একটি সুন্দর ঘর অসম্পূর্ণ থেকে যায় যদি সেখানে প্রশস্ত কয়েকটি জানালা না থাকে। সারাদিনের ক্লান্তি দূর করতে জানলার ধারে বসে মানুষ দুদণ্ড জিরিয়ে নেয় আর বাতাসের আস্বাদ গ্রহণ করে নতুন করে প্রাণ ফিরে পায়। এই জানলার ধারে বসেই কল্পনাপ্রবণ কবি মন বহু কাব্য লিখে ফেলে নিজের অজান্তেই। শুধুমাত্র ইট কাঠের তৈরি জানলা না মনের জানালা ও প্রশস্ত করা প্রত্যেক মানুষেরই উচিত। নিচে উল্লেখ করা হল জানালা দিয়ে উক্তি যা আশা করি এক দমকা হাওয়ার মতো আপনার মনকে সতেজ ও সজীব করে তুলবে।

জানালা সম্পর্কিত কবিতা, Poetic phrases about window in Bangla
- আধো রাতে ঘুম ভেঙ্গে যখন
দক্ষিণা জানালা খুলে চাঁদের কিরণ
দেখি তারা ভরা রাতে
গোপন চিঠি পাঠাও তুমি সমীরণের সাথে ।
পড়ে আমি পাগল পারা
ভাবাবেগে ভাষা আমার ছন্দহারা । - মনের জানালায় দাঁড়িয়ে প্রিয়
কেন বাজাও বাঁশি অবেলায়
উচাটন হয় মন, থাকিতে চায় ঘরের কোণ
বাঁশির তানে ছুটে যায় নীপবন । - মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
হৃদয়ের ও শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারোওফুল
মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও তবু ও তো সে ভুল করে না
যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না - আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ - সবক’টা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবেই….চুপি চুপি
যারা এ দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশীর দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবেই…চুপি চুপি
কেউ যেন ভুল করে গেওনাকো
মন ভাঙ্গা গান। - আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো - হৃদয়ের জানালাটা খুলে দাওনা
প্রভুর প্রেমে মন সাড়া দাওনা
বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান
সৃষ্টি তারি এ নিখিল জাহান
আল্লাহ আল্লাহ রবে সবি দিওয়ানা
অসীম ক্ষমতা যার হাতের উপর
যার নামে বয়ে যায় ঝর্ণা নহর
সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা
ক্ষমা যদি চাও কভূ পাপ করিয়া
প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলাব
দরবারে কেন তার হাত পাতনা - জানলা খুলে যখনই চাই বাইরে
মুঠোমুঠো রোদের কণা আমায় ছুঁতে চায় রে শিশির ধোয়া শিরশিরানো পাতারা
ভৈরবের সুরে গাইছে তাইরে নাইরে
কত আলো গাছে ফুটছে
ফুটে তারা কার কোলে ঝরে পড়ছে
আকাশ আজ ধরেছে এমন রং
যেন ছড়িয়ে পড়ে চোখের অন্তরে - জানালার পাশে বসে
কী ভাবি আপন মনে
এই মেঘলা আঁধার রাতে
তুমি আছো কোন খানে ???

জানালা নিয়ে উক্তি, Beautiful lines on window
- জানালা হলো আমাদের বাড়ির তথা জীবনের সব চেয়ে সুন্দর একটি স্থান । মন খারাপের সময়টুকুতে, একবার জানালা দিয়ে বাইরে তাকালে নিজের অজান্তেই মনটা ভালো হয়ে যায়।
- আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, তাই তো সেটি আমার বড় প্রিয়।
- একটু বর্ষা একটু গ্রীষ্ম একটুখানি শীত,
সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখা
আমার জানলা দিয়ে আমার পৃথিবী
সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ ,
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায় ,
পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়
আমার জানলা দিয়ে আমার পৃথিবী - মনের জানলা আছে ,
মনের জানলা দিয়ে তুমি বেড়িয়ে পড়তে পারো ,
মক্সিকোতে বসে বাজানো যায় গিটার
কোথায় তুমি টানবে বল দেশের সীমারেখা ,
আমার জানলা দিয়ে গোটা পৃথিবী দৃশ্যমান।
আমার জানলা মানেনা আজ ধর্মের বিভেদ ,
জানলা জাতীয়তাবাদের পরোয়া করেনা ।
জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা
জানলা সেতো নিজেই জানেনা । - জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী ,
আর সন্ধে বেলায় শোনায় জনি কল্তরিন।
গানের সুরে রেষারেষি দেশা দেশী নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী। - চোখ হলো মানুষের আত্মার জানালা ।

