আমাদের আজকের এই পোস্টটিতে আমরা কলিযুগ নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
কলিযুগ নিয়ে উক্তি সমূহ, best Bengali quotes on Kalyug
- আমরা কলিযুগে বাস করছি, এখানে কতকিছুই হবে, এখনও তো কিছুই দেখা হয় নি আমাদের, আরো কত কি হওয়ার বাকি।
- কলিযুগে বাস করতে গেলে ধৈর্য ধারণ শিখতে হবে, নয়তো টিকে থাকতে পারবে না।
- কলিযুগে মানুষ যত পাপ করেছে তা গুনে শেষ করা যাবে না।
- কলিযুগ নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর যুগ, আর এই যুগ আমরা ধীরে ধীরে কাটিয়ে নিচ্ছি।
- ভগবান আগেই বলেছেন কলিযুগে যে বহু ভয়ঙ্কর ব্যাপার ঘটবে, তাই এ নিয়ে বেশি ভেবো না, শুধু দেখতে থাকো কি হয়।
- একের পর এক আজব দেখে যাচ্ছি এই কলিযুগে দাঁড়িয়ে, আর যে কি কি দেখতে হবে ভগবানই জানেন।
- কেনো যে আমি এই কলিযুগে জন্ম নিলাম !
- কলিযুগের কেষ্ট কে ভালোবাসোনা, তারা শুধু তোমার মন নিয়ে খেলা করবে।
- কলিযুগে জন্ম নিয়েছি বলেই আজ এতকিছুর সাক্ষী হতে পেরেছি, এও বিশাল গর্বের বিষয় আমার জন্য।
- কলিযুগে দিন দিন শান্তি সম্প্রীতির অভাব দেখা দিচ্ছে।
কলিযুগ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভগবান শ্রীকৃষ্ণের বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
কলিযুগ নিয়ে ক্যাপশন, Kolijug nie caption
- বিষ্ণু পুরাণে বলা আছে যে “কলিযুগে মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উর্পাজনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে।” ঠিকই তো, বর্তমানে মানুষ শুধু টাকার পেছনে ঘুরছে, যাদের টাকা আছে তাদের মান আছে, গরিবদের কেউ সম্মান করে না।
- কলিযুগে কারও মধ্যে আর আন্তরিকতা নেই, এখনকার সময়ে সকলেই স্বার্থের সম্পর্কে লিপ্ত।
- কৃষ্ণের তো রাধাই ছিল একমাত্র প্রেয়সী, আজকাল কলিযুগের কেষ্টদের প্রেয়সী আর একজন হয়না, বরং একসাথে কয়েকজন রাধা থাকে তাদের জীবনে।
- কলিযুগের কেষ্টদের থেকে সাবধান থাকা জরুরি, তাদের মনে তোমার জন্য প্রেম থাকে না, থাকে শুধু লালসা।
- কলিযুগের মানুষজন স্বার্থবাদী, কারও মনেই তোমার জন্য সত্যিকারের সহানুভূতি নেই, তোমার সাথে স্বার্থ ফুরিয়ে গেলেই তোমায় আর ডাকবে না তারা।
- পুরাণে বর্ণিত আছে যে ” কলিযুগে পৃথিবীতে ধর্ম সংকোচিত হয়ে অধর্মের আধিক্য ঘটবে। পুণ্য হবে এক ভাগ এবং পাপ হবে তিন ভাগ। ” লক্ষ্য করে দেখা যায় যে এই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।
- মনু সংহিতায় বলা হয়েছে যে সত্যযুগে তপস্যা, ত্রেতাযুগে জ্ঞান, দ্বাপরযুগে যজ্ঞ এবং কলিযুগে দানই প্রধান ধর্ম হয়।
- বিষ্ণু পুরাণ অনুযায়ী কলিযুগে বেদবিহিত ক্রিয়াসমূহ হ্রাস পাবে, পাশাপাশি বর্ণ ও আশ্রমের আচারানুরূপ প্রবৃত্তি সকল বিলুপ্ত হবে।
- ভাগবতে বলা আছে “ছলনা মিথ্যা আলস্য নিদ্রা হিংসা দুঃখ শোক ভয় দীনতা প্রভৃতি হবে কলিযুগের বৈশিষ্ট্য।” তাই হয়তো আমাদের চারদিকে বাটপার জোচ্চোর ভরে উঠেছে, অন্য কেউ উন্নতি করছে দেখলে মানুষের মন খারাপ হয়, পরিশ্রম করতে কেউ চায় না।
- আজকাল বৃদ্ধাশ্রম বৃদ্ধ মাতা পিতা দ্বারা ভরে উঠছে, কারণ কেউ আর নিজের জন্মদাতা পিতা মাতাকে সম্মান করে না, তাদেরকে বোঝা মনে করে। এসব দেখলে মনে পড়ে যায় যে বিষ্ণু পুরাণে পড়েছিলাম “কলিযুগে নিজের বৃদ্ধ বাবা-মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান।”
- কলিযুগে মাতাপিতাকে মানবে না কেউ, কথাগুলো সত্যিই ফলে যাচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা মা বাবার কথা শুনতে চায় না, শুধু নিজের মনের মত চলতে চায়।
- আজকাল খবরে প্রায়ই দেখা যায় যে সম্পত্তির লোভ পুত্র পিতার হত্যা করেছে, আবার অনেক সময় এমন খবরও দেখা যায় যে বিভিন্ন কারণে পিতা পুত্রকে হত্যা করছে। এগুলো শুনতে খুব খারাপ লাগে ঠিকই, কিন্তু আমি খুব একটা আশ্চর্য হই না, কারণ বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে কলিযুগে “পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুণ্ঠিত হবে না।”
