বাংলাদেশ নিয়ে উক্তি, Quotes on Bangladesh in Bengali



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হল দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সবকিছুই উল্লেখযোগ্য । আজকের প্রতিবেদনটি বাংলাদেশ সম্পর্কিত । বাংলাদেশ নিয়ে উক্তি নিয়ে সুসজ্জিত নিম্নলিখিত বিবরণী টি আশা করি আপনাদের মনোগ্রাহী হবে ।

বাংলাদেশ নিয়ে উক্তি, Quotes on Bangladesh in Bengali

বাংলাদেশ নিয়ে ক্যাপশন , Quotes on Bangladesh

  • বিশ্ব কবির ‘সোনার বাংলা’,
    নজরুলের ‘বাংলাদেশ’,
    জীবনানন্দের ‘রূপসী বাংলা’
    রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ। ”
  • শোন একটি মুজিবরের থেকে
    লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
    আকাশে বাতাসে ওঠে রণী
    বাংলাদেশ, আমার বাংলাদেশ।।
  • আর সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে।হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না। কিন্তু ইসলামের নামে আর বাংলাদেশের মানুষকে লুট করে খেতে দেওয়া হবে না। ”
  • “ আমরা গণতন্ত্র চাই, কিন্তু উসৃঙ্খলা চাই না, কারও বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতেও চাই না।অথচ কোনো কাগজে লেখা হয়েছে মুসলমানকে রক্ষা করার জন্য সংঘবদ্ধ হও। যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে আমার দেশের মানুষ রক্ত দিয়েছে, এখানে বসে কেউ যদি তার বীজ বপন করতে চায় তাহলে তা কি আপনারা সহ্য করবেন? ”
  • দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশই সেরা 
  • হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব
    অথবা গিয়েছে দিন
    এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর,
    নাকি সে আমার মত খুব ভালোবেসে
    পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে ”
  • বাংলাদেশের গর্ব মুক্তিযোদ্ধারা, যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম দিয়েছে। 
  • এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্যে মুজিব সর্ব প্রথম তার প্রাণ দেবে। ”
  • বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রাম

বাংলাদেশ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বাংলাদেশ নিয়ে উক্তি, Bangladesh nie ukti

বাংলাদেশ নিয়ে উক্তি, Bangladesh nie ukti

  • স্বাধিকার সংগ্রাম থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আজ যদি সেই জাতীয়তাবাদী চেতনা বিসর্জন দিয়ে পশ্চিমি সংস্কৃতির অন্ধ অনুকরণ করি তা আমাদের চরম দীনতা ও নৈতিক পরাজয়। আমাদের বিশ্বায়নের প্রয়োজন নেই, প্রয়োজন বাংলায়ন। ”
  • বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা ”
  • হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব
    অথবা গিয়েছে দিন
    এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর,
    নাকি সে আমার মত খুব ভালোবেসে
    পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে।
    বোকা উদ্ভিদ তবে কি
    মানুষের কাছে প্রেম চেয়েছিলো?
    চেয়েছিলো আরো কিছু বেশি। ”
  • ১৯৭১ সালে আমরা যে অলঙ্ঘনীয় ঐক্য গড়েছিলাম, তা শত্রুরা নস্যাৎ করতে ব্যর্থ হয়েছিল। আজ আমরা একটি মুক্ত, স্বাধীন ও সার্বভৌম দেশে বাস করি। অথচ আজ ঔদ্ধত্য এবং অজ্ঞতাকে আমরা প্রশ্রয় দিয়ে চলছি। কোনো একজন ব্যক্তি দ্বারা কোনো একটি দেশ বা জাতি তৈরি হয়নি। আমরা যদি সত্যিই জাতির পিতার স্বপ্নে সোনার বাংলায় বাঁচতে চাই, তাহলে এই আমিত্বর আসক্তি এবং আত্মঘাতী উচ্চাভিলাষ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এই আমিত্ব হলো কেবল এক ব্যক্তি বা একজন মানুষ সবকিছুই করতে পারেন এমন ভাবনা। ”
  • “ দুই বছরের জরুরি অবস্থার নামে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রত্যক্ষ করেছি। আর সেটা ঘটেছিল সেই সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের দূরদর্শিতার অভাব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে তাদের অনীহার কারণে। ”
  • “ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই একটি উন্নত দেশে পরিনত হত ”
  • বিস্তারিত বিশ্লেষণের পর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বস্তুনিষ্ঠ ও সুস্পষ্ট প্রতিবেদন দিয়েছিল বিচারপতি হামুদুর রহমান কমিশন। কিন্তু আমরা সেটা পড়েও দেখিনি।
  • বাংলাদেশে হিন্দি ভাষার ভবিষ্যৎ উজ্জ্বল ”
  • অবিভক্ত ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের মানুষের একটি বিপুল ভূমিকা ছিল ঠিক তেমনি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রেও চট্টগ্রামের ভূমিকা কোনো অংশে কম নয়। সারা পৃথিবীর মানুষের কাছে স্বাধীন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে।
  • ইহাই হয়তো আমার শেষ বার্তা,আজ হইতে বাংলাদেশ স্বাধীন।আমি বাংলাদেশের জনগনকে আহবান জানাইতেছি যে,যে যেখানে আছো,যাহার যা কিছু আছে,তাই নিয়ে রুখে দাড়াও,সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো।পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও ”
  • পুরো বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার ”
  • বাংলাদেশ নিয়ে কিছু কথা
  • বাংলাদেশ ধনী দেশ নয়, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়।
  • বাংলাদেশ হলো সারা পৃথিবীর রানী ।
  • বাংলাদেশে, আপনি যদি একটি ছায়াছবিতে একটি চুম্বন রাখেন, তবুও তা রাজনৈতিক।
  • মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।( শেখ হাসিনা)
  • পাকিস্তানে নেতাকর্মীদের জন্য সবসময়ই কঠিন পরিস্থিতি ছিল। 1960-এর দশকে, বাংলাদেশ আন্দোলন এবং পশ্চিম বেলুচিস্তান প্রদেশে জনগণের সংগ্রামের সাথে সম্পর্কিত ভাষাগত ও জাতিগত অধিকারের জন্য মানুষ লড়াই করেছিল।
  • পাকিস্তানে যা ঘটেছিল তা হল মানুষকে বলা হয়েছিল: তোমরা সবাই মুসলিম, তাই এখন তোমরা একটি দেশ। যেমনটা আমরা দেখেছিলাম ১৯৭১ সালে বাংলাদেশ বিচ্ছিন্নতার সাথে, এর উত্তর ছিল: ‘আরে না, আমরা শুধু তা নই।’

