আমরা অনেকেই জীবনের হারানো জিনিসগুলো নিয়ে আক্ষেপ করি, তবে এই আক্ষেপ অনেক ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে, তাই অতীতকে আমাদের আজ এর উপর প্রভাব বিস্তার করতে না দিয়ে বরং আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “আক্ষেপ” সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।
আক্ষেপ নিয়ে ক্যাপশন, Best Regret and repentance caption in Bangla
- তুমি আজও আছো, তবে আমার আক্ষেপে নয় বরং আমার অপেক্ষায় রয়ে গেছো তুমি।
- মানুষ যে সব কাজগুলো করতে পারেনি সেই সব কাজের জন্য আক্ষেপ করার চেয়ে যে খারাপ কাজগুলো করেছে তা নিয়ে আক্ষেপ ও দুঃখ প্রকাশ করা উচিত।
- পেছন ফিরে অতীত নিয়ে আক্ষেপ করার চেয়ে সামনের দিকে তাকিয়ে ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ করা অনেক বেশি উত্তম।
- ফেলে আসা অতীতের দিকে ফিরে তাকালে আমার যে কাজের জন্য প্রায়ই আক্ষেপ বোধ হয় তা হলো : আমি প্রায়শই যাদেরকে ভালোবেসেছি এবং গুরুত্ব দিয়েছি, তাদেরকে সেই কথাটা কখনও জানাতে পারি নি।
- আমার অতীত সময়ের যে সব সিদ্ধান্তের জন্য আমার আজ আক্ষেপ হয়, সেগুলোকে আমি শিক্ষা এবং অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করি, কারণ আমি মানুষ, ভগবান নই, অন্য সকলের মতই আমারও ভুল হয় এবং তা হওয়াটাই স্বাভাবিক।
- কখনোই আমাদের অতীতে ফেলে আসা গতকাল-কে নিয়ে আক্ষেপ করা উচিত না, কারণ আমাদের জীবন নির্ভর করে আমাদের আজ অর্থাৎ বর্তমানের ওপর, আর বর্তমান থেকেই গড়ে ওঠে আমাদের ভবিষ্যত।
- একটা সময় অপেক্ষা গুলো আক্ষেপে পরিণত হয়, তখন এমন পরিস্থিতি থেকে পালানোর একমাত্র উপায় হয় উপেক্ষা।
- আন্তরিক স্নেহের সাথে মন থেকে আপনি যা করেছেন তা নিয়ে কখনও আক্ষেপ করবেন না; কারণ হৃদয় দিয়ে করা এমন কোনো কিছুই কখনো বৃথা যায় না।
- এক প্রহর পূর্বঘটিতকে অতীত বলে ব্যাখ্যা দেয়। বছর আগের ক্ষত এখনও যেন নবীন বিরহের আক্ষেপের ন্যায়।
- আপনি যদি বর্তমানে অবস্থান না করেন তবে আপনি হয়তো এক অনিশ্চয়তার জন্য অপেক্ষা করছেন অথবা কোনো আক্ষেপ নিয়ে বসে আছেন এবং বেদনা ও দুঃখের দিকে ফিরে যাচ্ছেন।
- আক্ষেপ তো সারা জীবনই রয়ে গেল কৈশোর জীবনটাতে এগিয়ে যাওয়ার পথে শৈশবকে হারানো নিয়ে।
- আমি যদি আমার অতীতের দিকে ফিরে তাকাই তবে সেখানে আক্ষেপের মতো কিছুই দেখতে পাই না। তবে হ্যাঁ, এমন কিছু জিনিস দেখতে পাই যেখানে হয়তো কিছুটা সংশোধন করা যেতো।
- পদক্ষেপ নেওয়াটা হিসেব মতই, আক্ষেপটাই থেকে যায় শুধু ব্যক্তিগত।
- আক্ষেপ গুলো বেঁধেছে জমাট মেরু প্রদেশের বরফ শৈলী যেমন, দেহের লীনতাপে ভেদ করছে ক্রমশ বিগলিত হচ্ছে বরফ একফোঁটা দুফোঁটা করে স্মৃতির সারনী বেয়ে পড়ছেচুঁইয়ে চুঁইয়ে সেই জল অন্তঃস্থল বেয়ে স্পর্শ করছে হৃদয়ে বয়ে যাওয়া রক্তে, ক্রমশ মিশে যাছে লোহিত কণিকায় হিমপ্রবাহের ন্যায়, অনুচক্রিকা ক্ষত স্থানে রক্ত করছে জমাট হিম শীতল ব্যাথায়।
আক্ষেপ ও অনুশোচনা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কষ্টের হোয়াটস্যাপ স্ট্যাটাস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে
আক্ষেপ নিয়ে স্ট্যাটাস, Akkhep nie status
- আগামীকাল করা যাবে এমন কোনো কাজই আজকে করো না, বলা যায় না তোমার অকাল কর্মের জন্য হয়তো কোনো একদিন তোমাকে অনুতপ্ত হতে হবে, আক্ষেপ প্রকাশ করতে হবে।
- আমি কথা এবং কর্মের মাধ্যমে যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে অনুতাপ ও আক্ষেপ প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমার দ্বারা যাদের ক্ষতি হয়েছে, তাদের কাছে আমি সত্যি দুঃখিত।
- জীবনে কিছু পেয়েও হারিয়ে ফেলার আক্ষেপ জীবনে না পাওয়ার যন্ত্রণাকে অতিক্রম করে যায়।
- আপনি জীবনে যা করেছেন তা নিয়ে আক্ষেপ না করে বরং আপনার অভিজ্ঞতা যাই হোক না কেন সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং আপনার সামনের যাত্রায় সেগুলোকে আপনার সাথে নিয়ে যেতে হবে।
