কুকুরকে রঙ করে সাজানো হল বাঘ,প্রতিবাদে গর্জে উঠলো পশু প্রেমীরা


এক ঝলকে মনে হয় বাঘ, পরে কাছ থেকে দেখে বোঝা যায় বাঘ নয়, রাস্তার কুকুরের গায়ে রঙ করে তাকে বাঘের মতো সাজানো হয়েছে ।

ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়, বাঘ সাজানো কুকুরটির কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়াই চাঞ্চল্য, গর্জে ওঠেন পশু প্রেমীরা। মালয়েসিয়ার একটি পশুপ্রেমী সংগঠন
কুকুরটির চারটি রং মাখা ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট এই অন্যায় কাজের প্রতিবাদ জানায়।

কুকুরকে রঙ করে সাজানো হল বাঘ,প্রতিবাদে গর্জে উঠলো পশু প্রেমীরা
Pin it

নিজেদের বিকৃত আনন্দের জন্য কুকুরটিকে কষ্ট দেওয়া বা তার ক্ষতি করা কখনোই উচিত নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চারটি ছবিতে দেখা যাচ্ছে , কুকুরটির গোটা শরীরে নিখুঁতভাবে বাঘের মতো রং করা হয়েছে, মাথা থেলে লেজ পর্যন্ত উজ্জ্বল কমলা রং করা হয়েছে, তার উপরে কালো রঙের ডোরা কাটা দাগ দেওয়া হয়েছে।
রঙ করা অবস্থাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুকুরটি।

যারা এই জঘন্য কাজ করেচগে তাদের খোঁজ চালানো হচ্ছে। ওই ফেসবুক পোস্টেও জানতে চাওয়া হয়েছে কারা এমন অপরাধ করেছে, পশুদের গায়ে রং লাগানো অন্যায়, রং থেকেই মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে পশুদের। চামরার অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তাদের ক্ষতির কথা না ভেবে নিজেদের আনন্দকে প্রাধান্য দিতে এখনও কিছু মানুষ এরকম অপরাধ করে চলেছে।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now
Pin it

হেলপ অ্যানিম্যাল মালয়েশিয়া নামের সংগঠন খোঁজ করছে ওই কুকুরটি কোন এলাকায় আছে, কারা এই অপকর্ম করেছে তাদের সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা৷
বছরখানেক আগে ভারতেও এই ধরনের ঘটনা ঘটেছিল। কর্ণাটকের এক কৃষক বাঁদর তাড়ানোর জন্য একটি কুকুরের গায়ে বাঘের মতো রং করে ডোরাকাটা দাগ করে দিয়েছিলেন। এবার মালয়েশিয়ায় এই ধরনের কুকর্ম যারা করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব গোটা নেটদুনিয়া।


Recent Posts