বাংলাদেশ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বাংলাদেশ নিয়ে কবিতা, গান ~ Poems, songs on Bangladesh in Bangla

  • আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
    চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
  • আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
    তুমি এই অপরূপ রূপে বাহির   হলে জননী!
    ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
    তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
    ডান হাতে তোর খড়্গ জ্বলে,   বাঁ হাত করে শঙ্কাহরণ,
    দুই নয়নে স্নেহের হাসি,   ললাটনেত্র আগুনবরণ।
    ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
    তোমার দুয়ার আজি খুলে গেছে   সোনার মন্দিরে ॥
    তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে   লুকায় অশনি,
    তোমার আঁচল ঝলে আকাশতলে   রৌদ্রবসনী!
    ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
    তোমার দুয়ার আজি খুলে গেছে   সোনার মন্দিরে ॥
    যখন অনাদরে চাই নি মুখে   ভেবেছিলেম দুঃখিনী মা
    আছে ভাঙা ঘরে একলা পড়ে,  
    দুখের বুঝি নাইকো সীমা।
    কোথা সে তোর দরিদ্র বেশ,  
    কোথা সে তোর মলিন হাসি–
    আকাশে আজ ছড়িয়ে গেল  
    ওই চরণের দীপ্তিরাশি!
    ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
    তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥
  • আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে– এই বাংলায়/হয়তো মানুষ নয়– হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে,/ হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে / কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; / হয়তো বা হাঁস হ`ব–কিশোরীর–ঘুঙুর রহিবে লাল পায়, / সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; / আবার আসিব আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে।’
  • বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
    পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥
    বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ—
    পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান॥
    বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা—
    সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান॥
    বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
    এক হউক, এক হউক, এক হউক হে ভগবান॥
  • কোন্ দেশেতে তরুলতা
    সকল দেশের চাইতে শ্যামল?
    কোন্ দেশেতে চলতে গেলেই
    দলতে হয় রে দুর্বা কোমল?
    কোথায় ফলে সোনার ফসল,
    সোনার কমল ফোটেরে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে
    কোথায় ডাকে দোয়েল-শ্যামা
    ফিঙে নাচে গাছে গাছে?
    কোথায় জলে মরাল চলে,
    মরালী তার পাছে পাছে?
    বাবুই কোথা বাসা বোনে,
    চাতক বারি যাচে রে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে!
    কোন্ ভাষা মরমে পশি
    আকুল করি তোলে প্রাণ?
    কোথায় গেলে শুনতে পা‌’বো
    বাউল সুরে মধুর গান?
    চন্ডীদাসের রামপ্রসাদের
    কন্ঠ কােথায় বাজে রে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে!
