গুগল প্লে স্টোর থেকে নিখোঁজ পেটিএম , জেনে নিন বিস্তারিত কারণ



 

হঠাৎ করেই গুগল প্লে স্টোরে খুঁজে পাওয়া যাচ্ছে না  পেটিএম অ্যাপ। প্রাথমিক ভাবে অ্যাপটি তুলে নেওয়ায় চলছে গুঞ্জন। গুগল পে তে পেটিএম উপলব্ধ না হলেও পেটিএম ফর বিজনেস, পেটিএম মল এবং পেটিএম মানি এগুলো কিন্তু এখনও আছে ।


জানা গেছে ক্রমাগত নির্দেশিকা লঙ্ঘন করছিল পেটিএম, যার কারণে গুগলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  গুগল প্লে স্টোর থেকে পেইটিএম  উধাও হওয়ার পর গুগলের তরফ থেকে সুজান ফ্রে নির্দেশিকার বিবরণী প্রকাশ করেছেন একটি ব্লগ পোস্টে যেখানে সুজান ফ্রে জানিয়েছেন –

ব্যবহারকারীদের যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে বিশেষ কিছু নীতি নির্দেশিকা জারি করা আছে।  
কিন্তু কোনো অ্যাপ্লিকেশন এইসব  নীতি নির্দেশিকা না মানলে সেইসব অ্যাপ কর্তৃপক্ষর জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়। ডেভেলপার এর সম্মতি না পাওয়া পর্যন্ত অ্যাপটি সরিয়ে নেওয়া হয় গুগল প্লে স্টোর থেকে।  
আর কেউ যদি একই ভুল বারবার করে নিয়ম লঙ্ঘন করতেই থাকে তখন গুগল প্লে ডেভেলপারের অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত করে দিতে পারে।  


তিনি আরও জানান অনলাইনে জুয়ার বিষয়েও কিছু নীতি আছে । ক্যাসিনোগুলিকে অনুমতি দেওয়া বা জুয়া অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থন কোনোটাই তাদের পক্ষে করা হয় না। যদি কোনো অ্যাপ ব্যবহারকারীকে এক্সটারনাল ওয়েবসাইটে নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে নগদ পুরস্কারের লোভ দেখায়, তাহলে তা গুগলের নীতিবিরোধী। 


তবে অনেকেই মনে করছেন  অনলাইন গেম গুলোতে  জুয়া সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করে থাকতে পারে পেটিএম, বিজয় শেখরের সংস্থা যে ফ্যান্টাসি গেমস এর ফিচার এনেছে তাতে জুয়ার আসর হত বলে অভিযোগ শোনা যাচ্ছে।  যার ফলেই নাকি অ্যাপটিকে সরিয়ে ফেলেছে গুগল। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি পেটিএমের কর্তৃপক্ষের কাছ থেকে

Recent Posts