শারদোৎসবের আনন্দের মাঝেই খারাপ খবর, গুরুতর অসুস্থ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিলদেব। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে , সূত্র অনুযায়ী চিকিৎসায় নাকি সাড়া দিচ্ছেন কপিল দেব।
শুক্রবার দুপুরে সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সাংবাদিক টিনা থাকার টুইটে কপিলদেবের অসুস্থতার কথা জানিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বলেন,হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি কপিলদেব,তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে। ক্রিকেটপ্রেমীরা পুজোর দিনে এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। বেশ কিছুদিন ধরেই ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ক্রিকেটপ্রেমীরা এই খবর পাওয়ার পর থেকেই ‘হরিয়ানার হ্যারিকেন’ এর দ্রুত আরোগ্য কামনা করছেন।
১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিলদেব। কপিলদেব এর নেতৃত্বাধীন ভারতীয় দল সেই বছর ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে দিয়েছিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস হোক কিংবা ফাইনালে তার দুর্দান্ত ফিল্ডিং , এখনও সকলের মনে আছে।ভারতের হয়ে ১৩১টি টেস্ট ২২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।চলতি বছর আইপিএল ম্যাচের নানা দিন নিয়ে মত প্রকাশ করতে দেখা গেছে তাকে। হঠাৎ তাঁর অসুস্থতার খবর শুনে গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের মন খারাপ।