Aeshops fables are very popular in Bengali culture. One of the story among those Bengali moral stories for kids is the story of the miser and his gold or Wealth of misery also known as Kriponer dhon ( কৃপনের ধন ) , kipte buro o sonar taal, kriponer sompod ishoper golpo, kripon o sonar mohor etc.
Read the story below,
কৃপনের ধন ( Kriponer Dhon )
এক কৃপন তার সমস্ত সোনার মোহর বাগানের এক গাছের নিচে মাটিতে গর্ত করে লুকিয়ে রেখে দিল।কিন্তু প্রত্যেকদিন সে ওইখানে এসে মাটি খুঁড়ে নিশ্চিত হতো যে সব কিছু ঠিকঠাক আছে
এক চোর সেটা খেয়াল করলো। তারপর একদিন চুপিচুপি মাটি খুঁড়ে সব সোনা নিয়ে পালিয়ে গেলো চোরটা। পরদিন সকালে কৃপন লোকটা গাছের নিচে এসে দেখে বিশাল গর্ত। কোন সোনা নেই! হায় হায় করে উঠলো লোকটা।
কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এলো। সব শুনে একজন বললো -‘তুমি কি কখনো এখান থেকে কিছু খরচ করেছো?’
‘না।’-বললো কৃপন লোকটা।
‘তাহলে আর কি? রোজ এসে এই গর্তটাই দেখো। এমনিতেই সোনাগুলো তোমার কোন কাজে লাগছিলো না।’
উপদেশঃ অব্যবহৃত সম্পদ অর্থহীন।
Wealth of Misery । কৃপণের ধন Bengali Video
Previous Story
সূর্য ও হাওয়া – ঈশপ এর গল্প | The Wind and The Sun Story in Bengali