ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছিল ‘আমরা কি চা খাব না, খাবো না আমরা খা’, তারপর থেকেই ভাইরাল চা কাকু, চা কাকুর নাম মৃদুল দেব, সোশ্যাল মিডিয়ায় জনতা কার্ফুর দিন উঠে আসে এক ভিডিও যেখানে মৃদুল দেবের ওই কথা সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়, মজার ছলে সে সময় ট্রেন্ডি ছিল এই কথা, তখন নেট দুনিয়ায় ভাইরাল ওই ভিডিও নিয়ে অনেকেই মজা করেছেন তবে পরবর্তীতে যখন চা কাকুর পরিচয় সামনে আসে তখন অনেকেই মজা করার জন্য অনুতপ্ত হয়েছেন। পেশায় দিনমজুর মৃদুলবাবুর কষ্টের কথা শুনে তাকে সাহায্য করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সোশ্যাল সাইটে ‘চা কাকু’ নামে পরিচিত মৃদুলবাবুর কথা জেনে তাকে প্রথম সাহায্য করেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। উৎসবের মরশুমে পুনরায় ‘চা কাকু’কে ডেকে তার সঙ্গে দেখা করলেন মিমি চক্রবর্তী।বৃহস্পতিবার পাটুলির অফিসে উপস্থিত ছিলেন সংসদ, এদিন মৃদুল দেবের সঙ্গে নিজের পাটুলির অফিসেই দেখা করেন মিমি চক্রবর্তী, বিজয়ার পর সকলের পরিচিত ‘চা কাকু’ সঙ্গে কথা বলে তাঁর হাতে বিজয়ার মিষ্টি দেন মিমি।
লকডাউনে খুবই অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছিলেন মৃদুল দেব, তার কষ্টের কথা শুনে চিন্তিত হয়ে পড়েন সাংসদ মিমি, লকডাউনের সময় মৃদুল বাবুর জন্য চাল, ডাল, এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন মিমি। শুধু লকডাউনেই নয় তার পর থেকে প্রায়সময়ই মৃদুল বাবুর খোঁজ খবর নেন এবং তাকে সাহায্য করেন সাংসদ। বৃহস্পতিবার মৃদুল দেবের সঙ্গে দেখা তার সমস্যার কথা শোনার পাশাপাশি বৃহস্পতিবার পাটুলির অফিসে একাধিক মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন মিমি চক্রবর্তীকে।