চশমা ও সানগ্লাস নিয়ে  উক্তি, ক্যাপশন, কবিতা ও ছন্দ, Quotes, Captions, Poems about Glasses and Sunglasses in Bengali



অনেকেই ফ্যাশন আর ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে চশমা বা সানগ্লাস পরতে ভালোবাসেন, তাছাড়া তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে নিজের চশমা পড়া ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার জন্য ভালো ভালো ক্যাপশন, উক্তি ইত্যাদি প্রয়োজন হয়।

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “চশমা বা সানগ্লাস” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

চশমা ও সানগ্লাস নিয়ে  উক্তি

চশমা ও সানগ্লাস নিয়ে ক্যাপশন, Chosma nie caption

  • সানগ্লাস ঠিক চোখের ছায়ার মতো। তারা সবকিছুকে যেন আবছা সুন্দর দেখায়।
  • চশমা খুলে একদিন নিজেকে আয়নায় দেখো, একটা পরী দেখতে পাবে তুমি। হ্যাঁ, তুমি পরীর মতই সুন্দর!
  • লাল ফ্রেম নয়, বরং কালো ফ্রেমের চশমাতে ই তোমায় লাগে ভীষণ ভালো।
  • কেঁদে কেঁদে আর নিজের চশমার ফ্রেম ঘোলা করো না। কারণ, তাতে অন্য কারোর ই কোনো প্রকার ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার নিজেরই।
  • চশমা না পরা অবধি ভালো ছিলাম, কারণ, তখন ঘোলা চোখ দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীকে দেখতে হতো না।
  • চশমা চোখে, কপালে কালো টিপ পরে, ঠোঁটে গাঢ় লিপস্টিক মেখে একদিন এসো আমার কাছে। কিন্তু, চোখে থাকা কাজল টা শুধু লেপ্টে দিও। সেটা না হয় আমিই মুছে দেব।
  • চশমার কাঁচ কোনোদিন ভেঙ্গে গেলে বুঝে নিও, তোমার প্রিয়জন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চলেছে।
  • চশমা পরে এই রঙিন দুনিয়া থেকে মুখ লুকিয়ে রাখা যায় না!
  • চশমা আমার কাছে যেন এক অমূল্য সম্পদ। কেননা, তা আমাকে পথ চলতে সাহায্য করে!
  • অন্ধ হওয়ার চেয়ে, চশমা পরে সারাটা জীবন কাটানো বেশি ভালো।
চশমা ও সানগ্লাস নিয়ে ক্যাপশন

চশমা ও সানগ্লাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পর্দা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চশমা ও সানগ্লাস নিয়ে ক্যাপশন 1

চশমা ও সানগ্লাস নিয়ে স্ট্যাটাস, Best sayings about Glasses and Sunglasses

  • চুকচুকে তেলা মাথা আর মোটা ফ্রেমের চশমা পরা ছেলেটা কেই আমি একদিন ভালোবেসেছিলাম। কিন্তু হায়! সে যে আর আমার হলো না।
  • চশমার ফাঁক দিয়েই তোমার ঐ সরল মুখ খানা দেখে যাই বারেবার। তবুও কেন জানি তুমি ধরা দাও না আমার কাছে!
  • আমি চশমা পরতে একদম পছন্দ করি না। আমার কাছে মনে হয় যেন চশমা পরা মানে বার্ধক্য কে বরণ করা!
  • রোজ সকালে ইচ্ছে করেই আমি তোমার চশমা টা লুকিয়ে রাখি, যাতে তুমি এই চশমা খোঁজার বাহানায় আমার সাথে আরও বেশি বেশি সময় কাটাও।
  • প্রকৃত অন্ধ মস্তিষ্ক যুক্ত প্রাণী তো তারাই হয় যারা কাউকে চশমা পরতে দেখলেই জিজ্ঞেস করে থাকে যে ‘তুমি চশমা ছাড়া কিছু দেখতে পাও?’
  • তোমার ওই চশমার ফ্রেমে বন্দী এ জীবন, এ জীবন ছেড়ে যাব না, করলাম আমি পণ।
  • চশমার ঐ ঘোলা চোখে তোমায় খুঁজে পাই, তুমি ছাড়া আমার এ জীবনে আর তো কিছুই নাই।
  • চশমার মোটা ফ্রেমে তোমায় লাগে ভালো, আমার মনের মাঝে রোজ যেন জ্বালাও তুমি আলো।
  • তোমায় চশমা ছাড়াই লাগে ভালো ,কেননা, চশমার মাঝেই যে সকল দুঃখ ঢালো!
চশমা ও সানগ্লাস নিয়ে স্ট্যাটাস

