সোমবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ডোমজুড়ে। আগুনের দাবদাহে পুড়ে শেষ হয়ে গেছে ৬ টি কারখানা। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ভাসকুর বেলতলা এলাকায়, যেখানে সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে ৬ টি কারখানা। প্রথমে ভোরে একটি কারখানায় আগুন লেগেছিল তবে চোখের নিমেষে পাশাপাশি আরও ৫ টি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, প্রায় দেড় ঘন্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। অনুমান করা হচ্ছে কারখানা গুলিতে অনেক দাহ্য পদার্থ মজুত রাখা ছিল সেই কারণেই আগুন লাগার সাথে সাথে ৬ টি কারখানার একবারে শেষ হয়ে যায়, কারখানায় মজুত থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। যে কটি কারখানায় আগুন লেগেছে তার কোনোটায় পাইপ, কোনোটায় চানাচুর, আবার কোনোটায় প্লাস্টিকের জিনিস তো কোনোটায় জামাকাপড় তৈরি হত।
তবে প্রথমে আগুন লাগে পাইপ তৈরির কারখানায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই কারখানায় রবিবার রাতেও কাজ হয়েছে। ভোররাতে আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, সাথে সাথে এলাকাবাসী দমকলে খবর দেয়।সাড়ে পাঁচটা নাগাদ দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় ।সাড়ে সাতটা পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যায়।
শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করছেন দমকল কর্মীরা যদিও স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। হতাহতের কোনো খবর মেলেনি।কারখানার অগ্নি নির্বাপন যন্ত্র ঠিক ছিল কি না, বেঅাইনি ইলেকট্রিক তার যুক্ত ছিল কি না সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।