মিথ্যাবাদী রাখাল ও বাঘ – ঈশপ এর গল্প | There Comes The Tiger Story in Bengali


Tiger and the Shepard story in Bengali, is also known as Rakhal o Bagher golpo. It’s a very nice story about being honest always.

Read the story below,

মিথ্যাবাদী রাখাল ও বাঘ

এক রাখাল বালক মাঠে গরু চড়াতো। ভীষন দুষ্টু ছিলো সে। একদিন মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো তার। ‘বাঁচাও বাঁচাও আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে’- চিৎকার করতে লাগলো সে। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব লাঠি-সোটা নিয়ে হাজির। কিন্তু কই বাঘ? সবাই বুঝলো রাখাল মজা করার জন্য এ কাজ করেছে। সবাই যে যার কাজে ফিরে গেলো।

রাখাল কিন্তু খুব মজা পেয়ে গেলো। কয়েকদিন পরে আবার সে একই কাজ করলো। লোকজন ছুটে এসে দেখলো বাঘ নেই। এরকম কয়েকবার হলো।

একদিন সত্যি সত্যি বাঘ আক্রমন করলো। রাখাল প্রান ভয়ে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। কিন্তু সেদিন কেও এগিয়ে আসলো না। সবাই ভাবলো রাখাল আবারো মজা করছে। বাঘ রাখালের ঘাড় মটকে খেয়ে ফেললো।

উপদেশঃ মিথ্যাচার করলে প্রতিফল পেতে হয়।

Source of English story

The Lying Shepherd and the Tiger Animation Video in Bengali

Next Story
শহরের ইঁদুর ও গ্রামের ইঁদুর – ঈশপ এর গল্প | The Town Mouse and the Country Mouse in Bengali

Previous Story
শেয়াল ও টক আঙুর – ঈশপ এর গল্প | The Fox and the Grapes Story in Bengali

Recent Posts