চশমা ও সানগ্লাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চোখের সৌন্দর্য নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চশমা ও সানগ্লাস নিয়ে স্ট্যাটাস

চশমা ও সানগ্লাস নিয়ে সুন্দর লাইন, Best lines on Glasses and Sunglasses in Bangla 

  •  চশমা চোখে দেখেছিলেম তোমার মিষ্টি লুক,সেদিন থেকে তোমাকে পাওয়ার আশায় আছে এ বুক।
  • তোমার চোখে রঙ্গিন চশমা তাইতো আমায় দেখো আবছা আবছা।
  • রঙিন চশমাটা খসে যেতেই আজ পৃথিবীর কঠিন বাস্তব সামনে চলে এলো।
  • কত শত চশমা বুকের আলমিরায় লুকোনো কতগুলো ঝুলে আছে পাঁজরভাঙ্গা দেয়ালে, বেঁচে থাকার চাহিদায় রোজ একটা বেছে নিই ধূসর কাঁচে ধূলো মুছে হেঁটে যাই বাঁচবো বলে।
  • চার চোখে মিল অস্তমিত আজ, ভাঙা কুলোর ফুরিয়ে গেছে কাজ, জল শুকিয়ে নুন জমেছে চোখে, দৃষ্টি-ধূসর তারা খসা দেখে, কুলুঙ্গির ঐ চশমা ঘষা-কাঁচে, অন্বেষাতেই দু’চোখ যে আজ বাঁচে।
  • একদিন তুই চশমা ছাড়া দেখতে পাবি না, সেদিন আমি তোর চশমা হবো ! তুই তো আবার” আজকাল আমায় দু-চোখে দেখতে পারিস না, কিন্তু তখন আমাকে বাধ্য হয়েই চোখে চোখে রাখবি পরম আদরে ! তুই আমায় আগলে রাখবি তোর স্বার্থে, আর আমি খুঁজে নেবো ভালোবাসা ।
  • প্রায় সকল মানুষের জীবনে চশমা জানি ওতো প্রোতো ভাবে জড়িত, চোখের দৃষ্টি ঝাপসা হলেই মানুষ তারে ব্যবহার করে নিয়মিত ৷ যখন বিন্দু বিন্দু বাষ্প জমে ঝাপসা হয়ে আসে চশমার কাঁচ, চোখের জ্যোতি হারানো মানুষ তখন বুঝতে পারে বিপদের আঁচ ।
  • মুখ-মুখোশের লুকোচুরি,নয়নতারায় ভাঁজ, ধূলির ঝড়ে আবছায়া আজ ফিকে চশমার কাঁচ।
  • রোদচশমার আড়ালে ক্লান্ত চোখে স্বপ্নের ঢেউ অবচেতনে আলিবাবা প্রদীপ দৈত্য এসে দাঁড়ায়। তবু শান্তি, হিসেব মিলতে হয়,জীবন বেঁচে যায়।

চশমা ও সানগ্লাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চোখ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চশমা ও সানগ্লাস নিয়ে সুন্দর লাইন

চশমা ও সানগ্লাস নিয়ে কবিতা, Mind blowing poems and shayeri on glasses and sunglasses

