সংকটের মধ্যেও স্বস্তির খবর, অক্টোবরেই কমতে পারে গ্যাসের দাম



করোনা সংক্রমণে বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যুর পাশাপাশি অর্থনৈতিক অবস্থারও অবনতি হয়েছে বহু দেশে, এদেশেও বিপুল পরিমানে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। একাধিক অফিসে কর্মী ছাঁটাই থেকে বেতন কম দেওয়া, বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধিতে বিভিন্ন সমস্যায় মধ্যবিত্তদের সংকটে পড়তে হয়েছে। তবে সংকটের মধ্যেও স্বস্তির খবর মধ্যবিত্তদের জন্য।

প্রাকৃতিক গ্যাসের দাম অনেক কমতে পারে বলে মনে করা হচ্ছে।
অক্টোবর মাস থেকে দেশে কমতে পারে CNG, LPG ও PNG গ্যাসের দাম।
সূত্র থেকে জানা গেছে, আগামী অক্টোবর মাসে রান্নার গ্যাসের দাম কমতে পারে ২০ শতাংশ, ব্রিটিশ থার্মাল ইউনিটের তরফে করা হিসাব অনুযায়ী দাম কমতে পারে দু-মিলিয়ন।

প্রাকৃতিক গ্যাসের দাম অল্প নয় বেশ অনেকটা কমতে পারে,এক দশকে সর্বনিম্ন স্তরে পৌঁছতে পারে স্বাভাবিকভাবেই সেই কারণেই কমবে এলপিজি গ্যাসের দামও।

বিগত কয়েকমাসে বিশ্বের বহু দেশেই গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমেছে।
সেই পথেই এবার ভারতেও কমতে পারে গ্যাসের দাম। ভারতে প্রতিবছর দু বার গ্যাসের দামের পর্যালোচনা করা হয়। ১ লা এপ্রিলে প্রথমবার এবং ১ লা অক্টোবরে দ্বিতীয়বার।
আগামী মাসে অর্থাৎ অক্টোবরে গ্যাসের দাম নিয়ে পর্যালোচনা হবে, সেই পর্যালোচনাতেই গ্যাসের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২০ সালের ১ লা অক্টোবর প্রাকৃতিক গ্যাসের দাম যদি সত্যি কমে যায় তাহলে বাজারে তার প্রভাব পড়বে।

তৈল উৎপাদনকারী সংস্থাগুলির ব্যবসায় পড়বে মন্দার প্রভাব।
লাভের পরিমান কমতে পারে Oil and Natural Gas Corporation (ONGC)‌ ,
বর্তমানেই আর্থিক সংকটের মধ্যে থাকা Oil and Natural Gas Corporation (ONGC)‌
বিপুল পরিমানে আর্থিক সম্মুখীন হতে পারে।

Recent Posts