    কোন্ দেশের দুর্দশায় মোরা
    সবার অধিক পাই রে দুখ?
    কোন্ দেশের গৌরবের কথায়
    বেড়ে ওঠে মোদের বুক?
    মোদের পিতৃপিতামহের
    চরণধূলি কোথায় রে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে!
  • আমার দেশ
    বসন্তের কুকিলের ডাকে মুখরিত হওয়া দেশ,
    কাদা মাটি মিশ্রিত বর্ষার দেশ,
    আমার দেশ, রফিক, জব্বার, মালেকের দেশ,
    রক্ত যারা ঝরাতে এসেছিল, তাদের রক্ত ঝরিয়ে বেচে থাকা স্বাধীন দেশ।
    আমার দেশ,
    হিন্দু,মুসলিম,বোদ্ধ, খীষ্ট্রান একত্রিত এক সোনার বাংলাদেশ।
  • এমন দেশের হাসি
    বলো আছে কোন দেশে,
    রাখাল বাশির মিষ্টি সুরে
    মাঠের ফসল নাচে।
    সারি সারি পাখির মেলা
    আকাশ জুড়ে চলছে খেলা,
    নীল আকাশে সাদা মেঘে
    চিলের সারি ভাসে।
    ঋতুর সাজে সবুজ প্রকৃতি
    আসে নানানভাবে,
    বারো মাসের ছয়টি ঋতু
    দুই মাস পর পর আসে।
    হাসি খুশির মাঝে মোরা
    আছি ভারি বেশ,
    এই আমাদের দেশ
    ও ভাই সোনার বাংলাদেশ।
  • আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলার কবিতা ভালোবাসি
    বাংলার গন্ধরাজের সৌরভ মনে দেয় শান্তি,
    আমি উড়ায় লাল সবুজ পতাকা বাংলার মানচিত্রে আঁকা
    সবুজের মায়ারূপ দূর করায় ক্লান্তি।
    মনে মিশ্রিত বাংলার সোনার ধান বাংলার বাউল গান
    মনকে সতত আগলে ধরে
    লুকিয়ে পড়ি কাশের ভীরে রূপটা দেয় ভরে
    আমি তরুছায়া ময়ীর তীরে।
    আমি চিত্রময়ী বাংলায় বেচে থাকি সুখে দুখে বেদনায়
    গল্প শুনি অঘ্রাণে
    হাজার পাখির কলকাকলি রাঙিয়ে তুলে পুষ্পেরকলি
    নব প্রেমের গীতি জুড়ায় প্রাণে।
    গাছ গাছালি ভরা জারুল, বট, কাঠাঁল আম অশ্বত্থ
    লেগে থাকে শরীরে দক্ষিণের বাতাস
    রঙধনু ছবি আঁকে সাতটি রঙের বাকে
    সাজিয়ে তুলে রঙিন আকাশ।
    উচু নিচু ভূমি দেশ রূপের নেইকো শেষ
    রূপের সৌন্দর্যের বেশ
    বিচিত্র মাঠ ঘাট রূপের সোনালি পাট
    ভালোবাসি প্রিয় সোনার বাংলাদেশ।
  • আমার গর্ব আমার স্বর্গ আমার মাতৃভূমি
    জন্মেছি তাতে গর্বিত তুমি স্বপ্নপুরের রানী
    তোমার কোলে জন্মেছি বলে আমি আজ চিরসুখী
    শহীদরা যে জীবন দিলো কান্নার জলে লিখি
    একাত্তরের তিরিশ লক্ষ প্রানের বিনিময়
    অর্জিত এই দেশ নিলো দেখো নয়টি মাস সময়
    বাংলাদেশ আমার বাংলাদেশ
    আমার বাংলাদেশ আমার বাংলাদেশ
  • হৃদয়ে আমার বাংলাদেশ
    স্বপ্ন আমার বাংলাদেশ
    শান্তি আমার বাংলাদেশ
    ও মা তুই……
    আমার বাংলাদেশ !!!
    স্বাধীনতার যুদ্ধে আছি
    দোয়া করিস মা গো
    তোর মুখে হাসি ফোটাবো
    জাগো বাঙ্গালি জাগো
    মা তোর খোকন
    যেন ভয় না পায়
    মরণের আগে এ
    স্বাধীন করবো এ দেশ
    বুকের যত রক্ত লাগে…
    স্বাধীনতার যুদ্ধে আছি
    দোয়া করিস মা গো
    তোর জন্য শহীদ হবো
    জাগো বাঙ্গালি জাগো……
    মা তোর খোকন
    যদি বাড়ি না ফেরে
    স্বাধীনতার পরে
    সবুজ লালের পতাকা
    রাখিস বড় যত্ন করে
    স্বাধীনতার যুদ্ধে আছি
    দোয়া করিস মা গো
    মায়ের দেশ মাকে দেব

পরিশেষে, Conclusion

জাগো বাঙ্গালি জাগো !! বাংলাদেশ এমনই এক রাষ্ট্র যার মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। বাংলাদেশ নিয়ে উক্তি সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts