রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত


জামিন পেলেন না রিয়া চক্রবর্তী, জামিনের আবেদন খারিজ করে দিল আদালত, আগামি ২২ সেপ্টেম্বর পর্যন্ত  বাইকুল্লা জেলে থাকতে হবে  রিয়া চক্রবর্তীকে।

 সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগে সামিল আছে রিয়া চক্রবর্তী, টানা তিনদিন জেরার পর  মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয় তাকে, সেদিন রাতে এনসিবির দফতরে থাকার পর বুধবার সকালে তাকে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়।

Pin it


মঙ্গলবার এবং বুধবার জামিনের আর্জি জানালে তা খারিজ হয়ে যায়, বৃহস্পতিবার পুনরায় তৃতীয় দফায় বিশেষ আদালতে রিয়ার জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিন্ডে।  বৃহস্পতিবার রিয়া চক্রবর্তী ছাড়াও এই ঘটনায় অভিযুক্ত আরও ৫ জনের জামিনের আবেদন করা হয়। শুক্রবার ১১ সেপ্টেম্বর জামিন সংক্রান্ত রায় ঘোষণা করে বিচারক জি বি গুরাও রিয়া চক্রবর্তী তার ভাই শৌভিক চক্রবর্তী এবং আরও ৪ জনের জামিন খারিজ করেন। 


এই ঘটনায় রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী ছাড়াও মাদক যোগে এবং সুশান্ত সিং রাজপুতকে মাদক দেওয়ার কারণে গ্রেফতার করা হয় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের বাড়ির রাঁধুনি দীপেশ সাওয়ান্ত,  ড্রাগ ডিলার আবদুল বসিত পরিহার, জাইদ ভিলাত্রা।  আগামি ২২ সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্তদের থাকতে হবে বাইকুল্লা জেলে। 

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now

এনসিবির তরফে জানানো হয়েছে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী ‘ড্রাগ সিন্ডিকেট’-এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, NDPS আইন অনুযায়ী ২৭ এ, ২১, ২২, ২৮ ও ২৯ ধারায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সুশান্তকে মাদক জোগান দেওয়ার অভিযোগে।


Recent Posts