জানালা নিয়ে বাণী, sms about window
- নিজের জীবনে নতুন জানালা খুলতে কখনোই দ্বিধা করবেন না !
- যখন জীবন একটি দরজা বন্ধ করে দেয়, তখন সৃষ্টিকর্তা একটি জানালা খুলে দেন ।
- একজন দুষ্ট লোক নোংরা জানালার মত, তারা কখনই আলো জ্বলতে দেয় না ।
- জানালার বাইরে গোটা পৃথিবী দাঁড়িয়ে, বেখেয়ালি দক্ষিনা বাতাস আর পড়ন্ত বিকেলের আগুন।
- জানালার ধারে বসেই বৃদ্ধির রহস্য আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা!
- একটি বাড়িতে সুপ্রশস্ত কিছু জানালা থাকা অতি প্রয়োজনীয়; তা কেবল বাড়ির শোভা বৃদ্ধি করে না সেটি স্নিগ্ধ বাতাস ঘরে ঢুকিয়ে মানুষের মন প্রাণ সতেজ করে তুলতে অদ্বিতীয়।
- বাড়ির প্রশস্ত জানালার মতো মানুষের মনের জানলাও দরাজ হওয়া দরকার যাতে মনের জানলার মাধ্যমে একে অপরের সাথে সখ্যতা ও সৌহার্দ্য বিনিময় খুব সহজেই হতে পারে।
- ঘর ছোট তা পরোয়া করি না তবে জানলাগুলো যেন প্রশস্ত হয় ।
- শরীর ও মনকে সতেজ ও সজীব রাখার একটি অন্যতম মাধ্যম হল দক্ষিণের খোলা জানালা।
- জানালা টি উন্মোচিত করুন, একটি সুন্দর পৃথিবী আপনার জন্য অপেক্ষমাণ।
- দেয়ালের দিকে তাকানো বন্ধ করুন, জানালা দিয়ে
দেখুন ; দৃষ্টিকে করুন সুদূর প্রসারিত।

জানালা নিয়ে কিছু কথা , Beautiful lines about window explained in Bangla
- জীবন বদলেছে, মানুষ বদলেছে, তবে পৃথিবী ঠিক একইভাবে জানালার বাইরে ঘুরছে ।
- আমি যদি ও খুব ছোট একটি বাড়িতে থাকি, কিন্তু আমার জানালাগুলি খুব প্রশস্ত এবং তা সর্বদা একটি বিশ্বের দিকে তাকিয়ে আছে ।
যদি পৃথিবীর ঘর অন্ধকার হয়, ভালবাসার জানালা তৈরির উপায় ঠিক খুঁজে পাওয়া যাবে। - জীবনকে খুব সফল ভাবে একটি একক জানালা থেকে পর্যবেক্ষণ করা যায় ।
- আমি যেখানেই থাকি না কেন আমি সবসময় নিজেকে জানালার বাইরে খুঁজে পেতে চাই।
- এক হৃদয় থেকে অন্য হৃদয়ে স্থানান্তর করার জন্য একটি জানালা আছে ।
- আমার একটি প্রশস্ত জানালা চাই যার দিকে সারা দিন আমি তাকিয়ে থাকব।
- নিজের হৃদয়ের জানালা খুলুন এবং আত্মাকে কথা বলতে দিন ।
- জানালা টি প্রশস্ত করুন, আমাকে নতুন দিন টি দেখতে দিন ।
- জনগণ হলো দাগযুক্ত কাঁচের জানালার মতো ।
- একটি হাসি হল আপনার জানালার আলো যা অন্যদের বলে দেয় যে এর ভিতরে একটি যত্নশীল, দুঃখ ভাগ করে নেওয়ার মতন এক ব্যক্তি রয়েছে।
- অপরাধী তার সীমাবদ্ধ পুরস্কার স্বরূপ পেয়েছে একফালি জানালা।
- চৈত্র দিনের অবুঝ বিকেল মন জানলা ভিজলো আবার ঝড়ে
অনন্তকাল হিসেব মেলেনি যাদের
তাদের রাজ্যে দুঃখ বসত করে - অন্ধকারে মুখ লুকিয়ে ভালোর খোঁজ কি চলে? সত্যি যদি চাও গো আলো
তবে জানলা দাও খুলে - আমার জানালা বেয়ে সে সুর ভেসে আসে;
ভাসিয়ে নিয়ে যায় আমাকে নীল কোন বিষাদে
আমার জানালার ওপাশে আমি আকাশ দেখি না,
সেখানটা জুড়ে আছে অন্য এক জানালা
তার ওপাশে কি আছে দেখা হয় নি কখনো-
কপাট বন্ধ পেয়েছি দিনে রাতে,
পর্দাও জুড়ে দেয়া থাকে অহর্নিশ,
ওপাশটা ধরা ছোঁয়ার বাইরের এক বিচিত্র জগৎ
যেখানে নেই আমার প্রবেশাধিকার! - চোখের সামনে জানালার পর্দাটা হালকা কাঁপন তুলে যায়
তাতে আমি দেখি উচ্ছাসের উদ্দাম নৃত্য;
সে জানালা দিয়ে উজ্জ্বল আলোর রেখা বেয়ে আসে
তাকে আলিঙ্গনে জড়াতে ব্যাকুল আমি হাত বাড়াই;
তবু মাঝের দূরত্বটুকু কিছুতেই পার হওয়া যায় না।
এপাশে আমার বসবাস এক অন্তহীন অন্ধকারে,
সে অন্ধকার তাড়া করে ফেরে আমাকে!
- আমানত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes, Sayings, Status, Captions on Deposit in Bengali
- শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
- পবিত্র কুরআনে বর্ণিত উপদেশ বাণী, Best words of advice mentioned in the Holy Quran in Bengali
- ‘তোমাকে’ নিয়ে লেখা সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best heartfelt quotes and sayings on You in Bengali
- মিলন নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes and meaningful captions on Union in Bengali

জানালা সম্পর্কিত বিভিন্ন উক্তি গুলি আশা করি আপনাদের পছন্দ হয়েছে। প্রত্যেকটি উক্তি ও ক্যাপশন সমূহ স্বতন্ত্র এবং অর্থবহ। আমাদের এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে নিজেদের বন্ধু, পরিজন ও সোশ্যাল প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না যেন।
