কেষ্টপুর প্রফুল্লকানন ক্লাবে দুর্গাপুজোর থিমে সোনু সুদ,ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ভিডিও পোস্ট করলেন অভিনেতা




বাংলার প্রতি তার অগাধ ভালোবাসা, তেমনই বাংলার মানুষও তাকে ভীষণ ভালোবাসেন, তিনি পরিযায়ী শ্রমিকদের কাছে ভগবান দূত,  করোনা অতিমারিতে চারিদিকে যখন মানুষের হাহাকার, অর্থনৈতিক সংকট সেই সময় তিনি অসহায় মানুষদের সাহায্য করেছেন। সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কে?  হ্যাঁ তিনি সোনু সুদ। এবছর দুর্গাপুজোর সঙ্গেও জড়িয়ে পড়ে উচ্ছ্বসিত তিনি।


কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজো উদ্যোক্তাদের এবছরের থিম আঁধার থেকে আলোর সন্ধানে। যেখানে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে, আবার আঁধার পেরিয়ে আলোর সন্ধানই দিয়েছেন অভিনেতা  সোনু সুদ। দেশজুড়ে লকডাউনে অসংখ্য পরিযায়ী শ্রমিক মাইলের পর মাইল হেঁটে ফিরেছেন বাড়ি।  তাদের পাশে ঈশ্বরের দূত হয়ে এসেছিলেন সোনু সুদের।যিনি ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বাস, গাড়ি ,বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন, অনেক পড়ুয়াকে সাহায্য করেছেন।বর্তমানেও তিনি প্রতিনিয়ত মানুষকে সাহায্য করে চলেছেন।


মহান এই অভিনেতাকে সম্মান জানিয়ে পুজোর থিমে অভিনেতাকে রেখেছেন প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ ,তাদের পুজোর থিমে নিজেকে দেখে আনন্দিত  সোনু সুদ একটি ভিডিও পোস্ট করে প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন ।

সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন  ভীষণ আনন্দিত তিনি,  শিল্পীকে  ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন কলকাতা আসলে মিষ্টি দই আর রসগোল্লা খাবেন সাথে এই ক্লাবে এসেও  ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাবেন।  অভিনেতার এই শুভেচ্ছাবার্তার ভিডিও দেখে উচ্ছ্বসিত কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ। আয়োজকরা আশাবাদী করোনা চলে গেলে অভিনেতা তাঁদের ক্লাবে নিশ্চয়ই আসবেন।

Recent Posts