  • শত চশমার চোখ দুটোই আর চোখে শুধুই কপটতার ক্যানভাস …দুর্নীতির কুয়াশায় ঝাপসা কাঁচ অন্তহীন তদন্তেও হয়নি , অপকর্ম বেফাঁস।
  • “নাক থেকে কান তোমার দখলে বিস্মিত দৃষ্টি, টান দেয় সবলে! পারিনা তোমায় ছাড়া চলতে তুমিই আমার শেষ ভরসা,পিদিমের সলতে! বুকপকেটে আশ্রয় নিলে,ঘুম নেয় জিম্মা; ও আমার প্রিয় চশমা!!
  • কাঁচের দেওয়াল হয়েছে আজ একমাত্র ভরসা, দেওয়াল বিনা আমার জীবন এক্কেবারে ঝাপসা! ছোট্ট একটা আবিষ্কারই তোমার আমার সহায় – চশমার মাহাত্ম্য কথা দিকে দিকে ছড়ায়!
  • চশমার কাঁচে ভীষণ ঝাপসা জমেছে খানিক মেঘ, বৃষ্টির জন্য চশমা খুলে ঝড়ছে দেখি আবেগ।
  • চশমার ঘষা কাঁচ মরচে ধরেছে ফ্রেমে… আবছা লাগে এখন তোকে স্বাদ পাইনা প্রেমে।
  • অহংকারের চশমা খুলে, যেদিন দেখবি তুই। সেদিনও, ভালোবাসা ছাড়া আর পাবি না কিছুই।
  • রোদচশমা কোল বুঝে নেয়, চুপকথাতে ঘুম খুঁটে পায়, বৃষ্টিপাতে মনভরানো, গঠনতন্ত্র মনবোঝানো! ভর্তুকিতে জীবননামা, কোনঠাসা হোক নুন্যতমা, বিশ্বাসেতে ঠিকভুল থাক, মনবোঝানো তোমার খসাক।তারপরেতে কন্ঠ চেনা, রোদচশমা কথ্যে না, তোমার সাথেই ভালোবাসা, সাজছে প্রেম লুকিয়ে বসামুখলুকিয়ে কান্না বোঝে, রোদচশমা তবুও সাজে!
  • কত গল্প বলতে চায় আমার অন্তর চোখ, অনেকের শুনতে গিয়েও বুঝতে নাপারার কারণ এই ঝাপসা হয়ে যাওয়া চশমা, কত বেদনা লুকিয়ে রাখে সেই অদৃশ্যের শোক আর্তনাদ করেও বোঝাতে না পারার কারণ তোমার বেইমান আত্মা।
  • চশমার কাঁচে বাষ্প জমে, আবছা হয় ধূসর শহর; রঙিন জলে গলা ডুবিয়ে, সময় খোঁজে মৃত্যু-প্রহর।
  • নাকের গোড়ায় চশমা রেখে চোখের চশমা বলি, তুমি আমার কেউ না জেনেও তোমার পথেই চলি ।
  • তার চোখের কালো চশমা আজ আমার লেপে বন্দি, হাজার রাস্তা গলির মোড়ে নেই পালাবার তবু ফন্দি৷৷
  • চোখে চশমা আছে; চশমার চোখে স্বপ্ন আছে; স্বপ্নের মাঝে তুমি আছো; তোমার মাঝে কাব্য আছে; কাব্যের মাঝে নীল আছে; নীলের মাঝে আকাশ আছে; আকাশের মাঝে বৃষ্টি আছে; বৃষ্টির মাঝে চোখ আছে; চোখের মাঝে চশমা
  • যেদিন থেকে ঝাপসা দেখি, চশমা আঁটি চোখে সুরঞ্জনা হেসে বলে ‘বুড়ো হলে তবে’।মনে পড়ে তাই তো এবার কাটিয়েছি অনেক কাল চশমা দিয়েই শুরু হল বার্ধ্যকের সকাল।চোখে চশমা, তুমি কি দেখো না—আমি ভেসে যাই জলে,জানো না মেয়েহিসেব যখন ভুল হয়ে যায়মানুষ তখন জ্ঞানের কথা বলে!
চশমা ও সানগ্লাস নিয়ে কবিতা

পরিশেষে, Conclusion

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “চশমা বা সানগ্লাস” সম্পর্কিত রোমান্টিক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।

আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts