প্রথম দেখা নিয়ে উক্তি, Quotes on first sight in Bengali language  


প্রথম দেখা প্রত্যেক মানুষের জীবনে একটি তাৎপর্য বহন করে থাকে। একটি মানুষকে গভীরভাবে জানা, তার সঙ্গে সখ্যতা গড়ে ওঠা  ভালোবাসাও প্রেমে পরিণতি নেওয়া- এই সবকিছুর মূলে রয়েছে সেই ব্যক্তিটিকে প্রথম দেখার বিশেষ মুহূর্তটি। আজ আমাদের এই বিশেষ প্রতিবেদনটি সাজিয়ে তোলা হয়েছে প্রথম দেখা সম্পর্কিত কিছু উক্তি সমূহ নিয়ে। আশা করি লাইনগুলি প্রাসঙ্গিকও আপনাদের মনের মতো হবে।  

প্রথম দেখা নিয়ে উক্তি

প্রথম দেখা নিয়ে ক্যাপশন, First sight status in Bangla 

  • প্রথম দেখার মাধ্যমেই একজন মানুষের প্রতি একটি আপাত ধারণা তৈরি হয়।
  • প্রথম দর্শনেই একটি মানুষকে সম্যকরূপে  বিচার করতে নেই
  • আমার সাথে এটি হওয়ার পরে থেকে আমি প্রথম দর্শনে প্রেমে বিশ্বাস করি ।
  • কথায় বলে প্রথমে দর্শন তার পরে তার গুণের বিচার করা হয়। 
  • এত বছর পর, আমি মনেকরি যে আমি অবশেষে আমার জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছি; আর সেই প্রেমকে ছিল প্রথম দর্শনেই ।
  • যদি আমাকে জিগ্যেস করেন, আসল ভালোবাসা কি? তাহলে আমি বলব প্রথম দেখায় ভালোবাসা।
  • অনেকের মতে প্রথম দেখায় প্রেম বলে কিছু হয় না; তাঁরা মনে করে প্রথম দেখায় যা হয় তা শুধুমাত্র লালসা।
  • প্রথম দর্শনের প্রেম এবং তার পটভূমিতে বিশ্বাস গভীরভাবে জড়িয়ে রয়েছে।
  • বোকা মানুষেরাই প্রথম দেখায় প্রেমে পড়ে। তবে মাঝে মাঝে এমন বোকা হলে মন্দ নয় ।
  • প্রথম দর্শনে বন্ধুত্ব আর প্রথম দর্শনে প্রেম, দুটোই প্রায় সমার্থক শব্দ ; একই জিনিস। মধ্যিখানে শুধু সময় এর ব্যাবধান
  • প্রথম দর্শনে প্রেমের সুবিধা হল যে এটি আপনাকে দ্বিতীয় বার ভাবার সুযোগ দেবেনা।
  • প্রিয় মানুষকে প্রথম দেখার দিনটি কেউ ভুলতে পারে না।
প্রথম দেখা নিয়ে ক্যাপশন

প্রথম দেখা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কাব্যিক ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্রথম দেখা নিয়ে কিছু কথা, Lovely sayings about first sight

  • প্রথম দেখা ,প্রথম চাওয়া, প্রথম সবকিছু 
    সেই স্মৃতি আজও উঁকি মারে
    ভুলতে পারিনি কিছু
  • একজন মানুষের ব্যবহার ,প্রথম সাক্ষাতেই তার অনেকখানি পরিচয় দিয়ে যায় ।  
  • পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের প্রথম দর্শনেই মনে ভক্তিরস সঞ্চারিত হয়; তারাই আমাদের কাছে দেবতাতুল্য।
  • প্রথম দেখার গুরুত্ব  কে কখনো ছোট করে দেখা উচিত নয় । প্রথম দেখে মনে যে ধারণা তৈরি হয় তা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 
  • সেই প্রথম দেখা ছেলেবেলাকার সবকিছুই আজ
    স্মৃতি  হয়ে ঘুরে ফেরে চারিদিক। সত্যিই কি ছোট্ট সেই ছেলেবেলা, হাসিখুশি আর খেলা  ফিরে পাবনা কখনো ?   
  • কিছু মানুষ হয় ছাইচাপা আগুন প্রথম দর্শনে তার কিছুই বোঝা যায় না ।
  • সেই প্রথমবার যখন আমাদের দেখা হলো
    তখন থেকেই শুরু হয়ে গেল আমাদের ভালোবাসার গাথা
    একে অপরের মধ্যে হারিয়ে ফেলেছিলাম দু জনেই
    নিষ্ঠুর বাস্তব আজ আমায় বুঝিয়ে দিয়েছে
    হারিয়ে গেলে পেতে হয়  কেবল, ‘ব্যথা’ 
  • প্রথম যখন দেখেছিলাম তোমায়
    তুমি পরেছিলে নীলরঙা এক শাড়ি 
    সুঠাম দেহের মিষ্টি শ্যামলা বদন ও ঝকঝকে দাঁতের কোমল হাসিতে
    মন গেছিল হারিয়ে।
    হয়েছিলাম দিশেহারা,
    কথা বলেছিলাম হয়ে আত্মহারা,
    মনে ছিলো কল্পনার ধোঁয়া।
    স্বপ্ন শুধু তোমায় কাছে পাবার।
  • কে প্রথম কাছে এসেছি
    কে প্রথম চেয়ে দেখেছি,
    কিছুতেই পাই না ভেবে
    কে প্রথম ভালবেসেছি,
    তুমি না অমি ?
    ডেকেছি কে আগে
    কে দিয়েছে সাড়া
    কার অনুরাগে কে গো দিশাহারা,
    কে প্রথম মন জাগানো সুখে হেসেছি
    তুমি না অমি?
প্রথম দেখা নিয়ে কিছু কথা

প্রথম দেখা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্রথম দেখা নিয়ে কবিতা, Poetic phrases on first sight

