দূর দিগন্ত পারে
যেথা আকাশ মাটিতে কানাকানি
তোমার আমার শুধু, তেমনি করেই জানাজানি
আকাশ অনেক রঙের রাঙানো
মাটিতে ফুলের মেলা সাজানো
তাই তো এমন করে
রূপে আর রসে আজ ভরে আছে
ভরে আছে ভূবন খানি
তোমার আমার শুধু, তেমনি করেই জানাজানি
ঐ দূর দিগন্ত পারে - শেষ বিকেলের পড়ন্ত রোদ পিঠে নিয়ে
দিন আর সাঝেঁর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
দিগন্ত রেখা ছুঁতে একা একা হেঁটে চলা পড়ন্তকাল
পড়ন্ত বিকেলের সূর্যের আলপিন আলাপ রবে অনন্তকাল - নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল॥
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা ॥
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল॥
নীলদিগন্তে মোর বেদনখানি লাগল,
অনেক কালের মনের কথা জাগল।
এল আমার হারিয়ে-যাওয়া কোন্ ফাগুনের পাগল হাওয়া।
বুঝিএই ফাগুনে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥ - দুরের দিগন্তে … প্রশ্ন হাজার ,
মাটিতে পাতাই… পড়লো রাজার ।
দুরের দিগন্তে … যুদ্ধ হাজার ,
মাটিতে পা তাই… পড়লো রাজার ।
পড়তে , লড়তে , মরতে ,
ভয় না পাওয়া ,
খুব দুরন্ত একটা কোন হাওয়া ।
খুঁড়বে , খুঁজবে সরজমিন এ সবিই
সেই টানেতে অভিযানে যাওয়া । - মেঘে ঢাকা আঁধার রাতে
কোথায় মিশে গেল দিগন্ত আর সমুদ্র?
এলোমেলো ঢেউ গুলো সাগরে বুকে
আল্পনা এঁকে দিয়ে নিরবে ডুবে যায় - ভাষা নাই ভাষা নাই;
চেয়ে দূর দিগন্তের পানে
মৌন মোর মেলিয়াছি পাণ্ডুনীল মধ্যাহ্ন-আকাশে॥ - আমি হেঁটেছি অনেক পথ
আমি চেয়েছি আরও চলতে
আমি ভুলেছি সকল ব্যথা
আমি চেয়েছি অনেক কথা বলতে - আমি সুখ পাখি খুঁজতে চাই
সব কষ্টের অন্তে
আমি করব তাঁর সাথে দেখা
ঐ দূর দিগন্তে।
যেখানে আকাশ গিয়েছে পৃথিবীর সাথে
মিশে,
মোরা সেইখানে হব এক দুজনে একসাথে
এসে। - এসেছিলে তুমি ভালবাসার দিগন্ত হয়ে
শরতের তুলতুলে সাদা মেঘের স্নিগ্ধতায়,
তোমার বুকে ছুঁয়ে নিলে আমার হৃদয়। - কাশফুলের শুভ্রতায়…
হয়ে গেলাম দিগন্তের নীল নীলিমা।
নীলাম্বরী শুন্য আঁচল ভরিয়ে দিলে
একটি একটি শিউলি কুড়িয়ে,
সৌরভে আমি হয়ে উঠলাম চঞ্চলা ললনা। - আকাশ আমায় ডাকে
মন ছুটি চায়,
ময়ূরপঙ্খী মেঘ ঐ দিগন্তে যায় ভেসে। - হায়, এ ধরায় কত অনন্ত
বরষে বরষে শীত বসন্ত
পুলকে দুখে ভরি দিক্ দিগন্ত
হাসিয়া গিয়াছে ভাসি। - ইচ্ছে রঙের ক্যানভাসে জানালার ওপাশের ছবি
নীল দিগন্তে আকাশ, পালিয়ে যেতে চায় মন - আমি বহুদূর গিয়েছি একা
তবুও পাইনি যে তার দেখা
অবশেষে আমি হয়েছি সর্বোশান্ত
তাই আজ ডাকছে আমায় নীল দিগন্ত
আমি পাড়ি দেব ঐ আকাশের পানে
