আসছে ‘বধাই হো’ র সিকুয়্যাল ‘বধাই দো’, মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও, ভূমি পেডনেকরকে



ছেলে অনেক বড়, তারপরেও অনেক বয়সে মা হয়েছেন প্রিয়মবদা, লজ্জা, সমাজের মুখোমুখি হওয়া এসব কিছু নিয়ে তৈরী হওয়া ছবি ‘বধাই হো’ মুক্তি পেয়েছিল ২০১৮র অক্টোবরে।  দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি, যেখানে প্রিয়মবদার ভূমিকায় দেখা গেছিল নীনা গুপ্তাকে, তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করেছিল আয়ুষ্মান খুরানা এবং আয়ুষ্মানের বাবার ভূমিকায় ছিলেন গজরাজ রাও। ২ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই ছবির সিকুয়্যাল আসতে চলেছে জানিয়েছেন নির্মাতারা, যার নাম ‘বধাই দো’।

Pin it


 ‘বধাই দো’ ছবিতে দেখা যাবে রাজকুমার রাও, ভূমি পেডনেকর কে, সম্প্রতি রাজকুমার রাও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করছেন যেখানে তিনি বলেছেন তাহলে ডেট পাক্কা তো,  হাত মিলাও, স্যানিটাইজার লাগিয়ে,  ২০২১ এর আগমন হোক হাত মিলিয়ে, # BadhaaiDo।  আগামী বছর জানুয়ারিতেই শুরু হবে এই ছবির শ্যুটিং। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বধাই হো’  ছবিটির পরিচালক ছিলেন অমিত শর্মা। এবার হর্ষবর্ধণ কুলকার্নির পরিচালনায় মুক্তি পাবে ‘বধাই দো’।  জাঙ্গলি পিকচার্স এর প্রযোজনায়  ‘বধাই দো’ কি  ‘বধাই হো’ মতো সাফল্য পাবে সেটা সময়ই বলবে। 

View this post on Instagram

Toh date pakki!? Haath milao @bhumipednekar (sanitiser laga ke ⚠️), 2021 ki shuruat badhaiyon ke sath. #BadhaaiDo ☺️🎥✌🏼 @jungleepictures #HarshavardhanKulkarni #AkshatGhildial @sumadhikary

A post shared by RajKummar Rao (@rajkummar_rao) on Oct 17, 2020 at 11:25pm PDT

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now


 ২৯ কোটি বাজেটের ‘বধাই হো’ ছবিটি ২২১ কোটি ৪৪ লক্ষ টাকার ব্যবসা করেছিল,  বহু পুরস্কার লাভ করেছিল ছবিটি।’বধাই দো’ তেও  নীনা গুপ্তা, আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে কি না তা এখনও জানানো হয়নি। বলিউডে এখন রাজকুমার রাও অনেক জনপ্রিয়, তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক, শোনা গেছে এই ছবিতে পুলিশ ইন্সপেক্টর এর ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও কে। আর ভূমিকে দেখা যাবে পিটি টিচারের ভূমিকায়। ‘বধাই দো’ কি ‘বধাই হো’ র সাফল্যকেও হার মানাতে পারবে না পারবে না সেটাই দেখার।


Recent Posts