প্রেম নিবেদন করার উক্তি, Romantic quotes to propose someone you love in Bengali 



ভালোবাসা বা প্রেম হল মানুষের এক সহজাত প্রবৃত্তি। প্রেমে পড়েননি বা  নিজের জীবনের   বিশেষ সেই মানুষটিকে  ভালোবাসেন নি এমন মানুষ পাওয়া সত্যিই বিরল। আবার কিছু কিছু   ক্ষেত্রে প্রেমে পড়ার আগে আরো একটি পর্যায় থাকে যাকে আমরা বলি প্রেম নিবেদন যা সকলে করে উঠতে পারেন না বা ইতস্তত বোধ করেন। সেই সব প্রেমিক ভাবাপন্ন মানুষদের মুশকিল আসানের পথ আমরা করে দিয়েছি এই প্রতিবেদনটির মাধ্যমে। নিচে উল্লেখ করা হল প্রেম নিবেদনের কিছু রোমান্টিক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন কবিতা ইত্যাদি।            

প্রেম নিবেদন করার উক্তি

প্রেম নিবেদন করার কবিতা , Shayeri or poetry to propose someone you love in bangla

  • আমি এত যে তোমায় ভালোবেসেছি। তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে, পারে না হৃদয়।।
  • আমি তোমার সাথে একলা হতে চাই
    তোমায় ছুঁয়ে স্বপ্ন সেই স্বপ্নে ভেজা রঙ, রঙের নেশা গন্ধে,
    ভালবাসায় নতুন হতে চাই
    আলো আর নির্জনতায়
    তোমার সাথে একলা হতে চাই
  • তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি, আমার সাধের সাধনা, মম শূন্যগগনবিহারী। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-তুমি আমারি, তুমি আমারি, মম অসীমগগনবিহারী॥
  • এসো আমার ঘরে।বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
    স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে, মুগ্ধ এ চোখে।
    ক্ষণকালের আভাস হতে, চিরকালের তরে এসো আমার ঘরে॥
  • তোমায় যে আমি ভালোবাসি তোমার শুধু তোমার রূপে গুণে মুগ্ধ হয়েই নয়, আসলে তোমায় না ভালোবেসে থাকতে পারি না যে…
  • আমি তোর প্রেমে পড়ে প্রতি ভোরে
    প্রতি সকালে সোনালি রোদ যেমন ওঠে ; তেমনি আমিও তোর প্রেমে পড়ি। আমি তোর প্রেমে পড়ি সকালের সূর্য্য যেমন ওঠে প্রতিদিন,
    কিরণে পোড়াতে চায় পথ ঘাট,ফাটাতে চায় মাটি
    আমিও প্রতি দুপুরে তোর প্রেমে পড়ে পুড়ি।
  • সাগরের ঢেউ যেমন কুলে ছোটে
    কলি তে যেমন ফুল ফোটে
    পাহাড় থেকে যেমন ঝর্ণা পড়ে,
    চাঁদ যেমন জোছনা ছড়ায়
    পাখি যেমন আকাশে ওড়ে
    দিন, মাস, বছর নয়; গ্রীষ্ম, বর্ষা, শীত নয়; তোকে ভালবাসি প্রতি টা পলকে,প্রতিটা ঝলকে
    আমি তোকে ভালবাসি, বড় বেশি ভালবাসি
    তাই যখন তখন তোর প্রেমে পড়ি
    প্রতিবার তোকে প্রেম নিবেদন করি।
  • নেই তুমি মোর কাছে
    তুমি ছাড়া  আমার  কে বা আছে
    কোন কিছুই আজ ভালো লাগে না
    পাগল মন বুঝতে চাহে না।
    সে শুধু  খোঁজে তোমায় !!
  • আমি এতো  যে তোমায় ভালোবাসি
    তা কি তুমি বোঝোনা
    তবু কেন তুমি দূরে থাকো
    করো শুধু ছলনা।
  • বিরহের জীবন যন্ত্রণা
    কিছুতেই আর সয়না
    কেন তুমি ভুলে আছো
    কাছে মোর এসো না।
    তোমা বিহীন শূণ্য এ হৃদয়
    এটুকু ও কি বোঝোনা ?
  • আমি মন দিয়েছি
    মনটা নিতে চাই,
    একটু তোমায়
    ডাকছি কাছে তাই,
    আমি অনেক দেখে শুনে
    এই নিয়েছি মেনে,তোমার মতো সঙ্গী,কোথাও নাই
  • আমি  তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। আমি সকল দাগে হব দাগি, তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন সেথা আঁচল পাতব আমার-তোমার রাগে অনুরাগী॥
প্রেম নিবেদন করার কবিতা

সংগ্রাম ও লড়াই নিয়ে উক্তি, ছবি ও কিছু কথা, Meaningful sayings about struggle in Bengali language 

প্রেম নিবেদন করতে রোম্যান্টিক উক্তি, Romantic quotes for proposal

  • তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি বুঝি আমি বেঁচে আছি
  • হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যেকার ভালবাসার সবটুকু আমাকে জানতে দিও
  • ভালবাসা কী তা জানতে পেরেছি তোমার জন্যই।
  • আমি তোমায় ভালোবাসি, আমৃত্যু ভালোবাসব, আর মৃত্যুত্তর জীবন বলে যদি কিছু থাকে সেই জীবনেও ভালোবেসে যাব তোমাকে
  • এসো, আমরা প্রেমকে অমর করে দিই।’ –
  • আমি তোমায় ভালোবাসি, আমৃত্যু ভালোবাসব, আর মৃত্যুত্তর জীবন বলে যদি কিছু থাকে সেই জীবনেও ভালোবেসে যাব তোমাকে।’ –
  • ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি….ভালোবাসি ভালোবাসি । আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি ~ভালোবাসি !
  • চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
    গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
প্রেম নিবেদন করতে রোম্যান্টিক উক্তি

আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে উক্তি, Best quotes on self respect in Bengali language

প্রেম নিবেদন করার কিছু কথা, Meaningful lines to propose somebody

  • আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ; আমি চিরদিন তোমারই তো থাকব , তুমি আমার আমি তোমার!!
  • আমি তোমাকে উজাড় করে ভালোবাসতে চাই
    তুমি কি গ্রহণ করবে আমাকে ?
    আমি সারা জীবন তোমার সাথে একসাথে থাকতে চাই
    তুমি কি গ্রহণ করবে আমার প্রেম?
  • প্রথম দেখাতেই প্রেম ~শুনেছি আগে বুঝিনি কখনো; আজ বুঝলাম যখন দেখলাম তোমায় !
    ভালোবাসা বুঝি এভাবেই হয় ।
  • আমি তোমার সাথে একসাথে হাসতে প্রায়ই,
    তোমার দুঃখ ভাগ করে নিতে চাই ,
    তোমায় আদোরে সোহাগে ভরে রাখব সারা জীবন,তুমি কি আমার হবে  ??
  • সোহাগে আদরে বাঁধা পড়ে আমি 
    ভালোবাসতে চাই
    স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি 
    ভালোবেসে যেতে চাই
    তোমার ভালোবাসার অপেক্ষায় আমি রয়েছি আর থাকব প্রতিনিয়ত
  • বনলতা সেন কেও হার মানায় তোমার সৌন্দর্য, স্বর্গের কোনো অপ্সরা যেনো মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি, তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো। তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি ভালোবাসি তোমায়।
  • কি করে তোকে বলবো, তুই কে 
    আমার,আয় না সাথে চলবো, সব পারাপার,মনেরই আশকারাতে, তোর কাছে এলাম, হারিয়ে গেলাম
  • তুমি আমার জিতের বাজী
    তুমি আমার হার
    কি করে বলব তোমায়
    আসলে মন কি যে চায়
    কেনও সে পালিয়ে বেড়ায়
    তোমার থেকেই।
  • এক সঙ্গে বড় হওয়া আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হয়ে উঠতে পারে। চলো, এটিকে সত্যি করে তুলি আমরা দুজনে । তোমার হাত ধরে তোমায় নিয়ে চলি অক্ষয় ভালোবাসার দেশে।
  • যতদিন তুমি আমার জীবনে আছ, বেঁচে থাকার অন্য কোনও কারণের দরকার নেই আমার। তুমি আমার জীবন, ভালোবাসা, আমার নিয়তি। ভালোবাসি তোমায় !!
  • আমি তোমার সঙ্গে তোমার জগতে চিরকালের জন্য থেকে যেতে চাই। তুমি কি আমার হবে ?
  • তুমি হয়তো জান না, আমি মনেপ্রাণে তোমার কামনা করি। তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে  পারাটা আমার কাছে অসম্ভবের সমতুল্য। সবসময়,  প্রতিনিয়ত   তোমার মুখই আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি কি জন্ম-জন্মান্তরের জন্য আমার হবে?  
  • তোমার চোখে আমি শুধু নিজেকে দেখতে পাই না, দেখতে পাই আমার আজ, আগামীকাল ও আমার সমস্ত জীবনের ভবিষ্যৎ। আমি তোমায় ভালোবাসি, তুমি কি চিরকালের জন্য আমার হবে?
  • এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে –
    সজনী আমি বুঝি মরেছি মনে মনে
    একে তো ফাগুন মাস দারুন এ সময় -লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় ! অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
    হাজার রকমের ঔষধি আছে তার ।
    মরমে চোট পেলে সারেনা এ জীবনে-
    সজনী আমি বুঝি মরেছি মনে মনে !
  • এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই
    তুমি ছাড়া এমন আপন
    আমার যে আর কেউ নাই 
    আমি কি গো তোমাকে ছেড়ে
    একা একা থাকতে পারি?
  • আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।
    আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥ ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে–প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥
  • আমার পরান যাহা চায়
    তুমি তাই, তুমি তাই গো
    তোমা ছাড়া আর এ জগতে
    মোর কেহ নাই, কিছু নাই গো
  • সঠিক শব্দ চয়ন করতে আমি অপারক, সীমিত জ্ঞানের ভাণ্ডার
    তবে হৃদয়ের আকুলতায় রয়েছে বিশুদ্ধতা আর মন তাই আজ তোমাকে জানাতে চায়  সে তোমাকে কতটা ভালবাসে !
  • তোমার যদি যদি না পারি , আমি আর কারোর হতে চাই না। তুমি ই আমার জীবনের ধ্রুবতারা…তোমায় ভালবেসে আমি হতে চাই  দিশাহারা।
  • তুমি যদি আমার হও
    আমি সারাজীবন তোমায় রাখবো সুখে
    কুঞ্জ ছায়ায়র স্বপ্ন মধুর মোহে
    এই জীবনে যে কটি দিন পাবো
    কাটিয়ে দেবো হেসে খেলে দুজনে মিলে
প্রেম নিবেদন করার কিছু কথা

প্রেম নিবেদন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে?  যদি আপনাদের আজকের পোস্টটি   আপনাদের  মনোগ্রাহী হয়ে থাকে তবে তা অবশ্যই নিজের মনের মানুষকে এবং বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করে নিতে ভুলবেন না।

Recent Posts