একসাথে চারজনে মিলে গাঁজা খেত, সুশান্তের প্রাক্তন ম্যানেজারের বয়ানে চাঞ্চল্য


সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত ভার সিবিআই এর কাছে আসার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদক পাচারকারীদের কোনো যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই বহুবার রিয়া চক্রবর্তীর ও ভাই সৌভিক কে জেরা করা হয়েছে, স্যামুয়েল মিরান্ডাকে আটক করা হয়েছে।

Pin it
সৌভিক চক্রবর্তী

রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর সব ইলেক্ট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ।

রিয়ার ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই সন্দেহ দানা বাঁধে ৷ তারপরই জেরা করা হয় সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকা একাধিক ব্যক্তিকে।

এসবের মধ্যেই এবার চাঞ্চল্যকর এক তথ্য তুলে ধরল সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি তিনি জানায় রিয়া-সুশান্ত একসাথেই গাঁজা খেত, স্বচক্ষে দেখেছে সে, সিবিআই জেরায় শ্রুতি আরও বলেন সুশান্তের বাড়ির ছাদে তিনি অনেকবার সুশান্ত ও রিয়াকে একসঙ্গে গাঁজা খেতে দেখেছেন, তাদের সাথে সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডা থাকতো কখনো কখনো।

Pin it
রিয়া চক্রবর্তী

যদি এমনটাই হয় তাহলে রিয়া চক্রবর্তী কি মিথ্যে বলছে, উঠছে প্রশ্ন। কারণ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানান তিনি কোনওদিনই মাদক নেননি, দরকার পড়লে তিনি রক্তপরীক্ষাও করাবেন।
রিয়ার আইনজীবীও জানান যে রিয়া কখনোই গাঁজা বা মাদক নেননি।

তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা যেখানে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের অভিযোগ রক্তে খুব বেশিদিন ড্রাগ-এর নমুনা স্থায়ী হয় না বলেই রিয়া চক্রবর্তী রক্ত পরীক্ষার কথা বলেছিলেন,
নিজের কথা না জানালেও রিয়া কিন্তু বলে সুশান্ত গাঁজা খেতেন এবং তিনি বারবার চেষ্টা করেছেন সুশান্তকে এসব থেকে দূরে রাখার।


Recent Posts