৪ অক্টোবর থেকে রবিবারেও চলবে মেট্রো পরিষেবা



দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর সম্প্রতি পুনরায় চালু হয়েছে মেট্রো পরিষেবা, তবে করোনা বিধি মেনে একসাথে অনেক যাত্রী যেতে পারছে না মেট্রোতে অথচ চাহিদা বাড়ছে প্রতিনিয়ত, তাই সোম থেকে শনিবার পর্যন্তই নয় এবার থেকে রবিবারেও চলবে কলকাতা মেট্রো।আগামী ৪ অক্টোবর থেকেই প্রতি রবিবার মেট্রো চলবে  সকাল দশটা দশ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত, সোমবারই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এমনটা জানানো হয়েছে।  


মেট্রো পরিষেবা পুনরায় শুরু হওয়ার পর থেকে নিউনরম্যালের নিয়ম-কানুন বজায় রাখতে মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে, মেট্রো রেকের সংখ্যাও বেড়েছে সোমবার থেকে। শেষ মেট্রোর সময় সীমাও বাড়ানো হয়েছে। এত দিন আপে ৫৫ টি এবং ডাউনে ৫৫ টি মিলিয়ে মোট ১১০টি মেট্রো চলত। সোমবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে আপে ৫৬ এবং ডাউনে ৫৬ টি অর্থাৎ মোট ১১৬টি মেট্রো চালানো হয়েছে ৷ 

আগে শেষ মেট্রো সন্ধে সাতটায় ছাড়ত যার সময় আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নোয়াপাড়া এবং কবি সুভাষ  দুই স্টেশন থেকেই সাড়ে সাতটার পর ছাড়বে শেষ মেট্রো। দু’প্রান্তের দুই স্টেশনে শেষ মেট্রো ঢুকবে রাত আটটার পর।গত ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় দীর্ঘ ৫ মাস অওর পুনরায় চালু হয়েছিল মেট্রো রেল পরিষেবা। কোভিড বিধি মেনে যাত্রীদের সফর অনেক সহজ হচ্ছে মেট্রোতে। 

নিত্যযাত্রীদের মেট্রো শুরু হওয়ায় অনেক সুরাহা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত নিয়ম মেনে চলছে মেট্রোয় যাতায়াত। তবে যাত্রীদের চাপ দিন দিন বাড়ছে। মূলত অফিস যাত্রীদের চাপেই  পরিষেবার সময়সীমা বাড়ানো হয়েছে।মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে প্রতিদিন মেট্রোর ই-পাসের আবেদন সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত দিক বিবেচনা করে মেট্রোর সংখ্যার পাশাপাশি সময়সীমা এবং রবিবারের পরিষেবা যুক্ত করা হয়েছে।

Recent Posts