আমি জানি সে দেখবে আমায় কোনো এক তারার
টানে
হয়তো তখন হবে নয়ন অশ্রু সিক্ত তার নিজেরই অজান্তে
জানি সে সেদিন খুঁজবে আমায় সেই দূর দিগন্তে। - ইচ্ছে হয় আরেকটি বার
তোর হাতটা ধরব আবার
পাড়ি দিব অন্য পথে
ভালোবাসার মিলন রথে।
যেখানে পাব নতুন দিগন্ত। - একটি বার দেখিবো বলে তোমার ওই সোনালি বদন
আজো বসে থাকি চাহিয়া ওই দূর দিগন্তে,
স্মৃতির ঝরা পুষ্পে গাঁথিতে থাকি বিরহের মালা
বেদনার রক্তক্ষরণ এই মন প্রাঁণজুড়ে।।
শুধু একটি বার দেখিবো বলে,তোমার ওই রূপালী বদন
এই দেহ-মনে ওঠে ব্যাকুলতার সু-তীব্র আন্দোলন,
আমি ধ্বংস হতে থাকি,বিদ্ধস্ত হতে থাকি
বিষাদের মূর্তিরা রাখে করা পাহারায়।।
দিগন্ত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রাকৃতিক শোভা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
দিগন্ত নিয়ে ক্যাপশন, Good lines about horizon in Bangla
- সেই কবে থেকে আমি
যার আশায়, যার নেশায়
কত উত্থান পতনের বন্ধুর পথ পাড়ি দিয়ে
দিগন্ত জয় করেছি,
আজ সেই বলেছে
আমি নাকি তার বাগিচার
অজানা অচেনা আগাছার ফুল ছিলাম।
তবে ভেবো না আমি ভুল করে দিগন্ত পাড়ি দিয়েছি,
আমি ভালোবেসেছি অসীমতাকে
দূরের ঐ দিগন্তকে……
তাই আজ ফেরারি হয়ে
আবারো দিগন্তের পথে হাটছি । - সে ক্ষুদ্র কুটির আর ভাঙাচোরা পথ,
দিগন্তের পদতলে বিশাল প্রান্তর
… যৌবনময় হৃদয়ে যাহার
.. তৃণফুল শুকায় নিভৃতে
ছবি দেখে কল্পনার স্বপ্নের মতন
তা হইলে মধুময় কবিতার মতো
কেমন আরামে যেত জীবন কাটিয়া - দিগন্তের আকাশ…
ক্ষণে ক্ষণে অকারণে বিজলী চমকাতো
আমার আঁচলের ফুলগুলো শুভ্রতা হারাতো।
তবুও কিন্তু আঁচল ভরাই ছিলো।
একদিন…
ঈশান কোনে ভয়ংকর বজ্রপাত এলো
অগ্নিশিখায় আমার আঁচল ঝলসে গেলো। - এমন হৃদয়হীন উপেক্ষার মাঝে
একজন ছিল মোর প্রেমের প্রতিমা,
অমিয়া, সে বালিকারে কত ভালোবাসি।
দিগন্তের দূর প্রান্তে ঘুমন্ত চন্দ্রমা,
ধবল জলদ জালে, আধো আধো ঢাকা–
বালিকা তেমনি আহা মধুর কোমল।
সেই বালা দয়া করি হৃদয় আমার
রেখেছিল জুড়াইয়া স্নেহের ছায়ায়। - দিগন্ত হল সেই রেখা যা অসীমতাকে সংজ্ঞায়িত করে এবং এমন একটি শব্দ যা আপনার জ্ঞানের সীমা নির্ধারণ করে।
- আপনার চূড়ান্ত ভাগ্যের দিগন্তকে প্রসারিত করতে আপনাকে ভয়, সন্দেহের সীমানা অতিক্রম করতে হবে ও তার সাথে নেতিবাচকতা।
- আপনার মহিমা আপনার দিগন্ত দ্বারা পরিমাপ করা হয়।
- আশার রাস্তায় একটি দিগন্ত , পরবর্তী দিগন্তের জন্য একটি সূচনা বিন্দু ছাড়া আর কিছুই নয়।
- দিগন্ত আপনার কাছে আসবে না; আপনাকে দিগন্তের দিকে যেতে হবে!