  • প্রথম দেখার সেই বিস্ময় 
    এখনো চোখের পাতায়,
    প্রথম হাসির সেই আবেদন 
    এখনো ঠোঁটের ভাষায়,
    প্রথম দেখার সেই বিস্ময়। 
    চপলা হরিণীর চঞ্চলাতে 
    হঠাৎ ভীষণ এক ব্যস্ততাতে,
    প্রথম কথার সেই সংশয়
    এখনো যে সব ভাবনায়।  
    প্রথম দেখার সেই বিস্ময়।
  • দেখেছি প্রথমবার
    দু’চোখে প্রেমের জোয়ার
    কতদিন আশায় ছিলাম
    তুমি যে হবে আমার
    তুমি যে খুলে দিলে
    বন্ধ এ মনের দুয়ার
    কতদিন আশায় ছিলাম
    তুমি যে হবে আমার
  • শিউলি কত, অবিরত
    বুকের গভীরে ফুটে, 
    কার ইশারায়, এক লহমায়
    সবকিছু ভোরে ওঠে। 
    খুব চেনা চেনা ওই তার সে ডাকে 
    ডাকলো আবার কেন সে আমাকে,
    প্রথম ছোঁয়ার সেই শিহরণ
    এখনো যে রক্তধারায়।  
    প্রথম দেখার সেই বিস্ময় 
    এখনও চোখের পাতায়,
    প্রথম হাসির সেই আবেদন 
    এখনও ঠোঁটের ভাষায়,
    প্রথম দেখার সেই বিস্ময়।।
  • প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি
    প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি
    সে যে রুপে অপরুপা অনন্যা
    পৃ্থিবীতে নেই কোনো তার তুলনা।।
    প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি
    প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি
    কালো দুটি চোখে যাদু আছে
    আমাকে সে পাগল করেছে।।
    ছন্দে ছন্দে তার পথচলা
    মনে হয় সে যেন কত দিনের চেনা
    সে যে রুপে অপরুপা অনন্যা
    পৃ্থিবীতে নেই কোনো তার তুলনা।
    প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি
    প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি
    রাঙা দুটি ঠোটের মায়াবী হাসি
    মনে বাজে আমার কৃষ্ণের বাশি
    চুলে তার ঢেউ খেলে উতাল হাওয়ায়
    আকাশে থাকে যেন মেঘের আনমনা
    সে যে রুপে অপরুপা অনন্যা
    পৃ্থিবীতে নেই কোনো তার তুলনা।।
    প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি
  • তোমার ঐ রূপ আমায় করেছে ব্যাকুল,
    ভাবতেই পারি না, যেন চোখের কোন ভুল ৷
    কি-যে সৌন্দর্য তোমার ফুটে আছে কায়!
    জানি না কোন সু’ঘ্রাণ ডাকছে ইশারায় ৷
    হতে পারে তোমার ঐ রাঙ্গা ঠোটের হাসি,
    কাঁপন তোলা অস্থিরতা, দৃষ্টিতে বিলাসী…৷
    প্রথম দেখার অনুভূতি ; কি চমৎকার!
  • লাল ফুলটি মানিয়েছে তোমার ওই খোঁপায় 
    জানি না কি লুকিয়ে আছে, তোমার ঐ রূপে;
    যেন জ্বলন্ত কিছু বয়ে যায়, নিঃশ্চুপে ৷
    এ যেন হৃদয় কাড়া, অপূর্ব সুন্দর,
    পলকেই জাগাতে পারে, ঘুমন্ত অন্তর ৷
    এ কেমন অনুভূতি! যা হৃদয়ে  দিল টান?
    সরানো যায় না দৃষ্টি, সেই প্রথম দর্শনে তোমার 
    কি ভাবে দেব সারা, অচেনা সৌরভে?
    জানি না এ কেমন টান; আমার অনুভবে ৷
    তোমায় প্রথম দেখেই আমি হয়েছি বেসামাল
    ওগো প্রিয়া কবে তুমি আমার হবে?  
  • হয়ত অচেনা মুখ হবে পরিচিত,
    দু’টি হৃদয় হবে  কি একত্রিত?
    এ সংশয় মনের মাঝে, ভাবায় বারবার,
    আমিতো হতে চাই; তুমি কি হবে আমার…?
    প্রথম দেখার দিনটারে ভুলতে পারি না আজও মনে পড়ে যায় বারবার !
  • প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন
    সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষন
    রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব
    তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব
    প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন
    সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষন
    নদীর রঙে যাক মিশে ভালোলাগা সব
    তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব
    তুমি এলে যেন অবাক শ্রাবনের সুখ
    পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
    ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
    কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
  • বৈশাখেতে প্রথম দেখা
    জ্যেষ্ঠ মাস এখন
    অনেক দেরি আসতে ফাগুন
    তাই মানে না মন 
  • এক বৈশাখে দেখা হল দুজনার
    জষ্ঠিতে হল পরিচয়
    আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
    কি হয় কি হয়,
    কি জানি কি হয়
    তখনি তো হলো দেখা
    যেই না নয়ন কিছু চেয়েছে
    জানাজানি হয়ে গেছে
    অধর যখনি কথা পেয়েছে
    জানি না তো কি যে হবে
    এরপরে কিছু  পেলে এ হৃদয়
    প্রথমে চমক ছিল
    তারপরে ভাল লাগা এসেছে
    ডুবে গেছে সেই মন,
    যে মন খুশির স্রোতে ভেসেছে
    জানি না তো কি যে হবে
    সবকিছু হয়ে গেলে তন্ময়
  • প্রথম দেখাতে এমন জাদু করে দিলে,
    তুমি আমার হৃদয় তোমার করে নিলে।
    না জানি কী হবে?
    কী হবে কে জানে?
    এসো এই মুহূর্তকে যাপন করি একসাথে।
    আমি এখানে, তুমিও এখানে।
    এসো আমার আলিঙ্গনে।
    ও  আমার প্রাণ, আমার আলিঙ্গনে এসে
    ভুলে যাও দুই পৃথিবী আবেশে।
প্রথম দেখা নিয়ে কবিতা

পরিশেষে, Conclusion

প্রথম দেখার দিন সত্যিই সবার কাছেই একটি বিশেষ মুহূর্ত। সেই কথা ভেবেই আজ আমাদের প্রতিবেদনে প্রথম দেখা সম্পর্কিত কিন্তু মন ভাল করা উক্তি পরিবেশন করা হল। পোস্ট টিপছন্দ হলে অবশ্যই তা নিজের ভালো লাগার মানুষ ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওই প্রতিবেদনটি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন।   

Recent Posts