- আপনার অতীতের ভুল এবং ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না, কারণ এটি কেবল আপনার মনকে দুঃখ, আক্ষেপ এবং হতাশায় পূর্ণ করে দেবে। তার চেয়ে বরং আপনি প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে সেই ভুল গুলোর পুনরাবৃত্তি যেন না হয়।
- যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক শেষ হতে পারে……তবুও ভালোবাসা রয়ে যায়, হয়তো আক্ষেপে নয়তো প্রতীক্ষায়।
- আপনার আক্ষেপগুলোকে কখনই সামান্য কান্নার মাধ্যমে নষ্ট করে দেবেন না। বরং একে ততক্ষণ পর্যন্ত অতি যত্নের সাথে সঞ্চয় করে রাখুন যতক্ষণ না আপনার স্বার্থ হাসিল হয় এবং আপনার এই গভীর আক্ষেপ থেকে আপনি বেঁচে থাকার নতুন আশা লাভ করেন।
- কোনোকিছুর জন্য আক্ষেপ করে বসে থাকা উচিত না, এবং কখনো পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই; কারণ আক্ষেপ, অনুশোচনা এগুলো হলো আপনার মানসিক শক্তির ভয়াবহ অপচয়। এটি শুধু আপনাকে সামনে চলতে বাধা তৈরি করতে পারে আর কিছু না।
- ভেজা জানালায় ভেজে আক্ষেপ ,আমি উত্তাপ খুঁজি সারাদিন , মনটা আমার ভীষণ সাদাকালো, যদিও বাইরেটা দেখাই রঙিন।
আক্ষেপ ও অনুশোচনা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলা দুঃখের উক্তি, স্যাড স্টেটাস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে
আক্ষেপ নিয়ে ছন্দ ও কবিতা, Poems and shayeri on regret and repentance in Bengali
- হাত ছেড়েছিল যারা মুক্তি পাওয়ার তরে ..তারাই এখন আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলে, একাকী ঘরে।
- আক্ষেপ আর আপোষের ভিড়ে কাটছে আমার দিন।নতুন নতুন সংঘাতেরা যেন আমার দরজায় কড়া নাড়ছে প্রতিদিন।
- চাকুরীজীবী হওয়ার জন্য রোজ খেটে মরো.. ইস্ত্রি করা ফরমাল কাপড়ে জমেছে আক্ষেপ তোমারও।
- চাঁদের গায়ের কলঙ্ক হবো, পূর্ণিমাতে জোৎস্না ছড়াবো । শ্রী কৃষ্ণের রাধিকা হবো, বাঁশির সুরে মন হারাবো । কালো মেঘে বর্ষা হবো, বৃষ্টির ফোঁটায় ক্লান্তি ঝরাবো। তোমার আক্ষেপে রবো, যা পেয়েও না পেতে দেবো
- অনুতাপে অনুতাপ, আমাদের শীঘ্রই অনুতাপ আসতে চলেছে সমস্ত মন জুড়ে..পশ্চাৎ ফিরে ফিরে দেখো..দেখো দোষ, দেখো ভুল,আক্ষেপ যদি আসে..ব্যোমকেশের সত্যবতী রয়ে যাবে ঠোঁটে।শীতের আড়ালে চলে যাওয়া বিষণ্ণতা…আসবে ফিরে বসন্তে হোলি খেলায়…ফিরবে ভুল, ফিরবে অনুতাপ…আক্ষেপকে তাই আজ জানাই স্বাগতম।
- তুমি সেই হারিয়ে গেলে অভিযানের সাজে, লালমাটির পথে, হৃদয় মোর যাচ্ছে আজ একাকী খেলায়, জোছনা রাতে, বারংবার ক্ষত-আঘাতের মাঝে পীড়িত হয়েও বেঁচে আছি, অপেক্ষারা বদলেছে আক্ষেপে, তাই বেখেয়ালে সুর সেধেছি!
- কবিতার মাঝারে রাখিয়াছিলাম যাহারে, আমারে এড়াইয়া একাকী করিয়া চলিয়া গেল সে । আক্ষেপ করিয়া আমি চোখ বুজি প্রতি রাতে বুকে বাঁধি আশা, কেউ বুঝিবে মনের ভাষা নূতন প্রভাতে ।।
- আমি হারাতে চেয়েছি তোমাতে, তুমি রাস্তা করেছ বন্ধ। আমি হাতড়ে মরেছি একাকী , কানাগলিতে হয়ে অন্ধ, তোমার সান্নিধ্য চেয়েছি বারবার , দূরেতেই করেছো নিক্ষেপ, বাড়িয়েছ হৃদয়ের বেদনাআমি করেছি শুধুই আক্ষেপ।
- নিজের ভেতরে একটা আক্ষেপকে লালন করে চলি, সবসময় নিজের থেকে বাইরে যেতে দি’না কখনও । তাকে একটু একটু করে মানুষ করি, নিজের মতো করে গড়ে-পিঠে তৈরি করি।হোক না আক্ষেপ, তাও তো সে আমারই আত্মজ। নির্নিমেষ নয়নে চেয়ে থাকি,আক্ষেপ বেড়ে চলে… চলতে চলতে ছুঁয়ে ফেলে জীবন দুয়ারের শেষ দরজা।বারবার অঙ্গীকার করি, আসবই, আমি আবার ফিরে, পরজন্মে আক্ষেপ ভুলে ইচ্ছেপূরণ হয়ে।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “আক্ষেপ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। “আক্ষেপ” নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিবার, আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।