- ভগবান হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছেন যে সব খারাপ কাজ কলিযুগে হবে।
- শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন যে কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্ম ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে। সত্যিই আজকালের মানুষের মধ্যে প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোন মিল নেই।
- কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তি মিলে যাচ্ছে বিভিন্ন ঘটনার সাথে, একথা সত্য, কেউ এর অস্বীকার করতে পারবে না। আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
কলিযুগ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
কলিযুগ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভগবত গীতার নির্বাচিত কিছু বাণীসম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
কলিযুগ নিয়ে সেরা লাইন, important lines on Kalyug
- শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে ভন্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে। সত্যই তো, ওপরে ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই ধর্মভ্রষ্ট।
- কলিযুগের বেঁচে থাকার একমাত্র উপায় হল শুদ্ধ মনে শ্রীকৃষ্ণের নাম জপ করা। তিনি আমাদের সঠিক পথ দেখিয়ে দেবেন।
- কলিযুগের মানুষের মধ্যে হিংসা বড় বেশি, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
- পুরাণে বর্ণিত আছে যে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে। তাইতো আজও কত অপরাধী অধরা, বহু মামলার মীমাংসা স্থগিত।
- আজকাল কেউ আর ধর্মগ্রন্থ পড়তে চায় না, কিন্তু সেই গ্রন্থগুলো পড়লে বোঝা যায় যে কলিযুগ সম্পর্কে যা ভবিষ্যত বাণী করা হয়েছিল তার প্রায় সবটাই আজ মিলে যাচ্ছে।
- কৃষ্ণের লীলায় অনুপ্রাণিত হয়ে করেছে সবাই লীলা, দ্বাপর না হোক, কলির কেষ্ট এদের তো যায় বলা ।
- কৃষ্ণের লীলা বড়ই মনমোহক ভক্ত কত জোটে – কলির কেষ্ট করলে লীলা লোকে ধরে পেটে ।
- কৃষ্ণের যদি হয় অনেক সখী এদের কেন নয় ! এরা যে ভাই কলির কেষ্ট তা ভুললে কি হয় !
- কলির কেষ্টদের দাপট অনেক সমঝে চলা চাই, হয় যদি তারা,এম. এল.এ পুত্ৰ অথবা মন্ত্রীর ভাই ।
- কেষ্ট অবলীলা দেখার পরেও যদি না করো উপেক্ষা, শাসনতন্ত্র তাদের করতলগত বাঁশী বাজার অপেক্ষা ।
- দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ কে তাই এই মিনতি জানাই, কলির কেষ্ট দের ফিরাও মতি আমরা অভয় পাই !!!
- একদা কলির সন্ধ্যায় পথ হারিয়ে সত্য যুগে হাজির, সেথায় সবাই বলে দরকার নাই এমন কলি পাজির। তোমরা কলির লোকে মিথ্যা বল কর মদ্য পান, হেথা থাকলে তুমি অঘোরে তে যাবে সবার প্রাণ। তোমরা এমন দুষ্টু পাজি কলির মানুষ জন, চুরি কর দিনে রাতে সত্য কাজে নাইকো মন। প্রতিবেশিরা করলে ভালো মোটেই সইতে পার না, প্রেম করলে আঘাত কর প্রেমের ভাষা বোঝ না। মন্দির মস্ জিদ মানুষ শুন্য ভগবান ক্ষুধায় রয়, কামনা বাসনা মেটাতে সব ছুটে পতিতালয়। আর কি বলি গুনের কথা কলির গুণীজন, নয়তো তোমার জায়গা এটা জেনো বিলক্ষণ।
- মানুষ আজ মানুষকে চেনেনা, / অহংকার তার বাঁচার ভিত্তি।/ ভুলে গেছে আপন জন, / নিজেকে নিয়েই ব্যস্ত দিবস রাতি। / ভুলে গেছে হাসি ভুলে গেছে কথা,/ ভুলে গেছে পাশাপাশি বসে একটু সময় ব্যয় করা,/ ভুলে গেছে প্রাণখোলা হাসি বুক ফাটা কান্না, / নিজের স্বার্থ গোছাতেই তৈরি সদা।/ দিন শুরু হয় করে পরচর্চা পরনিন্দা,/ দিনের শেষে আপন ট্যাঁকে কত কী জমলো- / তা নিয়ে শুরু হয় অঙ্ক কষা। / অন্যের সাফল্যে আনন্দ আসেনা হিংসা জাগে মনে, / এমন মানুষ কবে বিদায় নেবে অকূল সংসার হতে?/ বিপদে পড়লে আসেনা ছুটে দেখতে,/ দূর থেকে লোকদেখানো ঢং এ বলে ওঠে ‘আহা উহু’ / এসবই কি কলিযুগের রীতিনীতি তবে?
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা কলিযুগ নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।