উন্নয়ন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে ‘সততা’ কথাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, উন্নয়ন আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। উন্নয়নের জন্য সততা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুর্নীতির মাধ্যমে কখনোই উন্নতির পথ প্রশস্ত করা যায় না, দুর্নীতি কখনই উন্নয়নে সহায়তা করে না। তাই কোনো একটি দেশের ক্ষেত্রে দুর্নীতি দমন করে সুশাসন গঠন করতে পারলে অবশ্যই সেই দেশে উন্নয়নের পথ সুগম হবে উন্নয়ন করা সম্ভব হয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “উন্নয়ন” সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।

উন্নয়ন নিয়ে ক্যাপশন, Development captions in Bangla
- উন্নয়ন হল ক্রমবর্ধমান উন্নতি সহ সহনশীলতার অনুশীলন।
- টেকসই উন্নয়নের জন্য জনসংখ্যাকে স্থিতিশীল করতে হবে।
- সাফল্য অর্জন করা এবং সফল হওয়া এক ব্যাপার নয়। সুবিধা পেলে অনেকেই সফল হয়ে যেতে পারে। অনেককে আবার জোর করে সফল বানানো হয়। কিন্তু যে ব্যক্তি নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে সফল হয় – সেই প্রকৃত সাফল্য অর্জন করে এবং জীবনে উন্নতি লাভ করে।
- সুশিক্ষা হল কোনো একটি জাতি তথা সমাজের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মূল হাতিয়ার।
- ভাষার বিকাশ ব্যক্তিত্বের উন্নয়নের একটি অংশ, কারণ শব্দগুলি মানুষের মধ্যে চিন্তাভাবনা প্রকাশ এবং বোঝাপড়া প্রতিষ্ঠার প্রাকৃতিক মাধ্যম।
- কোনো এক সমাজ, রাষ্ট্র এবং জাতির উন্নতি মানুষের মানবিকতার উন্নয়নের সমানুপাতিক, কারণ উপরোক্ত সংগঠনগুলোর সব কয়টি মানুষদের নিয়েই গঠিত হয়।
- কোনো দেশের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য মানুষের সততা খুবই প্রয়োজন এবং মানুষ নিজেই এই লক্ষ্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।
- কোনো শিল্প ঠিক তখনই সর্বাধিক মাত্রায় স্বার্থক হয়ে ওঠে যখন তা মানুষের আত্মীক উন্নয়নে সাহায্য করতে সক্ষম হয় এবং সমাজের সেবায় তা কাজে লাগানো যায়।
- কোনো ব্যক্তির নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য হলো সেই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের সন্তুষ্টি অর্জন।
- যদি কোনো সমাজ নারীদের মুক্তি, স্বাধীনতা এবং তাদের উন্নয়নকে সহযোগিতা না করে বরং আরো বাধার মুখে ঠেলে দেয়, তবে অবশ্যই সে সমাজকে পুনরায় নতুনভাবে সাজানোর প্রয়োজন রয়েছে।
- দুর্নীতি হল কোনো দেশ বা রাজ্যের উন্নয়ন ও সুশাসনের শত্রু। এর থেকে পরিত্রাণ পাওয়া জরুরী। তাই এই লক্ষ্য অর্জনে সরকার এবং জনগণ উভয়কেই ঐক্যবদ্ধ হওয়া উচিত।

কদম ফুল নিয়ে উক্তি, ছবি, স্ট্যাটাস, Best quotes about Kadam phul in Bengali
উন্নয়ন নিয়ে স্ট্যাটাস, Thoughtful status abut development
- কোনো ব্যক্তির ভাষার বিকাশ ব্যক্তিত্বের উন্নয়নের একটি অংশ, কারণ ভাষাগত শব্দগুলি হল মানুষের মধ্যে চিন্তাভাবনার প্রকাশ এবং বোঝাপড়া প্রতিষ্ঠার প্রাকৃতিক মাধ্যম।
- একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী এবং নিজের উন্নয়নের প্রতি দৃঢ় মনোভাবাপন্ন।
- সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম। সেইসাথে, জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ বিলিয়ে দেয়া।
- একজন সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, বরং পার্থক্যটা হল সত্যিকারের উন্নয়ন ও সফল হওয়ার ইচ্ছা।
- লিঙ্গ সমতা নিজেই একটি লক্ষ্যের চেয়েও বেশি কিছু। কোনো দেশ বা রাজ্যের দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন এবং সুশাসন গড়ে তোলার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এটি একটি পূর্বশর্ত।
- জীবনে এগিয়ে যাওয়ার পথে একটি লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যকেই নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, থেকে শিরায় শিরায়, এমনকি পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই উন্নয়নের পথ।
- যদি নিজের মনকে দুর্নীতিমুক্ত এবং নিজেকে সুন্দর মানসিকতা সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে – বাবা, মা আর শিক্ষক, কারণ তারাই তোমার উন্নয়নের পথ প্রশস্থ করতে সহায়তা করেন।
- দেশের উন্নয়ন অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু তবুও কৃষকরা উপযুক্ত মর্যাদা পায়না।
- সাফল্য চাইলে কখনও সাফল্যকে লক্ষ্য বানানো উচিত না; বরং উন্নয়নকে লক্ষ্য বানাও; তুমি যা করতে ভালোবাসো, সেটাই করতে থাক। একদিন সাফল্য নিজেই ধরা দেবে।
- যদি তুমি তোমার কাজকে সঠিক ভাবে কর, তবে তোমার উন্নতি হবেই, কিন্তু তুমি যদি নিজের কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তবে তোমার কাজ এবং মানসিকতা কোনো কিছুরই উন্নয়ন হবেনা।
- জীবনে চলার পথে অনেক কঠিন বাধা আসে, তবে সেটা তোমায় ধ্বংস করতে আসেনা বরং আসে তোমার ভেতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে, জাগিয়ে তুলতে। বাঁধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও, এতে তোমার উন্নয়ন নিশ্চিত হবে।

বিরক্তি নিয়ে উক্তি, Best quotes about annoyance and irritation in Bengali
উন্নয়ন নিয়ে কিছু কথা, Meaningful sayings about development in Bengali language
- যারা হৃদয় দিয়ে কোনো কাজ করতে পারে না, তাদের ক্ষেত্রে সাফল্য অর্জনও হয় আনন্দহীন এবং আকর্ষণহীন, এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা এবং এরূপ উন্নয়নের কোনো প্রভাব থাকেনা।
- আমাদের মনে নানা ধরণের চিন্তা ও উদ্ভাবনের সাহস এবং আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে এখনও কেউ যায়নি, সেই পথেই এগিয়ে যেতে হবে। এভাবেই আমাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করার মাধ্যমেই নিজেকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।
- প্রথম জয় প্রাপ্তির পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা কোনও কারণে ব্যর্থ হই, তখন সবাই বলবে যে প্রথমটা আমরা ভাগ্যের জোরে পেয়ে গেছি।
- কোনো কাজ শুরু করাই হলো কর্মক্ষমতার উন্নতি ও সাফল্যের মূল চাবিকাঠি।

মা- বাবাকে কে নিয়ে উক্তি , Quotes about parents in Bengali
উন্নয়ন নিয়ে লেখা কবিতা, Poetic verses about development
- উন্নয়নের এতোই যে রেশ, কর্কটে আজ ভুগছে প্রেস, ফেলানি আজ দুলছে ভীষণ, সামনে আছে অনেক মিশন,
- সামাজিক উন্নয়ন কি? এক কথায় বলা মুশকিল , পুরোটা বুঝতে চাইলে দরকার আউটলুক আর স্কিল; মানুষের সাথে, মানুষকে নিয়ে, তাদেরই উন্নয়ন ঋণের ভারে, উন্নয়নের চাপে, পিষ্ট জনগন
- চড়াম চড়াম ঢাকের বাদ্যে বাংলাটা আজ কাঁপে, কিছু বোকা লোক বেঘোরে মরলো উন্নয়নের চাপে! ভোট নিতে গিয়ে কেউ হল লাশ..ফিরল না কতজন , গণতন্ত্রের মৃত্যুর পরও দাঁড়িয়ে উন্নয়ন ! গণতন্ত্রের লাশ পড়ে গেছে , কফিনে পচছে দেহ..কিছু লোক তবু বিশ্বাস রাখে, প্রতিবাদ করে কেহ! তবু কিছু লোক হয়নি বিক্রি, কিছু লোক আজও খাড়া, অমেরুদণ্ডী দলে ভারি তবু সোজা কিছু শিরদাঁড়া!
- সাধনাহীন ব্যক্তিরা যখন হয় প্রতিষ্ঠিত,জাতীয় উন্নয়ন কি করে হবে কাঙ্ক্ষিত।জ্ঞানের সাঁকো পার হবার জন্য চাই জ্ঞান, অসৎ উপায়ে নয়, সাধনায়ই পাওয়া যায় স্রষ্টার দান।
- উন্নয়ন তুমি নেই তাই আজ, তপ্ত দুপুর- কারো মুখে লাবণ্য নেই, রাত্রি নিথর- নেই জ্যোৎস্নার বিচ্ছুরণ।উন্নয়ন তুমি নেই, চারপাশে তুমুল শৈত্য প্রবাহ,আমার ফুটফুটে কবিতার গায়ে জামা নেই,পৃথিবীতে নীল আকাশের-কোন সম্ভাবনা নেই, আছে কেবল উড়ে যাওয়া, পুড়ে যাওয়া, ভেসে যাওয়া! আছে শুধু ইটের ভাটায় কয়লা, সারি সারি লাশ।
- উন্নয়ন? কার বা কিসের ? জীব ও জমির, বনভূমির ? গাছ-গাছালি পাখ-পাখালি পোকামাকড়, মাছ-মাছালি আর যতো সব জীব প্রজাতি .. আমরা যারা মূল আবাসী , হাজার বছর এক সাথে সব এই আবাসে যুক্ত আছি।
- আমানত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes, Sayings, Status, Captions on Deposit in Bengali
- শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
- পবিত্র কুরআনে বর্ণিত উপদেশ বাণী, Best words of advice mentioned in the Holy Quran in Bengali
- ‘তোমাকে’ নিয়ে লেখা সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best heartfelt quotes and sayings on You in Bengali
- মিলন নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes and meaningful captions on Union in Bengali

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “উন্নয়ন” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। “উন্নয়ন” নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিবার, আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
