জীবনের যেটুকু সময় অতিক্রান্ত হয়েছে তাই পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রিয়াঙ্কার স্মৃতিকথা ‘আনফিনিশড’ প্রকাশিত হয়েছে আর এই বই প্রকাশিত হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তা বেস্টসেলার হয়েছে।নিজের বই সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আত্মকথা লেখার জন্য জীবনের শেষসময় পর্যন্ত অপেক্ষা তিনি করবেন না।৩৮ বছরেই প্রকাশ করলেন তাঁর আত্মকাহিনী ‘আনফিনিশড’।
২০১৮ সালে এই বই প্রকাশের কথা থাকলেও তা প্রকাশিত হল ২০২০ তে। এর মাঝে অভিনেত্রী পাড়ি দিয়েছিলেন হলিউডে, তারপর নিক জোনাসের সাথে বিয়ে ইত্যাদি বিষয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন,কিন্তু করোনা আবহে নিজের বই লেখার কাজ শেষ করার মতো অনেক সময় পেয়ে যান তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার ‘আনফিনিশড’ মার্কিন মুলুকে বর্তমানে অন্যতম সেরা বই হওয়ায় উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া এই আনন্দের খবরটি তার ফ্যানদের সাথে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এই বই সকলের অবশ্যই ভালো লাগবে, আশাবাদী প্রিয়াঙ্কা চোপড়া। ১২ ঘণ্টায় বইটি সেরার তকমা পাওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দিনকয়েক আগে দুটি ছবির এক ভিডিও শেয়ার করেছিলেন তিনি, যার ক্যাপশনে লেখা ছিল ‘আনফিনিশড’। দুটি ছবির একটি অভিনেত্রীর ছোটবেলার ছবি এবং অপরটি ২০০০ সালে যখন তিনি বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন সেই সময়কার ছবি।নিক পত্নীর আত্মজীবনীমূলক বই ‘আনফিনিশড’ এর টিজারে এভাবেই তিনি জীবনের অতিক্রান্ত সময়কে তুলে ধরে বুঝিয়ে দিয়েছিলেন ‘আনফিনিশড’ আসতে চলেছে।
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের সঙ্গে আমেরিকায় আছেন, মার্কিন মুলুকে ‘আনফিনিশড’ এর সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা । ‘আনফিনিশড’ প্রকাশিত হয়েছে পেঙ্গুইন র্যান্ডাম হাইজ ইন্ডিয়া থেকে।
এই বইতে তিনি নিজের জীবনদর্শন, চিন্তাচেতনা এবং জীবনের নানান কাহিনি তুলে ধরেছেন ।ফারহান আখতারের সঙ্গে দ্য স্কাই ইজ পিংক ছবিতে শেষ দেখা গেছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য হোয়াইট টাইগার’ যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে দেখা যাবে রাজকুমার রাওকে।