দিগন্ত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রকৃতি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
দিগন্ত নিয়ে স্ট্যাটাস, Lines and thoughts about horizon
- যখন আশা আমাকে এড়িয়ে গেছে এবং আমি যে ব্যথার মধ্যে বসে আছি তা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আমি, আমি মনে করি যে এটি একটি দিগন্ত দুটি দিক ছাড়া আর কিছুই নয়; যাকে আমি দেখতে পারি এবং যাকে আমি দেখতে পারি না।
- অনেকের দিগন্ত হল শূন্য ব্যাসার্ধের একটি বৃত্ত। তারা এটাকে তাদের দৃষ্টিভঙ্গি বলে।
- একটি সুযোগ নেওয়া ও তার সদ্ব্যবহার করা আমাদের নতুন দিগন্ত খোঁজার অনুমতি দেয় এবং আমরা সকলেই দিগন্ত শিকারী হয়ে উপকৃত হই।
- সীমানা নয়। দূর দিগন্তেই মিলবে স্বাধীনতা।
- একটি স্বপ্ন হল একটি নতুন সম্ভাবনার বাহক, বর্ধিত দিগন্ত এবং এক মহান আশা
- সৃজনশীল লোকেদের সাথে থাকলে এক সত্যিকারের নতুন দিগন্ত উন্মোচিত হয়৷”
- আমরা সবাই একই আকাশের নিচে বাস করি, কিন্তু আমাদের সবার দিগন্ত ভিন্ন।
- দিগন্তের দিকে তাকান, আপনার ডানা ছড়িয়ে দিন এবং উড়ে যান।
- নেতারা শুধু দিগন্তে চোখ রাখে, নিচের দিকে নয়।
- জীবনের আনন্দ আসে নতুন অভিজ্ঞতার সাথে আমাদের মুখোমুখি হওয়ার আসে, তাই প্রতিটি দিন একটি নতুন এবং ভিন্ন সূর্য পাওয়ার জন্য একটি অবিরাম পরিবর্তনশীল দিগন্তের চেয়ে বড় আনন্দ প্রাপ্তি আর কিছু নেই।
- একজন সত্যিকারের যোদ্ধা কখনো মাথার নিচু করতে পারে না। তাঁর চোখ থাকে দিগন্তের দিকে
- আমি সবসময়ই বিশ্বাস রেখেছি, দিগন্তের ওপারে একটি ভালো পৃথিবী আছে।
- পূর্ব দিগন্তে লাল রবি ওঠে
ভোরের আলো ফোটে
বনে বনে পাখি ডাকে - শিক্ষা আমাদের দিগন্তকে প্রসারিত করে।
- আমি দীপ্তিমান সূর্য, দিগন্তে হারাবো। পৃথিবীর বুকে তবু চিহ্ন এঁকে যাবো।
- চলেছি সবাই দূরের দিগন্তের দিকে , অপার কোন এক শান্তির খোঁজে।
- সেই দিগন্ত বিস্তৃত পথে; কখনো যদি হয় তোমার সাথে দেখা তখন কী বলবে তুমি আমায়?.. এখনো ভালোবাসি তোমায়!!
- সুদূর দিগন্তে যখন লাল রবির শেষ আলো লেগেছিল তখন তুমি এসেছিলে , আর আমি সেদিন তোমায় জেনেছিলাম শুধুমাত্র অনুভবে;
সেই ভালোবাসার সাক্ষী শুধু আমি আর সেই প্রসারিত দিগন্ত রেখা। - পরাজিত হতে পারি পলাতক নই
হতাশা কে ছেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই
আকাশে ঘনায় মেঘ আকাশেই রোদ্দুর ,
সামনে তাকিয়ে দেখো চোখ যাই যতদূর
কোনোখানে আছে ঠিক নতুন দিগন্ত ,
মুমূর্ষু দিনকাল হবেই জীবন্ত
ভাঙতে তো এক পল গড়তে সময় চাই,
সেই আশা বুকে নিয়ে লড়ে যায় সব্বাই।
- রামদেবের অমূল্য বাণী ও অনুপ্রেরণামূলক উক্তি, Inspirational quotes of Baba Ramdev in Bengali
- শ্রী শ্রী পরমহংস যোগানন্দ এবং তার অনুপ্রেরণামূলক উক্তি, Sri Sri Paramahamsa Yogananda and his inspirational quotes in Bangla
- শ্রী শ্রী রবি শংকরের অনুপ্রেরণামূলক বাণী এবং উক্তি, Shri Shri Ravishankar motivational quotes and teachings in Bangla
- নাগপঞ্চমী কি? নাগ পঞ্চমী পালনের পটভূমি, ইতিহাস, আচার-আচরণ ও গুরুত্ব | Details on Naga Panchami in Bengali
- দয়ানন্দ সরস্বতীর জীবন ও বিখ্যাত উক্তি, Life and famous quotes of Dayanand Saraswati in Bengali
পরিশেষে, Conclusion
দিগন্ত সম্পর্কিত আমাদরা আজকের এই প্রতিবেদনটি আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে । যদি আমাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তা নিজের বন্ধু, পরিজন ও সোশ্যাল প্রোফাইলে শেয়ার করে নিতে ভুলবেন না